Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 062 (Healing on the Sabbath)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্বিতীয় খণ্ড - নূর অন্ধকারের মধ্যে জ্বলিতেছে (যোহন ৫:১ - ১১:৫৪)
সি - জেরুজালেমে ঈসা মসিহের শেষ যাত্রা (যোহন ৭:১ - ১১:৫৪) -- অন্ধকার ও নূরের পৃথককরণ
২. অন্ধ লোকটির চোখ ভালো করা (যোহন ৯:১-৪১)

ক) বিশ্রামবারে সুস্থতা দান (যোহন ৯:১-১২)


যোহন ৯:১-৫
১. পথ দিয়া যাইবার সময়ে ঈসা মসিহ একজন অন্ধ লোককে দেখিতে পাইলেন৷ ২. সে জন্ম হইতেই অন্ধ ছিল৷ তখন সাহাবিরা ঈসা মসিহকে জিজ্ঞাসা করিলেন, 'হুজুর, কাহার পাপে এই লোকটি অন্ধ হইয়া জম্মিয়াছে? তাহার নিজের, না তাহার পিতা-মাতার?' ৩. ঈসা মসিহ উত্তর দিলেন, 'পাপ সে নিজেও করে নাই, তাহার পিতা-মাতাও করে নাই৷ ইহা হইয়াছে যেন খোদার কাজ তাহার মধ্য দিয়া প্রকাশিত হয়৷ ৪. যিনি আমাকে পাঠাইয়াছেন, বেলা থাকিতে থাকিতে তাহার কাজ শেষ করিয়া ফেলা আমাদের দরকার৷ রাত্রি আসিতেছে, তখন কেহই কাজ করিতে পারিবে না৷ ৫. যতদিন আমি দুনিয়াতে আছি, আমিই দুনিয়ার নূর৷'

ঈসা মসিহ তাঁর শত্রুদের কাছ থেকে পালিয়ে যাননি যারা তাঁকে পাথর মারতে যাচ্ছিল, বরং তিনি এই সঙ্কটময় মুর্হুতে একজন ভাইয়ের মতো মানুষ নিদারুন যন্ত্রনার মধ্যে আছে সেটা উল্লেখ করলেন৷ তিনি হলেন ক্ষমাশীল এবং ভালোবাসায় পূর্ণ এবং আশির্বাদ করতে আন্তরিক৷ সাহাবিরাও অন্ধ লোকটিকে দেখেছিল কিন্তু অকারণে অস্থির হয়নি৷ তার পরিবর্তে তারা তার পাপের বিষয়ে যা তাকে এই দুর্দশায় ফেলেছিল তার ওপর গবেষণা করছিল, যেমন অতীতে বেশির ভাগ লোক চিন্তা করতো পাপের কারণে রোগের সৃষ্টি হয় এবং খোদার কাছ থেকে শাস্তি নেমে আসে৷ ঈসা মসিহ এই দূর্দশার কারণটি ব্যাখ্যা করেননি; তিনি আনুষ্ঠানিকভাবে লোকটির পিতা-মাতার অথবা যুবক লোকটির নির্দোশিতার কথা ঘোষণা করেননি, কিন্তু এই দূর্দশাগ্রস্থ মানুষটির মধ্যে খোদার পক্ষে কাজ করার সুযোগ দেখেছিলেন৷ তিনি তার সাহাবিদেরকে এই হতভাগ্যের ব্যাপারে বিচার করতে দেননি অথবা তার অন্ধত্বের কারণ খুঁজতে উদ্দেশ্যকে দেখাবার জন্য অনুপ্রাণিত করেছিলেন; যা ছিল মুক্তি এবং সুস্থতা৷

'আমি অবশ্যই কাজ করবো', ঈসা মসিহ বললেন৷ ভালোবাসা তাকে অনুপ্রাণিত করেছিল; বিচার অথবা বিনাশ করতে তার কোন ইচ্ছা ছিল না বরং সহানুভূতির সাথে সুস্থতা দান করতে আকাঙ্খিত ছিলেন৷ এইভাবে তিনি ভালোবাসার মধ্যে মুক্তি, তার প্রত্যয় এবং উদ্দেশ্যকে দেখিয়েছিলেন৷ তিনি দুনিয়ার নাজাতদাতা, লোকদেরকে বেহেশতি জীবন দিতে তাদেরকে তৈরি করতে চেয়েছিলেন৷

আমরা ঈসা মসিহের বাক্যের মধ্যে এই কথাও শুনি, 'আমি আমার নিজের নামে অথবা নিজের শক্তিতে কোন কাজ করি না; বরং পিতার কাজকে তার নামে সম্পাদন করি এবং তা তার ইচ্ছানুযায়ী'৷ তার কাজকে তিনি খোদার কাজ বলে আখ্যা দেন৷

ঈসা মসিহ জানতেন যে তার সময় স্বল্প এবং মৃতু্য নিকটে৷ এটি সত্বেও তিনি অন্ধ লোকটিকে আরোগ্য করবার জন্য সময় দিয়েছিলেন৷ তিনি দুনিয়ার আলো এবং অন্ধ লোকটিকে দুনিয়ার আলো দেখাবার জন্য তিনি আকাঙ্খিত ছিলেন৷ এমন একটি সময় আসছিল যখন তিনি অথবা কোন সাধু এটি করতে পারতেন৷ যখন দিনের বেলা তখন সুসমাচার প্রচারের সুযোগ থাকে, আসুন আমরা তার সাক্ষ্য দেই৷ অন্ধকার বৃদ্ধি পেতে থাকলে মসীহ্রে প্রত্যাবর্তন ছাড়া আমাদের দুনিয়ার আর কোন আশা থাকে না৷ কে তার পথ প্রস্তুত করবে?

যোহন ৯:৬-৭
৬. এই কথা বলিবার পরে তিনি মাটিতে থুথু ফেলিয়া কাদা করিলেন৷ তারপর সেই কাদা তিনি লোকটির চোকে লাগাইয়া দিয়া বলিলেন, ৭. 'যাও শীলোহের পুকুরে গিয়া ধুইয়া ফেল৷' শীলোহ অর্থ পাঠান হইল৷ লোকটি গিয়া চোখ ধুইয়া ফেলির এবং চোখে দেখিতে পাইয়া ফিরিয়া আসিল৷

কেবল একটি কথার মধ্য দিয়ে ঈসা মসিহ চমত্‍কার ভাবে তার মোজেজা সম্পাদন করতেন৷ কিন্তু এই অন্ধ লোকটির বিষয়ে তিনি মাটিতে থুথু ফেলিয়া কাদা করিলেন এবং অন্ধ লোকটির চোখে তা লাগাইয়া দিলেন৷ ঈসা মসিহ তাকে অনুভব করাতে চেয়েছিলেন যে অন্ধ লোকটিকে মসীহ্রে দেহ থেকে কিছু দেওয়া হয়েছে৷ ঈসা মসিহ অন্ধ লোকটির জন্য খুবই অনুভব করেছিলেন এবং তার আরোগ্য লাভের জন্য সব থেকে ভালো উপায়ে তার প্রতি আচরণ করেছিলেন৷ আশ্চর্যজনকভাবে লোকটির চোখ দুটো তাত্‍ক্ষণিকভাবে খুলে যায়নি৷ উপত্যাকার নীচে কিছুটা পথ তাকে হাঁটতে হয়েছিল, নিজেকে শীলোহের পুকুরে ধুয়ে ফেলতে, যার অর্থ হলো 'একজনকে পাঠান হলো,' এটা একটি প্রতিক যা আরোগ্যের অর্থ বহন করে তার লোকদেরকে আগে পাঠানোর৷ তারা নিজেরাই পাপ এবং অপরাধের মধ্যে জন্ম নিয়েছিল যাদের আরোগ্যলাভের প্রয়োজন ছিল যা ঈসা মসিহ দিতে এবং সেই সাথে উদ্ধারও করতেন৷

অন্ধ লোকটি ঈসা মসিহের প্রতিশ্রুতিকে গ্রহণ করেছিল এবং তার ভালোবাসায় আস্থাশীল ছিল৷ সে তাত্‍ক্ষণিকভাবে তা পালন করেছিল৷ সে হাঁটতে হাঁটতে তার নির্দেশাবলীর বিষয়ে জিজ্ঞাসা করছিল৷ তবুও সে আগে এসিয়ে গিয়েছিল, তার চোখ দুটি ধুয়েছিল এবং তার দৃষ্টি ফিরে পেয়েছিল৷ সাথে সাথেই সে মানুষ, পানি, আলো, তার নিজের হাতে এবং আকাশ দেখতে পেয়েছিল৷ সে বিস্ময়ের সাথে সবকিছু দেখেছিল৷ তার কন্ঠ হাল্লেলুইয়া এবং খোদার প্রশংসা হোক বলে ফেটে পড়েছিল৷

যোহন ৯:৮-১২
৮. ইহা দেখিয়া তাহার প্রতিবেশীরা আর যাহারা তাহাকে আগে ভিক্ষা করিতে দেখিয়াছিল, তাহারা সকলে বলিতে লাগিল, 'একি সেই লোকটি নয়, যে বসিয়া বসিয়া ভিক্ষা করিত?' ৯. কেহ কেহ বলিল, 'হঁ্যা এ-ই সেই লোক৷' আবার কেহ কেহ বলিল 'যদিও দেখিতে তাঁহারই মতো তবুও সে নয়৷' কিন্তু লোকটি নিজে বলিল, 'হঁ্যা আমি সেই লোক৷' ১০. তাহারা তাহাকে বলিল, 'কিন্তু কেমন করিয়া তোমার চোখ খুলিয়া গেল?' ১১. সে উত্তর দিল, 'ঈসা মসিহ নামে সেই লোকটি কাদা করিয়া আমার চোখে লাগাইয়া দিয়া বলিলেন, 'শীলোহের পুকুরে গিয়া ধুইয়া ফেল৷' আমি গিয়া ধুইয়া ফেলিলাম আর দেখিতে পাইলাম৷' ১২. তাহারা তাহাকে বলিল, 'সেই লোকটি কোথায়?' সে বলিল, 'আমি জানি না৷'

মোজেজাটি গোপন ছিল না, কারণ আরোগ্যপ্রাপ্ত লোকটির প্রতিবেশীরা তাকে দেখেছিল এবং অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিল কেউ কেউ এটা বিশ্বাস করেনি যে এই খাঁড়া হয়ে হেঁটে চলা ব্যক্তিটি সেই একই ব্যক্তি যে চলার সময় হোঁচট খেত এবং ইহস্তত করতো এবং প্রায়ই পাশে দাঁড়ানো লোকেরা তাকে চলতে সাহায্য করতো৷ সে নিজেই তার পরিচয় দিয়েছিল যে সে সেই একই ব্যক্তি যারা তাকে চেনে৷

লোকেরা তার আরোগ্যের বিষয়ে বিশদভাবে জানতে চেয়েছিল, কিন্তু তারা আরোগ্যদানকারীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু কেমন করে এটা হলো তাই জানতে চেয়েছিল৷ দৃষ্টি ফিরে পাওয়া অন্ধ লোকটি তার আরোগ্যদানকারীর নাম ঈসা মসিহ বলেছিল, এর বেশি কিছু তার সম্পর্কে সে জানতো না৷ সে ঈসা মসিহের খোদাত্বের বিষয়ে অজ্ঞাত ছিল, কিন্তু তাকে একজন মানুষ হিসেবে দেখেছিল যে মাটির কাদা দিয়ে তার চোখ ঘসে দিয়েছিল৷ তারপর তাকে তা ধুয়ে ফেলতে আদেশ করলো এবং এইভাবে সে দেখতে সক্ষম হলো৷

এতে করে পরিষদের গুপ্তচরেরা জিজ্ঞেসা করলো, 'এই ঈসা মসিহ কোথায়?' যুবক লোকটি জবাবে বললো, 'আমি জানি না; এক সময় আমি অন্ধ ছিলাম কিন্তু এখন আমি দেখতে পাই৷ তিনি আমার কাছে কোন টাকা পয়সা বা ধন্যবাদ চাননি৷ আমি নীচে পুকুরের ধারে গিয়েছিলাম এবং এখন আমি দেখতে পারি৷ আমি জানি না সে কে এবং কোথায় আছে৷'

প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি অন্ধ লোকটিকে ছেড়ে আসনি এবং তাকে তুচ্ছ করনি৷ তুমি তার চেখ দুটি খুলে দিয়েছিল এবং একটি নিদর্শন দেখিয়েছিলে তাদের জন্য যারা সবাই পাপের মধ্যে জন্ম গ্রহণ করেছিল৷ আমাদের চক্ষুগুলি তোমার পাক-রুহের দ্বারা পরিষ্কৃত কর, যেন আমরা তোমার নূর দেখতে পাই এবং আনন্দের সাথে তোমার নামকে স্বীকার করি৷

প্রশ্ন:

৬৬. ঈসা কেন জন্মান্ধ লোকটিকে আরোগ্যদান করেছিলেন?

www.Waters-of-Life.net

Page last modified on June 14, 2012, at 10:10 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)