Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 061 (Christ exists before Abraham)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্বিতীয় খণ্ড - নূর অন্ধকারের মধ্যে জ্বলিতেছে (যোহন ৫:১ - ১১:৫৪)
সি - জেরুজালেমে ঈসা মসিহের শেষ যাত্রা (যোহন ৭:১ - ১১:৫৪) -- অন্ধকার ও নূরের পৃথককরণ
১. তাঁবুর মধ্যে উপাসনালয়ের ভোজে ঈসা মসিহের কথা (যোহন ৭:১ - ৮:৫৯)

ছ) ইব্রাহীমের আগেই ঈসা মসিহ বিদ্যমান ছিলেন (ইউহোন্না ৮:৪৮-৫৯)


যোহন ৮:৪৮-৫০
৪৮. তখন ইহুদি নেতারা ঈসা মসিহকে বলিলেন, 'আমরা কি ঠিক বলি নাই যে, তুমি একজন শমরীয়, আর তোমাকে ভূতে পাইয়াছে?' ৪৯. উত্তরে ঈসা মসিহ বলিলেন, 'আমাকে ভূতে পাই নাই৷ আমি আমার পিতাকে সম্মান করি, কিন্তু আপনারা আমাকে অসম্মান করেন৷ ৫০. আমি আমার নিজের প্রশংসার চেষ্টা করি না, কিন্তু একজন আছেন যিনি আমাকে সম্মান দান করেন, আর তিনিই বিচারকর্তা৷

ঈসা মসিহ ইহুদিদের মূখোসকে ছিড়ে ফেললেন, সত্যকে অগ্রাহ্য করে শয়তানের রুহের সাথে তাদের ষড়যন্ত্রের সহযোগিতাকে দেখালেন৷

এই আক্রমণের পরপরই মন্দ আত্মা প্রকাশ্যে বেরিয়ে আসতে বাধ্য হলো৷ তাদের পাপের জন্য অনুতাপ এবং শোকের পরিবর্তে তারা শয়তানের সাথে তাদের মিত্রতা দেখালো এবং স্বীকার করলো যে তারা খোদাকে নিন্দা করেছিল পাকরুহের মাধ্যমে ঈসা মসিহের জন্মকে অস্বীকার করে৷ তারা তাকে মিশ্র জাতি শমরীয় বলে আখ্যায়িত করেছিল শমরীয়দের পুনরজাগরণের খবর জেরুজালেমে পৌছেছিল এবং পর জাতি বিরোধী ইহুদিরা ক্রোধান্বিত হয়েছিল৷

একটি দল ঈসা মসিহের ইহুদি বংশদ্ভুতের বিষয়ে জানতো এবং জোরালোভাবে বলেছিল তিনি বাস্তবিকই ইহুদি৷ কিন্তু অন্যরা বলতে লাগলো যে তিনি শয়তানের সাহায্য নিয়ে মোজেজা সম্পাদন করছিলেন৷ দুষ্ট আত্মাদ্বারা আবিষ্ট লোকেরা তাদের আসল অবস্থার বিষয়ে অবগত নয়, কিন্তু দাবি করেছিল যে খোদার সেই পবিত্র জন দুষ্ট আত্মাধারী৷ এইভাবে মিথ্যার জনক তাদের মনকে বিকৃত করেছিল যেন তারা সাদাকে কালো এবং কালোকে সাদা হিসাবে দেখে৷

এই সব আধ্যাত্মিক অন্ধ লোকদের ঈসা মসিহ জবাব দিয়েছিল একথা বলে, 'আমার মধ্যে কোন শয়তনা নাই; আমি পাক-রুহতে পূর্ণ৷ কোন মন্দতা আমাকে পার্থিব বাসনার দিকে ঝোকাতে পারে না৷ আমি সত্য এবং ভালোবাসার প্রাচর্যে পূর্ণ; আমি নিজের জন্য বাঁচি না; আমি নিজেকে অস্বীকার করেছি এবং আমার পিতাকে সম্মান করি; এটা হলো আমার ন্যায়সঙ্গত এবাদত৷ আমি খোদার নামকে তোমাদের কাছে প্রচার করি এবং আমার আচরণের মধ্য দিয়ে পিতাকে সম্মান করি৷ হঁ্যা, আমি খোদার সত্যকে তোমাদের কাছে প্রকাশ করি, কিন্তু তোমরা আমাকে ঘৃণা কর, কারণ ঘোষণা করি যে খোদা আমার পিতা৷ তোমাদের মধ্যে মন্দ আত্মা তোমাদেরকে ছাড়তে চায় না কারণ খোদার রুহ সেই জায়গাটি দখল করবে৷ তোমরা সেই পবিত্রজনের সন্তান হতে চাও না, তাই তোমরা আমাকে খোদা নিন্দুক বল এবং মেরে ফেলতে চাও আমি গৌরব পাবার চেষ্টা করি না, যেহেতু আমি চিরকাল পিতার সঙ্গে তার মধ্যেই আছি৷ তিনি আমাকে সমর্থন করেন৷ আমার যত্ন নেন, আমাকে সম্মান এবং মহিমান্বিত করেন৷ তিনি সেই জন যিনি আপনাদের বিচার করবেন কারণ আপনারা আমাকে প্রত্যাখ্যান করেন৷ যে কেউ রুহের একজাতিককে প্রত্যাখ্যান করে সে খোদর বিচারের সম্মুখীন হয়৷ এটা এই কারণে যে মন্দ আত্মা যার ওপর ভর করে, তারা তাকে প্রত্যাখ্যান করে এবং নাজাতদাতাকে গ্রহণ করতে তাদেরকে বাধা দেয়৷'

যোহন ৮:৫১-৫৩
৫১. আমি আপনাদের সত্যই বলিতেছি, যদি কেহ আমার কথার বাধ্য হইয়া চলে, তবে সে কখনো মরিবে না৷' ইহুদি নেতারা তাকে বলিলেন, 'এইবার আমরা সত্যই বুঝিরাম যে, তোমাকে ভূতেই পাইয়াছে? ইব্রাহিম ও নবীরা মরিয়া গিয়াছেন, আর তুমি বলিতেছ, 'যদি কেহ আমার কথার বাধ্য হইয়া চলে, সে কখনো মরিবে না৷' ৫৩. তুমি কি পিতা ইব্রাহীমের চেয়েও বড়? তিনি ত মরিয়া গিয়াছেন এবং নবীরাও মরিয়া গিয়াছেন৷ তুমি নিজেকে কি মনে করো?'

ঈসা মসিহ সুসংবাদের সারাংশ বণর্না করে বললেন, সবাই যারা তার বাক্য শোনে, সেগুলোকে গ্রহণ করে এবং তাদের হৃদয়ে সে গুলোকে ধরে রাখে, তারা দেখবে যে এই বাক্যগুলো তাদের জীবনে শক্তিশালী হয়ে উঠবে৷ তারা অনন্ত জীবন পাবে এবং কখনো বিনষ্ট হবে না৷ মৃতু্য তাদের জন্য হবে তাদের পিতা অথাত্‍ খোদার দরজা, এটা তাদের ধার্মিকতার কারনে হবে না কিন্তু মসিহের বাক্য তাদের মধ্যে আছে এই কারণেই হবে৷ খোদার রাজ্যের এই মূল বিষয়কে কি আপনি উপলব্ধি করেছেন? সবাই যারা ঈসা মসিহের বাক্যকে তাদের হৃদয় ধরে রাখে না তারা পাপের এবং শয়তানের কর্তৃত্বের মধ্য পড়ে৷ যারা সুসংবাদকে এবং তার বাক্যকে ধরে রাখে তারা চিরকাল বেঁচে থাকে৷

ইহুদিরা ক্রোধে উত্তেজিত হয়ে পড়েছিল এবং চিত্‍কার করতে লাগলো, 'তুমি হলে শয়তান, তুমি মিথ্যা কথা বলছো৷ সকল বিশ্বাসী প্রবীন ব্যক্তিরা মারা গিয়েছে৷ তাহলে কিভাবে তুমি বল যে, যারা তোমার ওপর ঈমান আনে তোমার বাক্য তাদেরকে অনন্ত জীবন দেয়? তুমি কি স্রষ্টা থেকে অধিকতর গুণসম্পন্ন যেহেতু তুমি জীবন প্রদান কর যার মৃতু্য নাই? তুমি কি ইব্রাহিম, মুসা, এবং দাউদের থেকে মহত্‍ কেউ, তুমি নিজেকে খোদার তুল্য করেছ৷'

যোহন ৮:৫৪-৫৫
৫৪. উত্তরে ঈসা মসিহ বলিলেন, 'যদি আমি নিজের প্রশংসা নিজেই করি তবে তাহার কোন দাম নাই৷ আমার পিতা যাহাকে আপনারা আপনাদের খোদা বলিয়া দাবি করেন, তিনিই আমাকে সম্মান দান করেন৷ ৫৫. আপনারা কখনো তাঁহাকে জানেন নাই, কিন্তু আমি তাহাকে জানি৷ যদি আমি বলি, আমি তাহাকে জানি না, তবে আপনাদেরই মতো আমি মিথ্যাবাদী হইব৷ কিন্তু আমি তাহাকে জানি এবং তাহার কথার বাধ্য হইয়া চলি৷

শান্তভাবে ঈসা মসিহ জবাব দিরেন এবং বিশদভাবে তার অপরিহার্য বৈশিষ্টকে প্রকাশ করলেন৷ তিনি ঈসা মসিহ নিজের জন্য গৌরব পেতে চেষ্টা করেন না৷ তিনি চিরকালের জন্য স্বাভাবিকভাবেই গৌরবময় খোদা তার পুত্রের সম্মানের প্রতিভূ, যেমন পিতা পুত্রের মদ্যে থাকেন যার মধ্য দিয়ে খোদা তার মধ্য দিয়ে পিতৃত্বকে স্পষ্ট করে দিয়েছেন৷ হঁ্যা, ইহুদিরা দাবি করতো যে যে সত্যই তাকে জানতো না৷ তাদের পিতা ছিল শয়তান যে নিজেকে 'খোদার নাম' দিয়ে লুকিয়ে রেখেছিল এবং ঐ নামকে মিথ্যাভাবে ব্যবহার করতো৷ তারা ধার্মিকতার ভান করতো, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার রুহ ছিল না৷ যে কেউ খোদাকে জানে, সে খোদাকে ভালোবাসে যেমন খোদা তাকে ভালোবাসে৷ এই কারণে কোন ধর্ম যদি এই যুক্তি দেখায় যে কেবল মাত্র খোদার নামকে ধরে রাখাই যথেষ্ট, সেটা প্রমান করে না যে এই রকম জীবন ন্যায়সঙ্গত; তাহলে পুরো ধর্মবিশ্বাসী ক্রুটিযুক্ত হয়ে পড়বে৷ খোদা হলেন পিতা, পুত্র ও পাক-রুহ৷ বেহেশতি অপরিহার্যের বৈশিষ্টের গুণাগুণ ও নাম সমূহের যা অন্য ধর্মগুলোর মধ্যে প্রাথমিক ধারণা ছাড়া আর কিছুই নয়৷ ত্রিত্বের একাত্বতার মধ্যেই খোদার সত্যতা রয়েছে৷ তাই ঈসা মসিহ ইহুদিদেরকে এই কথা বলে তিরস্কার করলেন, 'তোমরা তাকে জান না৷ তোমাদের জীবন এবং চিন্তাধারা মিথ্যার ওপর ভিত্তি করে রয়েছে৷ তোমরা সত্যের কাছে অন্ধ'৷ একই সময়ে ঈসা মসিহ জোর দিয়ে বললেন যে তিনি খোদাকে জানেন৷ যদি তাই হতো তাহলে পিতৃত্বের ব্যাপারে তার সাক্ষ্য মিথ্যা হয়ে যেত৷ কিন্তু ঈসা মসিহ খোদার সত্য ভাবমূর্তিকে ইহুদিদের কাছে ব্যাপকভাবে প্রচার করেছিলেন৷

যোহন ৮:৫৬-৫৯
৫৬. আপনাদের পিতা ইব্রাহিম আমারই দিন দেখিবার আশায় আনন্দ করিয়াছিলেন৷ তিনি তাহা দেখিয়াছিলেন আর আনন্দিত ও হইয়াছিলেন৷' ৫৭. ইহুদি নেতারা ঈসা মসিহকে বলিলেন, 'তোমার বয়স এখনো পশ্চাশ বত্‍সর হয় নাই৷ আর তুমি কি ইব্রাহিমকে দেখিয়াছ৷' ৫৮. ঈসা মসিহ তাঁহাদের বলিলেন, 'আমি আপনাদের সত্যই বলিতেছি, ইব্রাহিম জন্মগ্রহণ করিবার আগে হইতেই আমি আছি৷' ৫৯. এই কথা শুনিয়া সেই নেতারা ঈসা মসিহকে মারিবার জন্য পাথর কুড়াইয়া লইলেন৷ কিন্তু ঈসা মসিহ গোপনে এবাদত খানা হইতে বাহির হইয়া গেলেন৷

এরপর ঈসা মসিহ ইহুদিদেরকে বললো তারা সত্য খোদাকে জানে না এবং তাদের ধার্মিকতার চালিত শক্তি হলো শয়তান, তারা তাকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে সেইজন্য তিনি তার অমরত্বকে প্রকাশিত করে বক্তব্য শেষ করলেন৷ বিশ্বাসের প্রবর্তক ইব্রাহীমের একটি উদাহরণ দিয়ে তিনি তার খোদাত্বকে জানালেন যে ইব্রাহিম খোদার সাথে বাস করতেন এবং ঈসা মসিহের মানবদেহধারণ দেখে উত্‍ফুল্ল হয়েছিলেন; কারণ এর মধ্য দিয়ে ইব্রাহীমের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল, সেটা এই যে তার বংশধর সমস্ত জাতির জন্যে আর্শিবাদের কারণ হবে৷

এতে করে ইহুদিরা বিস্ময়ে স্তম্ভিত হয়েছিল এবং বলেছিল, 'তুমি একজন যুবক ব্যক্তি এবং তবুও তুমি বলছো যে তুমি ইব্রাহিমকে দেখেছ যে দুহাজার বত্‍সর আগে পৃথিবীতে ছিলেন? নিশ্চয় তুমি মানষিকভাবে অসুস্থ৷'

ঈসা মসিহ রাজকীয় বাক্যের মধ্যে তাদের জবাব দিলেন, 'ইব্রাহিম জন্ম গ্রহণ করিবার আগে থেকেই আমি আছি৷' এই দাবির সমর্থনে তিনি এই কথা যোগ করলেন, 'আমি আপনাদের সত্যই বলিতেছি কারণ তাদেরকে এই কথা উপলব্ধি করানোর জন্য যে তিনি ছিলেন শাশ্বত খোদা, যেমন তার পিতাও৷ এর আগে বাপ্তিস্মদাতা মসীহ্রে অমরত্বের বিষয়ে ঘোষণা করে ছিলেন৷ লোকেরা এই সত্যকে বুঝতে পারে নাই অথবা তারা এই কথা বিশ্বাস করতে পারে নাই যে একজন মানুষ শাশ্বত খোদা হতে পারেন৷

তারা ঈসা মসিহের সাক্ষ্যকে খোদা নিন্দা হিসেবে এবং খোদার প্রতি আক্রমন ও অসম্ভবতা হিসেবে বিবেচনা করলো; এটা এতেঠটা ছিল যে তারা কোন সরকারী কাজের জন্য অপেক্ষা করেনি এবং তাদের হাতে পাথর নিয়েছিল তার দিকে ছুঁড়ে মারতে৷ যখন তারা প্রায় পাথর মারতে যাচ্ছিল, তিনি তাদের মধ্য থেকে অদৃশ্য হয়ে গেলেন আমরা জানি না কেমন করে এটা হলো৷ তার সময় তখনো আসেনি৷ তিনি এবাদতখানার দরজা দিয়ে প্রস্থান করলেন৷

প্রার্থনা: প্রভু ঈসা মসিহআমরা তোমার এবাদত করি; তুমি শাশ্বত খোদা, বিশ্বস্ত ও সত্য এবং ভালোবাসায়পূর্ণ৷ তুমি নিজের জন্য গৌরব চাও না কিন্তু কেবল পিতাকে সম্মান কর৷ সকল গর্ব থেকে আমাদেরকে মুক্ত কর যেন আমরা শয়তানের পাপের মধ্যে না পড়ি৷ আমাদেরকে চিরকাল সাহায্য কর যাতে করে চিরকাল বেহেস্তে আমাদের পিতার নামকে পবিত্র রাখতে পারি এবং তোমাকে বিশ্বাসের মধ্য দিয়ে অনন্ত জীবন পেতে পারি৷

প্রশ্ন:

৬৫. ইহুদিরা কেন ঈসা মসিহকে পাথর মারতে চেয়েছিল?

www.Waters-of-Life.net

Page last modified on June 14, 2012, at 10:02 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)