Previous Lesson -- Next Lesson
৪. মসিহ পিতরের অস্বীকার করার কথা ভবিষ্যতবাণী করেছিলেন (যোহন ১৩:৩৬-৩৮)
যোহন ১৩:৩৬-৩৮
৩৬. শিমোন পিতর ঈসা মসিহকে বলিলেন, 'প্রভু, আপনি কোথায় যাইতেছেন?' ঈসা মসিহ উত্তর দিলেন, 'আমি যেখানে যাইতেছি তোমরা এখন আমার সাথে সেখানে আসিতে পার না, কিন্তু পরে তোমরা আসিবে৷' ৩৭. শিমোন পিতর তাহাকে বলিলেন, 'প্রভু, কেন এখন আপনার সঙ্গে যাইতে পারি না? ৩৮. তখন ঈসা মসিহ বলিলেন, 'সত্যই কি আমার জন্য তুমি তোমার প্রাণ দিবে? আমি তোমাকে সত্যই বলিতেছি, মোরগ ডাকিবার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করিয়া বলিবে যে, তুমি আমাকে চিন না৷
শিমোন পিতর হৃদয়ে অস্থির হয়েছিল এবং ভালোবাসার বিষয়ে ঈসা মসিহ যা বলেছিলেন তা শোনে নাই৷ সে কেবল সচেতন ছিল যে তাদের প্রভু নির্যাতন এবং বিশ্বাসঘাতকার পরিবেশষ্টিত অবস্থায় তাদেরকে ত্যাগ করছেন৷ তার নিজের ওপর আস্থা ও বিশ্বস্থতা ছিল৷ সে ঈসা মসিহকে নিশ্চিত করেছিল যে কোনো মূল্যে সে তাকে অনুসরণ করবার ঝুঁকি নেবে৷ সে তার অক্ষমতা এবং সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারেনি এবং ভেবেছিল যে সে তার দম্ভোক্তিকে পূর্ণ করতে পারবে৷ লড়তে ও মরতে প্রস্তুত ছিল৷
১. ঈসা মসিহের মধ্যে খোদা বিদ্যামন (যোহন ১৪:১-১১)
যোহন ১৪:১-৩
১. 'তোমাদের মন যেন আর অস্থির না হয়৷ খোদার ওপর বিশ্বাস কর, আমার ওপরও বিশ্বাস কর৷ ২. আমার পিতার বাড়ীতে থাকিবার অনেক জায়গা আছে৷ তাহা না থাকিলে আমি তোমাদের বলিতাম, কারণ আমি তোমাদের জন্য জয়গা ঠিক করিতে যাইতেছি৷ আমি গিয়া তোমাদের জন্য জায়গা ঠিক করিয়া আবার আসিব আর আমার নিকটে তোমাদের লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকিতে পার৷
ঈসা মসিহ তাদের ছেড়ে যাচ্ছে এই খবরে সাহাবিরা অস্থির হয়ে পড়েছিল এবং তারা তার গন্তব্য পর্যন্ত তাকে অনুসরন করতে পারবে না৷ শিমোন পিতরের অস্বীকার করার কথা ঈসা মসিহ আগেই ভবিষ্যতবানী করেছিলেন, যখন শিমোন পিতর জোর দিয়ে বলছিল সে তাকে অনুসরণ করবে এবং তার দৃঢ় বিশ্বাসের ব্যাপারে দম্ভোক্তি করেছিল৷ কিছু সাহাবি হয়তো মনে মনে এই চিন্তা পোষণ করেছিল যে ঈসা মসিহকে অনুসরণ করা ভূল হতে পারে, যে শীঘ্রই তাদেরকে ছেড়ে চলে যাবে অথবা এমনকি মৃতু্যবরণও করতে পারেন৷ ঈসা মসিহ তাদের হতাশা এবং দুঃখকে একটি দৃঢ় নির্দেশের মধ্য দিয়ে প্রতিহত করেছিলেন৷ খোদার ওপর সম্পূর্ণ আস্থা রাখা, সর্বদাই তিনি হলেন দৃঢ় ভিত্তি, তিনি অটল, যেখানে অন্য সবাই টলমান৷ তিনি আমাদের উদ্ধিগ্নতাকে তিরস্কার করেন৷ ভয়ের অর্থ হলো অবিশ্বাস৷ তোমাদের বেহেশতি পিতা তোমাদেরকে প্রবঞ্চনা অথবা ত্যাগ করেন না৷ এটা হলো তোমাদের বিশ্বাস যা হলো বিজয় এবং যা দুনিয়াকে জয় করে৷
আস্থা এবং প্রার্থনার মধ্য দিয়ে ঈসা মসিহ তার সাহাবিদের কাছ থেকে এই মাত্রার বিশ্বাস চেয়েছিলেন যা তার পিতার জন্য উপযুক্ত৷ তিনি একজনই যিনি পিতার সাথে আছেন৷ পিতা যেমন আমাদের ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করেন পুত্রও তেমনই আমাদেরকে তার প্রতিশ্রুতি দেন৷ দুনিয়াতে পুত্রের মধ্যে পিতা উপস্থিত ছিলেন৷ তার ভালোবাসা আমাদের বিশ্বাসের উপযুক্ত৷ তা সত্য পাথরের মতো অটুট৷
তাই তিনি তার মৃতু্য এবং বেহেশতে আরোহনের পর কি ঘটবে সে বিষয়ে তার সাহাবিদের কাছে সামান্য কিছু প্রকাশ করেছিলেন৷ খোদার একটি বৃহত্ বাস ভবন আছে যা এত বড় এবং সুন্দর যে পৃথিবীতে কোনো শহর অথবা শহরতলীতে কোনো সম্পদশালী ব্যক্তির নেই৷ খোদার প্রাসাদ একটি বিশাল শহর সদৃশ্য৷ এতবড় যে সকল সাধুগণ সেখানে সর্বদাই বাস করতে পারেন৷ এমনকি যদি এখন আপনি একটি তাবুতে বা একটি কুঁড়েঘরে বাস করেন তাহলে দূ : খিত হবেন না৷ আপনার পিতার প্রাসাদে অনেক কক্ষ রয়েছে এবং তা স্থানবহুল৷ তিনি আপনার জন্য এমন একটি ঘর তৈরি করেছেন যা পরিস্কার পরিপাটি এবং ঈষদূষ্ঠ ও চমত্কারভাবে আলোকিত৷ সেখানে আপনি আপনার পিতার কাছে চিরদিনের জন্য আমন্ত্রিত৷
ঈসা মসিহের ওপর বিশ্বাসীদেরকে খোদা নিজেই ভালোবাসেন এবং তাদের জন্য একটি জায়গা তৈরি করেছেন৷ যখন ঈসা মসিহ বেহেশতে ফিরে গেলেন তখন তিনি এই প্রাসাদগুলি পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করেছেন এবং তার সাথে কিছু যুক্ত ও করেছেন৷ কিন্তু তিনি আমাদের কাছ থেকেও দূরে থাকতে চান না৷ তিনি ফিরে এসে তার অনুসারীদেরকে নিজের কাছে টেনে নেবেন৷ বিবাহের বর যেমন কনেকে ভালোবাসে তিনিও তাদেরকে তেমনই ভালোবাসেন; তাই কনের মতে তিনি জামাতকে উপস্থাপন করতে চান তার পিতার সামনে৷ কেবলমাত্র তার পিতার সাথে পরিচিত হবার জন্য নয় কিন্তু বেহেশতি পরিবারের মধ্যে তার মতো করে৷ আমরা চিরকালের জন্য তার সাথে থাকব, তার নিরাপত্তার মধ্যে এবং তার ধার্মিকতার মধ্যে উল্লসিত হয়ে৷
যোহন ১৪:৪-৬
৪. আমি কোথায় যাইতেছি তাহার পথ ত তোমরা জান, ৫. থোমা ঈসা মসিহকে বলিলেন, 'প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহাই আমরা জানি না; তবে পথ কেমন করিয়া জানিব?' ৬. ঈসা মসিহ থোমাকে বলিলেন, 'আমিই পথ, সত্য আর জীবন৷ আমার মধ্য দিয়ে না গেলে কেহই পিতার নিকটে যাইতে পারে না৷
ঈসা মসিহ তার সাহাবিদের বললেন, 'তোমরা জান আমি কোথায় যাচ্ছি এবং তোমরা খোদার পথকে জান'৷ থোমা উত্তর দিল৷ আমরা কি করে সে পথ জানব, যেহেতু আমরা জানি না যে নিকট ভবিষ্যত আপনি কোথায় যাচ্ছেন? তার দুঃখের মধ্যে সে দূরের গন্তব্যকে দেখতে পায়নি৷ ভয় তাকে টলিয়ে দিয়েছিল এবং সে তার লক্ষ্যের অনুভূতি হারিয়েছিল৷
ঈসা মসিহ তাকে নম্রভাবে পুনরাশ্বাস দিয়ে বললেন, 'আমি খোদার কাছে যাবার পথ, আমার ভালোবাসা এবং সত্য হলো খাঁটি নিয়ম যা বেহেশতের দিকে পরিচালিত করে৷ আমি মনুষ্যত্বের মানদণ্ড যা দিয়ে খোদা তোমাদের বিচার করবেন৷ মানুষের অজ্ঞতার মানদণ্ড দিয়ে নিজেদের পরিমাপ কর না৷ সেই পথ অনুসরণ কর যা খোদার দিকে পরিচালিত করে৷ আমার কাছে আস এবং নিজেদেরকে আমার সাথে তুলনা কর; তোমরা দেখতে পাবে যে কলুষিত পাপী ছাড়া তোমরা আর কিছুই নও৷'
ঈসা মসিহ আপনাকে ভয় থেকে ভয়ের দিকে এবং হতাশা থেকে হতাশার দিকে ঠেলে দেন না৷ যখন আপনি আপনার জীবনের সব থেকে নিম্ন পর্যায়ে পৌছাবেন তিনি হাত বাড়িয়ে আপনাকে রক্ষা করবেন এবং বলবেন, 'এখন আমি আপনাকে নুতন সত্য প্রদান করছি পুরাতন সত্য আপনি পিছনে ফেলে এসেছেন৷ আমি আপনার জন্য মরেছি এবং রহমতের মধ্য দিয়ে নুতন চুক্তি পত্র নিয়ে এসেছি৷ আপনার পাপ সকল ক্ষমা কা হলো; আপনার বিশ্বাস আপনাকে রক্ষা করেছে৷ আমাকে ধরে থাকুন এবং দত্তকপতের অধিকারের বাস্তবতার মধ্যে থাকুন৷ খোদার নিকটে যাওয়ার জন্য আপনি সত্যকে পাবেন৷ আমাকে ছাড়া আপনি পিষ্ট হবেন৷'
আপনি হয়তো বলতে পারেন, 'আমি এসব কিছুই শুনি কিন্তু আমার মধ্যে বিশ্বাস, শক্তি, এবাদত এবং পবিত্রতার অভাব রয়েছে৷' ঈসা মসিহ উত্তর দেন, 'আমি আপনাকে অনন্ত জীবন দেই; আমি জীবনের উত্স৷ বিশ্বাসের মধ্যে আমাকে ধরে রাখেন এবং আপনি পাক-রুহকে গ্রহণ করবেন৷ এই পাক-রুহের মধ্য দিয়ে আপনি পরম প্রাচুর্যের জীবন খুঁজে পাবেন৷' যে কেউ মসিহের ওপর ঈমান আনে সে চিরকাল বেঁচে থাকে৷ তার থেকে দূরে থাকবেন না; তিনিই আপনার জীবন৷ হয় আপনি আপনার পাপের মধ্যে মৃত অবস্থায় থাকেন না হয় মসিহের মধ্যে জীবিত থাকেন৷ এখানে কোনো মধ্যবতর্ী পথ নেই৷ মসিহ হলেন বিশ্বাসীদের জীবন৷
যারা ঈসা মসিহের সাথে বন্ধনে জড়িয়ে আছে তারা সবাই খোদার সামনে দাঁড়াবে এবং তাকে একজন করুনাময় পিতা হিসেবে দেখতে পাবে৷ কোন ধর্ম, দর্শন, আইন-কানুন অথবা বিজ্ঞান আপনাকে খোদার কাছে টেনে নেবে না৷ একমাত্র খোদার পুত্র এটি করতে পারেন; পিতা তার মধ্যেই আপনার সামনে দাঁড়িয়ে আছেন৷ ঈসা হলেন খোদার নিখুঁত প্রকাশিত বাক্য৷ খোদাকে জানার সুযোগ আমাদের আছে; আমরা তার দিকে অগ্রসর হই, কারণ ঈসা মসিহ হলেন ভালোবাসা এবং তিনি আমাদেরকে খোদার সন্তান বানিয়েছেন৷
যোহন ১৪:৭
৭. তোমরা যদি আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে৷ এখন তোমরা তাঁহাকে জানিয়াছ আর তাঁহাকে দেখিতেও পাইয়াছ'৷
দুনিয়ার সন্তানেরা তাদের পাপের কারণে খোদা থেকে দূরে আছে৷ কোনো মানুষ তার নিজের ইচ্ছায় খোদাকে জানতে পারে না৷ তার একমাত্র পুত্র ছাড়া কেউ খোদাকে দেখেনি, যিনি পিতার বক্ষের মধ্যে আছেন৷ তিনি আমাদের বলেন : তোমরা যদি আমাকে জানতে তাহলে পিতাকেও জানতে৷ কিন্তু তারা এটা জানতো না৷ জ্ঞান কেবলমাত্র বোঝাবুঝি কে বুঝায়৷ প্রতারিত হবেন না, ধর্মের ওপর অধ্যায়ন খোদাকে চেনার অর্থ প্রকাশ করে না৷ সুসমাচার যে আলো দেয় তা খোদাকে চেনায়৷ আপনি পরিবর্তিত হবেন এবং একটি আলোক হবেন৷
বিশ্বাস ঘাতকতার মুহুর্তে ঈসা মসিহ আশ্চর্যজনকভাবে তার সাহাবিদেরকে বলেছিলেন, 'এখন থেকে তোমরা আমাকে জান৷ আমি কেবলমাত্র বিজয়ী, বিচক্ষণ এবং গৌরবান্বিত সর্ব শক্তিমান নই, কিন্তু খোদার মেষশাবক যে দুনিয়ার পাপ সমুহ তুলে নেয়৷ আমার প্রায়শ্চিত্ত মূলক মৃতু্যর মধ্য দিয়ে খোদা নিজেকে পুনরমিলনের পিতা হিসেবে প্রকাশিত করেছেন, কারণ তিনি ক্রোধ এবং ধ্বংসের মধ্য দিয়ে আপনাকে পাপের শাস্তি দেবেন না৷ কিন্তু তার পুত্র আমাকে সেই শাস্তি নিতে হয়েছে যাতে করে আপনারা উদ্ধার পেতে পারেন এবং পবিত্রতার জন্য পরিবর্তিত হতে পারেন এবং তার সন্তানের মতো সহভাগীতার মধ্যে প্রবেশ করতে পারেন৷'
সলিবের ওপর খোদা নিজেকে পিতা হিসেবে প্রকাশ করেছিলেন৷ সেই মহিমান্বিত জন বেশি দূরে নেই, কিন্তু তিনি হলেন প্রেম, করুণা এবং মুক্তি৷ খোদা হলেন আপনার ব্যক্তিগত পিতা৷ আপনি একজন যে আমাকে বিশ্বাস করে এবং কেবলমাত্র আপনি খোদার বিষয়ে সত্যকে জানেন৷ এই জ্ঞান আপনাকে রূপান্তরিত করবে এবং বাস্তব জীবনে তা তুলে ধরবে প্রশংসার যোগ্য ব্যবহার এবং গুনের মধ্যে৷
যোহন ১৪:৮-৯
৮. ফিলিপ ঈসা মসিহকে বলিলেন, 'প্রভু, পিতাকে আমাদের দেখান, তাহাতেই আমরা সন্তুষ্ট হইব'৷ ৯. ঈসা মসিহ তাঁহাকে বলিলেন, 'ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানিতে পার নাই? যে আমাকে দেখিয়াছে সে পিতাকেও দেখিয়াছে৷ তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখান?
যখন ঈসা মসিহ বললেন, 'তোমরা পিতাকে দেখেছ এবং তাকে চেন৷' ফিলিপ আশ্চর্যান্বিত হয়েছিল এবং প্রায় বলতে যাচ্ছিল, 'না আমরা তাকে দেখি নাই,' কিন্তু সে তার প্রভুর মহিমার কাছে বিহ্বল হয়ে পড়েছিল৷ তার পরিবর্তে সে এই কথাগুলো উচ্চারণ করেছিল, 'প্রভু, পিতাকে আমাদের দেখান এবং সেটাই যথেষ্ট৷' এই জবাব প্রমাণ করে যে সে ঈসা মসিহের রহস্য এবং তাঁর ক্ষমতার বিষয়ে উপলব্ধি করতে পেরেছিল৷ এই গোপন জিনিষটি তাঁর সাথে তাঁর পিতার একাত্বতার ওপর নির্ভর করে৷ যদি তাকে তাদের ছেড়ে যেতে হয় তাহলে এমনকি এক মুর্হুতের জন্য হলেও পিতাকে দেখানো তাদের জন্য যথে' ছিল, যাতে করে তারা নিশ্চিত হতে পারে যে তিনি সর্বশক্তিমানের ক্ষমতার মধ্যে রক্ষিত ছিলেন৷ তারপর তারা খোদাকে জানবে এবং তার স্থান দেখবে, তারা মানুষের ওপর কর্তৃত্ব প্রাপ্ত হবে এবং আরোগ্যদান ও ভূত তাড়ানোর ক্ষমতা পাবে৷
কিন্তু এই অনুরোধের মধ্য দিয়ে ফিলিপ স্বীকার করলো যে সে তখনো পিতাকে বা পুত্রকে জানতে পারে নাই৷ সে বেহেশত এবং সত্যের ব্যাপারে বুঝতে ব্যার্থ হলো৷ ঈসা তিরস্কার করেননি কিন্তু তিনি ছিলেন করুনাময় এবং শেষ সন্ধ্যায় বিশাল সত্যাটিকে ঘোষণা করলেন, 'যে কেউ আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে৷' এই বিশেষ কথার সাথে ঈসা মসিহ তার সাহাবিদের সামনে যে পর্দা ছিল তা ছিড়ে ফেললেন৷ কোনো দৃশ্য বা স্বপ্ন খোদার বিষয়ে এই সত্য প্রকাশ করবে না; কেবল মাত্র ব্যক্তি ঈসা মসিহ ছাড়া৷ তিনি কেবল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না, কিন্তু তার ভিতর আমরা খোদাকে দেখেছি, আজ আপনি একটি খোদার দৃশ্য পেতে পারেন যদি আপনি ঈসা মসিহকে দেখেন এবং তাঁকে চিনতে পারেন৷ থোমাও এই কথাগুলো শুনেছিল কিন্তু তার অর্থ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল৷ কিন্তু ঈসা মসিহের পুনুরুত্থানের পর সে তার প্রভুুর সামনে ভেঙ্গে পড়েছিল এবং চিত্কার করে বলেছিল, 'আমার প্রভুু এবং আমার খোদা'৷
যোহন ১৪:১০-১১
১০. তুমি কি বিশ্বাস কর না যে, আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন? যে সমস্ত কথা আমি তোমাদের বলি তাহা আমি নিজ হইতে বলি না, কিন্তু পিতা, যিনি আমার মধ্যে থাকেন, তিনিই তাহার কাজ করিতেছেন৷ ১১. আমার কথায় বিশ্বাস কর যে, আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন৷ তাহা না হইলে অন্তত : আমার এই সমস্ত কাজের জন্য আমার কথায় বিশ্বাস কর৷
এটা হয়তো একজন সাহাবির পক্ষে গোটা সুসংবাদ মুখস্ত করা সম্ভব হতে পারে এবং স্পষ্টভাবে ঈসা মসিহকে দেখতে পারে না, যদি তার হৃদয় পাক-রুহের মাধ্যমে পরিবর্তিত না হয়৷ ঈসা মসিহ ফিলিপকে তার খোদাত্ব সম্পর্কে একটি নিগুঢ় বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন করেছিল, 'তুমি কি বিশ্বাস কর যে আমি আমার পিতার মধ্যে আছি? আমার জীবনের আদর্শবাণী হলো পিতাকে গৌরবান্বিত করা৷ আমি পিতার মধ্যে আছি৷ পিতাও আমার মধ্যে দৈহিকগতভাবে আছেন৷ আল্লাহপাকের নিগাঢ় রহস্যের পূর্ণতা আমার মধ্যে বিদ্যমান৷ আমি পাকরুহের মাধ্যমে জন্মগ্রহণ করেছিলাম এবং তোমাদের মধ্যে বেগুনাহ্ জীবন যাপন করেছি৷ আমি অনন্তকাল থেকে তাকে জানি এবং এই জ্ঞান আমার মধ্যে রক্ত মাংসে আর্বিভূত হয়েছে৷ আমার মধ্য দিয়ে তিনি তার পিতৃসুলভগুণ এবং করুনা প্রকাশ করেছেন৷'
এই সাক্ষ্যের প্রমাণ আমার কাছে আছে : যা হলো আমার কর্তৃত্বপূর্ণ বাক্য এবং বেহেশতি কার্যাবলী৷ পিতার উপস্থিতিতে আমার ওপর ঈমান আনতে যদি তোমাদের পক্ষে কঠিন হয়, তাহলে আমার বাক্য শোন, পিতা আমার মধ্য দিয়েই কথা বলেন৷ এই বাক্যগুলি তোমাদেরকে জীবন, ক্ষমতা এবং সাহসীকতা প্রমাণ করে৷ যদি তোমরা আমার বাক্য বুঝতে না পার তাহলে আমার কার্যগুলি দেখ; বেহেশতি নির্দশনের মধ্য দিয়ে খোদা নিজেই তোমাদের মধ্যে কাজ করেন ৷ তিনি আমার মধ্য দিয়েই তোমাদের রক্ষা করেন, তোমরা যারা হারিয়ে গিয়েছিলে৷ এখন তোমরা আমার সলিববিদ্ধের সময় খোদার শ্রেষ্ঠতম কাজগুলি দেখবে, আমার মৃতু্যর মধ্য দিয়ে তিনি মানবজাতিকে নিজের সাথে পুনরর্মিলিত করলেন৷ তোমাদের চোখ খোল এবং তোমাদের কান বন্ধ রেখ না৷ সলিব বিদ্ধের মধ্যে তোমরা খোদাকে চিনতে পারবে৷ ইনিই সত্য খোদা তোমাদেরকে দণ্ডাদেশ দেন না কিন্তু তোমাদেরকে রক্ষা করেন৷'
প্রার্থনা: প্রভু ঈসা মসিহ রহমতের মধ্য দিয়ে বলছি, 'আমার প্রভু এবং আমার খোদা৷' আমার অবিশ্বাস এবং ভালোবাসার অভাবকে ক্ষমা কর৷ তোমার পাকরুহের কাছে আমার অন্তর চক্ষু খুলে দাও যাতে করে তোমার মধ্যে আমি পিতাকে দেখতে পাই এবং তাঁর ভালোবাসার মধ্য দিয়ে পরিবর্তিত হতে পারি, যাতে তোমার জ্ঞান জীবনে ফিরে আসে কিন্তু মৃতু্যতে নয়৷ অবিশ্বাসীদের কাছে তোমার মহিমার অপরিহার্য বৈশিষ্ট্যকে প্রকাশ কর, যাতে করে তারা বিশ্বাসের মধ্য দিয়ে নুতন জীবন লাভ করে৷
প্রশ্ন: