Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 060 (The devil, murderer and liar)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্বিতীয় খণ্ড - নূর অন্ধকারের মধ্যে জ্বলিতেছে (যোহন ৫:১ - ১১:৫৪)
সি - জেরুজালেমে ঈসা মসিহের শেষ যাত্রা (যোহন ৭:১ - ১১:৫৪) -- অন্ধকার ও নূরের পৃথককরণ
১. তাঁবুর মধ্যে উপাসনালয়ের ভোজে ঈসা মসিহের কথা (যোহন ৭:১ - ৮:৫৯)

চ) এফ. শয়তান, খুনী এবং মিথ্যাবাদী (যোহন ৮:৩৭-৪৭)


যোহন ৮:৪৪
৪৪. শয়তান আপনাদের পিতা আর আপনারা তাহারই সন্তান; সেইজন্য আপনারা তাহার ইচ্ছা পূর্ণ করিতে চান৷ শয়তান প্রথম হইতেই খুনী৷ সে কখনো সত্যে বাস করে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই৷ সে যখন মিথ্যা কথা বলে তখন সে তাহা নিজ হইতেই বলে৷ কারণ সে মিথ্যাবাদী আর সমস্ত মিথ্যার জন্ম তাহার মধ্য হইতেই হইয়াছে৷

ঈসা মসিহ যারা তাকে ভালোবাসে না, তাদের সবাইকে বললেন শয়তান হলো তাদের পিতা৷ এটার মধ্য দিয়ে তিনি ইহুদিদেরকে তাদের নিজেদের ব্যাপারে সত্যটিকে দেখিয়েছিলেন, এমনকি যদিও তারা দাবি করে ছিল যে তারা খোদাকে চেনে৷ আইনজ্ঞেরা খোদার কাছ থেকে অনেক দূরে ছিল শয়তানই ছিল তাদের পিতা৷

শয়তান যেখানেই যায় সেখানেই অশান্তির সৃষ্টি করে৷ তার উদ্দেশ্য হলো খোদার সৃষ্টিকে অধপতনে নিয়ে আসা৷ সে প্রতিটি মানুষেরই দুর্বল জায়গাগুলি খুঁজে বের করে, এবং কর্তৃত্ব করতে ছলনার মাধ্যমে প্রলোভিত করে ও তাকে পাপ করতে চালিত করে৷ তখন সে খোদার সিংহাসনের দিকে দৌড়ায় এবং পতিত জনের বিরুদ্ধে অভিযোগ আনে ও হতভাগ্যটির ওপর বিচারের শাস্তিকে সমর্থন করে, তাই কি কুত্‍সিত এই প্রবঞ্চনা৷

ঈসা মসিহ শয়তানকে মন্দ বাসনার শিরোমনি হিসেবে আখ্যায়িত করলো যা সুনাম থেকে তাকে বঞ্চিত করেছিল৷ সে নিজের কাছেই দাসে পরিণত হলো এবং সবাইকে ঘৃণা করতে লাগলো৷ ঈসা মসিহের সব শত্রুরাই একই রুহ নিয়ে বাস করে, অপরদেরকে ধ্বংস করে এবং তারা নিজেদের কামনার দ্বারা চালিত হয়৷ প্রত্যেকে যারা প্রভুবাদে বেঁচে থাকে তারা মন্দের দিকে ঝোঁকে যা শয়তান তাদের ভিতরে উদ্ধিপ্ত করে৷

শয়তানের বাসনাগুলি কি? ঈসা মসিহ আমাদেরকে বলেন যে সে প্রথম থেকেই খুনী; এটার কারণ হলো সে মানুষের মধ্যে খোদার ভাবমূর্তিকে অতিশয় অপছন্দ করে৷ জীবনদাতা খোদা থেকে সে নিজেকেও পৃথক করে রেখেছে৷ তার মধ্যে অনন্ত মৃতু্য ঘটে৷ সে হলো মৃতু্যর বাদশা৷ তার উদ্দেশ্য হলো সকল জীবন্ত সত্ত্বাকে নিমর্ূল করা৷

কথা দিয়ে প্রতারিত করে খোদার অবিশ্বাস এবং তাঁর নির্দেশকে লঙ্ঘন করতে অনুপ্রানিত করেছিল৷ সে নিজেকেও বোকা বানিয়েছিল, যখন সে ফেরেশতাদের প্রধান ছিল এবং নিজেকে খোদা থেকে বড়, আরও বেশি চমত্‍কার এবং শক্তিশালী হিসেবে কল্পনা করেছিল৷

এই আত্ম প্রবঞ্চনা হলো শয়তানের অপরিহার্য বৈশিষ্ট, যে তার আকাঙ্ক্ষার মাত্রাকে উপলব্ধি করতে পারেনি এবং অতল গহ্বরে পড়ে গিয়েছিল৷ ঈসা মসিহ হলেন এর বিপরীত৷ তিনি হলেন নম্র এবং শান্ত৷ দুঃখজনক ভাবে মানুষ প্রবঞ্চনা ও দাম্ভিকতাকে ঈসা মসিহের অবনমিতো অবস্থা এবং তার আত্মত্যাগ থেকে বেশি পছন্দ করতো৷ তাই প্রচঞ্চকটি একদল মিথু্যকদের জড় করে যাদের মুখ থেকে সব সময় মিথ্যা কথা বের হয়, এবং যারা সাপের মতো জীবনকে বিষাক্ত করে৷ যাদের মধ্যে একের প্রতি অপরের আস্থা নাই৷

একজন ভদ্র মহিলা তার মাকে বলেছিলেন, 'সবাই মিথ্যাবাদী; তারা একে অপরকে মৃদু হাসি দিয়ে তোষামোদ করে৷ প্রত্যেকেই নিজেকে সম্মান দেয়, ছাত্রেরা পরীক্ষায় প্রতরণা করে, ব্যবসায়ীরা ঠকায়৷ এমনকি বাড়িতেও স্বামী স্ত্রী মধ্যে প্রবঞ্চনা ঘটে৷ কেউ অপরকে বিশ্বাস করে না, অথচ প্রত্যেকেই নিজেকে একমাত্র সত্‍ ব্যক্তি মনে করে'৷

শয়তানের সক্রিয়তা হলো মিথ্যা! প্রায়ই এই সমস্ত মিথ্যার মধ্যে কিছু অর্ধ সত্য থাকে৷ শয়তান প্রতিটি মিথ্যা সত্যের মতো করে শোনায়৷ সে হলো প্রচ প্রচঞ্চক ও মিথ্যার জনক৷

'''যোহন ৮:৪৫-৪৭ ৪৫. 'কিন্তু আমি সত্য কথা বলি, আর তাই আপনারা আমার কথায় বিশ্বাস করেন না৷ ৪৬. আপনাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারেন? যদি আমি সত্য কথাই বলি, তবে কেন আপনারা আমার কথায় বিশ্বাস করেন না? যে খোদার, সে খোদার কথা শুনে৷ ৪৭. আপনারা খোদার নন বলিয়া খোদার কথা শুনেন না'৷'''

ঈসা মসিহ শুধুমাত্র সত্য কথাই বলেন, এবং খোদার সত্যকে প্রকাশিত করেন৷ তারাই সৌভাগ্যবান যারা তার কথায় বিশ্বাস করে৷ তিনি বিশ্ব ভ্রমান্ডের সত্যকে জানেন, কিন্তু তিনি বিনয়ী এবং বিশ্বস্থতার সাথে সব কথা বলেন৷

অনেকেই এই সুসংবাদের সত্যকে গ্রহণ করে না কারণ ঈসা মসিহ এই কথা বলেন বলে৷ যদি একজন রাজনৈতিক নেতা অথবা ধমর্ীয় প্রবর্তক একথা বলতো যা ঈসা মসিহ বলে, লোকেরা তাকে বিশ্বাস করতো৷ কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে ঈসা মসিহ যখন কথা বলতেন, লোকেরা প্রকাশ্যে তাকে প্রত্যাখ্যান করতো, কারণ তারা আত্ম অস্বীকৃতি থেকে মহত্ব এবং আধিপত্যকে বেশি আকাঙ্ক্ষা করতো৷

ঈসা মসিহ ইহুদিদেরকে জোড়লোভাবে জিজ্ঞাসা করলেন, 'তোমরা বিশ্বাস কর না কেন? তোমরা কি আমার মধ্যে প্রচঞ্চনা, দম্ভ অথবা মন্দ ব্যবহার দেখেছ? না আমি সব সময়ই সত্য কথা বলি এবং সত্যের মধ্যে বাস করি আমি মনুষ্যদেধারী সত্য, নিস্পাপ ন্যায়পরায়ন এবং আমার মধ্যে কোন চাতুরতা বা প্রচঞ্চনা নাই৷'

পরিশেষে ঈসা মসিহ তাঁর বিদ্রোহীলোকদের কাছে ঘোষণা করলেন, 'যে খোদার কাছ থেকে আসে সে তার বাক্য শোনে এবং তার কন্ঠস্বরকে চিনতে পারে৷ ঠিক যেমন একটা বাচ্চা তার বাবা মার কন্ঠস্বরকে অন্য সকলের কন্ঠস্বরের থেকে পার্থক্য করতে পারে৷ মা ও তেমনি যখন তার বাচ্চার কান্না শুনতে পায় তার কাছে দৌড়িয়ে যায়৷ সুতরাং খোদা যাকে ডাকে সেও তেমনি বেহেশতি পিতার কন্ঠস্বর শুনতে পায়, কিন্তু যারা সুসমাচারকে বোঝে না তারা খোদার লোক নয়৷ একটা মানুষ ধার্মিক হতে পারে এবাদত করে এবং রোজা রাখে অথচ তার পিতা শয়তান হতে পারে৷ আমাদের ধার্মিকতা আমাদেরকে রক্ষা করে না, কিন্তু ঈসা মসিহের রক্তের মধ্য দিয়ে কেবল একটি নবজন্ম আমাদের রক্ষা করতে পারে, যাতে করে রুহ আমাদের কাছে আসতে পারে এবং আমাদের মধ্যে থাকতে পারে৷ কে আপনার পিতা, খোদা না শয়তান? উত্তর দিতে ব্যস্ত হবেন না৷ কিন্তু আপনার উদ্দেশ্যকে শয়তানের উদ্দেশ্যের সাথে তুলনা করেন এবং তারপর ঈসা মসিহের কার্যাবলির সাথে তুলনা করেন এবং তখন পাপের জন্য অনুতপ্ত হন৷'

প্রার্থনা: বেহেশতি পিতা, আমাদেরকে পাপের বিষয়ে সত্য শিক্ষা দেওয়ার জন্য এবং তোমার ভালোবাসার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই্ আমার মিথ্যা কথাকে ক্ষমা কর এবং সকল ঘৃণা ও গর্ব থেকে আমাকে মুক্ত কর৷ শয়তানের শক্তি থেকে আমাকে কেড়ে নিয়ে আস যাতে করে আমি নিজেকে অস্বীকার করতে পারি এবং আত্ম প্রবঞ্চনার মধ্যে পড়ে না থাকি৷ আমার কর্ণ এবং হৃদয়কে তোমার সুসমাচারের জন্য উম্মুক্ত কর এবং আমাকে একজন বিনীত এবং বিশ্বস্ত মানুষ হিসেবে তৈরি কর৷

প্রশ্ন:

৬৪. শয়তানের গুণাগুণগুলি কি যা ঈসা মসিহ আমাদেরকে পরিস্কার করে বলেছেন?

www.Waters-of-Life.net

Page last modified on June 14, 2012, at 09:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)