Previous Lesson -- Next Lesson
২. পবিত্র ত্রিত্ত্বের অভিষেক পাকরূহের মাধ্যমে ইমানদারগণের ওপরে দত্ত হইলো (যোহন ১৪:১২-২৫)
যোহন ১৪:১২
১২.'আমি তোমাদের সত্যই বলিতেছি, যদি কেহ আমার ওপর ঈমান আনে তবে আমি যে সমস্ত কাজ করি সেও তাহা করিবে৷ আর আমি পিতার নিকটে যাইতেছি বলিয়া সে এইগুলির চেয়েও আরও বড় বড় কাজ করিবে৷
খোদার সম্পর্কে জ্ঞান কোনো দর্শণ বা যুক্তিশাস্ত্রের মতবাদ নয়৷ সকল জ্ঞান স্তিমিত হয়, কিন্তু এ জ্ঞান হলো খোদার ভালোবাসা এবং পুত্রের মধ্য দিয়ে মুক্তি৷ এটার অর্থ হলো সেবা করার স্বাধীনতা৷ ঈসা মসিহ তার সাহাবিদেরকে একটি নুতন আজ্ঞা দিয়েছিলেন 'কাজের মধ্য দিয়ে জীবনের বেহেশতি ভালোবাসার অনুশীলন এবং প্রার্থনা করা৷'
সাহাবিরা ঈসা মসিহের কাছে সুরক্ষা এবং খোদা সম্পর্কে আরও জ্ঞান চেয়েছিল যখন তারা বুঝলো যে তাদেরকে ছেড়ে তাকে চলে যেতে হবে৷ কিন্তু ঈসা মসিহ তাদেরকে পিতার মধ্যে প্রতিপাদন করেছিলেন, যাতে করে তারা দুনিয়াতে সুসমাচার প্রচার করার যোগ্য হতে পারে৷
তাদের নিজেদের ব্যাপারে সাময়িকভাবে যত্নবান হওয়া অত্যাবশ্যক ছিল না কিন্তু বেহেশতি সেবার জন্য তাদের প্রস্তুতি অত্যাবশ্যক ছিল৷ পিতা এবং পুত্রের বিষয়ে জ্ঞান আমাদেরকে অহংবাদ থেকে রক্ষা করে এবং আমাদেরকে নিরহঙ্কার সেবার জন্য পরিচালিত করে৷ ঈসা মসিহ বলেছিলেন : যে কেউ আমাকে বিশ্বাস করে সে কাজ করে, কেবলমাত্র কথা বলে না কিন্তু আত্ম-উত্সর্গের পথ অনুসরণ করে৷ বিশ্বাসীরা নিজেদেরকে অস্বীকার করে এবং ঈসা মসিহকে বিবরধিত করে৷ এই বিশ্বাসের মাধ্যমে প্রেরিতেরা আরোগ্যদান করতে এবং পাপ ক্ষমা করতে সমর্থ ছিল এবং পাকরূহে পূর্ণ হয়ে ঈসা মসিহের নামে মৃতদের উত্থিত করতে পারতো৷ তারা নিজেদেরকে অস্বীকার করেছিল এবং ঈসা মসিহের মধ্যে বেঁচে ছিল৷ তারা তাকে তাদের সকল সত্ত্বা দিয়ে ভালোবেসেছিল এবং তাদের আচরণের মধ্য দিয়ে তাকে মহিমান্বিত করেছিল৷
এইসব পবিত্র কার্যাদি ছাড়াও ঈসা মসিহ তাদের প্রচার কাজ সম্পাদন করতে পাঠিয়েছিলেন, যা তিনি দুনিয়াতে তার স্বল্প সময়কালে সম্পূর্ণ করতে পারেন নাই৷ তার বেহেশতে আরোহণের পর তিনি তার পাকরুহ পাঠিয়েছিলেন যাতে করে অনেকে তাদের প্রচারের মাধ্যমে নব জীবন লাভ করতে পারে৷ পিতার কাছে সন্তানরা জন্ম নেবে, যেমন সূর্যোদয়ের সময় শিশির পড়তে থাকে৷ কোন কিছুই সলিব বিদ্ধ এবং পুনুরুত্থিত ঈসা মসিহের বিষয়ে আমাদের সাক্ষ্য থেকে অতি চমত্কার নয়৷ এই সাক্ষ্যের ওপর বিশ্বাসের মধ্য দিয়ে মানুষ অনন্ত জীবন পায়৷ পাক-রূহ তাদের ওপর নেমে আসে যারা ঈসা মসিহকে দৃঢ়ভাবে ধরে রাখে এবং তারা খোদার সন্তান হয়, যাতে করে তারা তাদের সারা জীবন ন্যায়পরায়ণতার সাথে তাদের পিতাকে বিবরধিত করতে পারে৷
যোহন ১৪:১৩-১৪
১৩. তোমরা আমার নামে যাহা কিছু চাহিবে তাহা আমি করিব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়৷ ১৪. আমার নামে যদি আমার নিকট কিছু চাও, তবে আমি তাহা করিব৷
আপনি কি প্রার্থনা করেন? আপনার উদ্বিগ্নতা এবং পাপের জন্য আপনার প্রার্থনা কি অনুপাতে হয়? খোদার প্রশংসা এবং অন্যদের সেবা করার জন্য কতটুকু সময় আপনি ব্যয় করেন? আপনি কি স্বার্থপরের মতো প্রার্থনা করেন নাকি খোদার জন্য পরিপূর্ণ ভালোবাসা এবং পথ ভ্রষ্টদের জন্যও প্রার্থনা করেন?
খোদার ভালোবাসা কি আপনার প্রার্থনায় পরিবর্তন এনেছে যাতে করে আপনি কি আপনার শত্রুদেরকেও আশীর্বাদ করেন? ঈসা মসিহের দ্বারা মুক্তির মধ্য দিয়ে তার নামে আপনি কি অনেককে উদ্ধার করতে পেরেছেন? আপনার প্রার্থনা কি প্রভুর প্রার্থনার সাথে সামঞ্জস্যপূর্ণ? আপনি কি কাউকে অব্যহতভাবে ঘৃণা করছেন এবং তাদের অন্যায়কে ক্ষমা করছেন না?
আপনি যদি ঈসা মসিহের নামে প্রার্থনা করেন তাহলে তার পাক-রূহের ইচ্ছানুযায়ী আপনি জীবন-যাপন ও চিন্তা করবেন এবং আপনার হৃদয় করুনাপূর্ণ চিন্তাধারায় পরিপূর্ণ হবে৷
ঈসা মসিহ একটি প্রতিশ্রুতি দিয়েছেন যা বেহেশতি ক্ষমতা ও আশির্বাদের দিকে নিয়ে যায়৷ এই প্রতিশ্রুতি একটি স্পষ্ট শর্তের সাথে যুক্ত, আপনি যদি নিজেকে আমার বাক্যের দিকে উম্মুক্ত করেন তাহলে তা আপনাকে পরিবর্তিত করবে এবং আমি আপনার ভিতর শক্তিশালী এবং মহত্ হব এবং আপনার বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে আমি অনেককে পাপ থেকে রক্ষা করবো৷ পাক-রূহের পরিচালনায় আপনি যতবার আমার ওপর বিশ্বাস রেখে প্রার্থনা করবেন আমি সরাসরি তার উত্তর দেব'৷
ভাই, ঈসা মসিহ আপনার হাতের মধ্যে যে চাবিটি রেখেছেন সে ব্যাপারে ধন্যবাদের সাথে চিন্তা করুন৷ প্রার্থনার মধ্য দিয়ে বেহেশতের ধন-ভাণ্ডারকে উম্মুক্ত করুন৷ 'আমি আপনার প্রতিবেশী ও বন্ধুদের ওপর আশীর্বাদ নিয়ে নেমে আসব তাদেরকে দোয়া করবো এবং তাদের জ্ঞান দেব ও সাহায্য করবো'৷ প্রার্থনা করুন যাতে করে ঈসা মসিহ আপনার জাতিগোষ্টির মধ্যে ক্রীতদাসদের মনোনীত করেন এবং তাদেরকে খোদার সন্তান হিসেবে তৈরি করেন৷ প্রার্থনা মধ্যে ক্লান্ত হয়ে পড়বেন না; আপনার বিশ্বাসই হলো অনেককে রক্ষা করবার উপায়৷ প্রার্থনার জবাবের ওপর বিশ্বাস রাখুন এবং উত্তরের জন্য আগে থেকেই তাকে ধন্যবাদ দিন৷ আপনার ভাই বোনদের আপনার সাথে প্রার্থনায় যোগ দিতে বলুন৷ এবাদত এবং প্রশংসা করতে পরিশ্রান্ত হবেন না৷
আপনার যদি এমন মনে হয় যে ঈসা মসিহ আপনার প্রার্থনার জবাব দিচ্ছেন না তবে আপনার পাপ অপরাধের জন্য তওবা করুন, প্রার্থনার অন্তরায় সমূহ ভেঙ্গে ফেলুন যেন ঈসা মসিহ আপনাকে স্নাতশুভ্র করে তুলতে পারেন৷ বেহেশতের প্রাধিকার পরিপূর্ণভাবে পৃথিবীতে নামিয়ে আনার জন্য তিনি আপনাকে ক্ষমতা দিলেন৷ আপনি যখন বিশ্বাসপূর্ণ প্রার্থনা করতে ও সাক্ষ্য দিতে নিবেদিত হন ঠিক তখনি পিতা পুত্র ও পাকরূহের গৌরব সাধিত হয়৷
প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, আমাদেরকে প্রার্থনার রূহ প্রদান করুন আমরা যেন নিজেদের বিষয়ে চিন্তা না করি কিন্তু চেনা অচেনা সকলের বিষয়ে চিন্তা করি৷ প্রার্থনাকারী বিশ্বাসী হিসেবে আমাদেরকে তৈরি করুন যাতে করে আপনি আমাদের নিকটজনদের রক্ষা করতে পারেন৷ আমরা আপনার প্রশংসা করি আপনি আমাদের জন্য বেহেশত উম্মুক্ত করেছেন আমাদেরকে অনেক উপহার ও দানে পূর্ণ করতে৷ অনেক আধ্যাত্মিক সন্তানের জন্মের মধ্য দিয়ে পিতার নাম মহামান্বিত হোক৷
প্রশ্ন: