Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 059 (The devil, murderer and liar)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্বিতীয় খণ্ড - নূর অন্ধকারের মধ্যে জ্বলিতেছে (যোহন ৫:১ - ১১:৫৪)
সি - জেরুজালেমে ঈসা মসিহের শেষ যাত্রা (যোহন ৭:১ - ১১:৫৪) -- অন্ধকার ও নূরের পৃথককরণ
১. তাঁবুর মধ্যে উপাসনালয়ের ভোজে ঈসা মসিহের কথা (যোহন ৭:১ - ৮:৫৯)

চ) এফ. শয়তান, খুনী এবং মিথ্যাবাদী (যোহন ৮:৩৭-৪৭)


যোহন ৮:৩৭-৩৯
৩৭. আমি জানি, আপনারা ইব্রাহীমের বংশ, কিন্তু তবুও আপনারা আমাকে মারিয়া ফেলিতে চাহিতেছেন, কারণ আমার কথা আপনাদের অন্তরে কোন স্থান পায় না৷ ৩৮. 'আমি আমার পিতার নিকট যাহা দেখিয়াছি সেই বিষয়েই বলি আর আপনারা আপনাদের পিতার নিকট হইতে যাহা শুনিয়াছেন তাহাই করিয়া থাকেন৷' ৩৯. ইহাতে সেই ইহুদি নেতরা ঈসা মসিহকে বলিলেন, 'ইব্রাহিমই আমাদের পিতা৷' ঈসা মসিহ তাহাদের বলিলেন, 'যদি আপনারা ইব্রাহীমের সন্তান হইতেন, তবে ইব্রাহীমের মতোই কাজ করিতেন৷

ইহুদিরা নিজেদেরকে ইব্রাহীমের বংশ ধর হিসেবে বিচেনা করতো এবং ধারণা করেছিল যে এই কারণে, বিশ্বাসের জনকের সাথে সংযোগ তারা খোদার প্রতিশ্রুতি অনুযায়ী বংশানুক্রমে পেয়েছিল যা খোদা তার বিশ্বস্ত দাসের ওপর অর্পন করেছিল৷

ঈসা এই সম্পর্কের অধিকারকে প্রত্যাখ্যান করেন নি কিন্তু দুঃখিত হয়েছিলেন এই ভেবে যে ইব্রাহীমের সন্তানেরা পূর্বপুরুষদের মূল নীতির থেকে বর্জিত হয়েছিল৷ এটা তাকে খোদার কন্ঠস্বর শুপতে এবং তার বাক্য পালন করতে সামর্থ করেছিল৷ ফলে তারা ঈসা মসিহের কথা না শুনতে তাদের হৃদয়ের দরজা বন্ধ করে দিয়েছিল৷ এই বাক্যগুলি তাদের হৃদয়ে পেঁৗছাতে এবং তাদের আলোকিত করতে ব্যর্থ হয়েছিল৷ তারা অজ্ঞাত এবং অবিশ্বাসী রয়ে গিয়েছিল৷

ঈসা মসিহের বাক্য মানুষদের মধ্যে অস্বীকৃতি এবং ঘৃণা ছাড়া আর কোন ফল বয়ে আনেনি৷ খুব সম্ভবত তাদের বেশির ভাগই লোকেরা সেই পর্যায়ে ঈসা মসিহকে হত্যা করবার জন্য দৃঢ়ভাবে সঙ্কল্পিত ছিল না৷ যাই হোক, ঈসা মসিহ তাদের হৃদয়ের দৃঢ় সঙ্কল্পকে উম্মোচিত করেছিলেন এবং জানতেন যে এই ঘৃণা হত্যার প্রাথমিক অবস্থা ছিল৷ শিঘ্রই তারা চিত্‍কার করে বলবে 'তাকে ক্রুশে দাও, তাকে ক্রুশে দাও' (মথি ২৭ : ২১-২৩; যোহন ১৯:১৫)৷

ইব্রাহিম খোদার কন্ঠস্বর শুনেছিলেন এবং তাত্‍ক্ষণিকভাবে তার আজ্ঞা পালন করেছিলেন৷ আরও বিস্ময়কর হলো যে, ঈসা মসিহ শুধুমাত্র তার পিতার কন্ঠস্বর অবিরতভাবে শোনেন নি, কিন্তু খোদার কার্যাবলি এবং তার মহিমা দেখেছিলেন৷ তার প্রকাশিত কালাম ছিল সম্পূর্ণ, যা খোদার সাথে দৃঢ় সহভাগীতার মধ্য দিয়ে ঝরনার মতো প্রবাহিত হয়েছিল৷ ঈসা মসিহ হলেন তার রুহের থেকে রুহ, তার ভালোবাসা থেকে ভালোবাসা৷ কিন্তু ইহুদিরা পিতার এই একজাতককে ঘৃণা করেছিল৷ এটা প্রমাণ করে যে তারা সত্য খোদা থেকে আসেনি৷ বেহেশতের বাইরে অন্য কোন জায়গা তাদের চিন্তার উত্‍স ছিল৷ যুক্তির এই পর্যায়ে, ঈসা মসিহ চেষ্টা করেছিলেন তাদের চিন্তাধারনাকে তাদের 'পিতার' পরিচয়ের ব্যাপারে এই দিকে টেনে আনতে৷ সেটা হলো ইব্রাহিম তাদের পিতা নয়৷

যোহন ৮:৪০-৪১
৪০. খোদার নিকট হইতে যে সত্য আমি জানিয়াছি তাহাই আপনাদের বলিয়াছি, আর তবুও আপনারা আমাকে মারিয়া ফেলিতে চাহিতেছেন; কিন্তু ইব্রাহমি এই রকম করেন নাই৷ ৪১. 'আপনাদের পিতা যাহা করে আপনারা তাহাই করিতেছেন৷' তাঁহারা ঈসা মসিহকে বলিলেন, 'আমরা জারজ নই৷ আমাদের একজনই পিতা আছেন, খোদই সেই পিতা৷'

ইহুদিরা ঈসা মসিহের কথায় ক্ষুব্ধ হয়েছিল, কারণ তিনি অভিযোগ করেছিলেন যে তারা ইব্রাহীমের বংশধর এই আস্থা তাদের বিশ্বাস, আশা এবং দাম্ভিকতার ভিত্তি ছিল৷ তাই কি করে ঈসা মসিহ ইব্রাহীমের সাথে তাদের সম্পর্ককে ভূল প্রতিপন্ন করতে সাহস করলো এবং তা বাতিল করলো৷

ঈসা মসিহ তাদেরকে আরও দেখিয়েছিল যে ইব্রাহীমের কার্যাবলি খোদার ওপর বিশ্বাসের আজ্ঞানুবতর্ী ছিল, যখন তিনি স্বদেশ ত্যাগ করেছিলেন৷ খোদার ওপর তার বিশ্বাসের পরীক্ষা প্রদর্শিত হয়েছেল যখন সে তা পুত্র ইসহাককে কোরবানি দিতে চেয়েছিল, যেমন তিনি তার ভাইপো লোটের নীচ অবস্থাকে দেখিয়েছিলেন৷ কিন্তু ইহুদিরা তাদের অবধ্যতা, বিদ্রোহ এবং অবিশ্বাসকে প্রদর্শন করলো৷ তাদের রুহ ছিল ঈসা মসিহের রুহের বিপরীত৷ তাই তারা তাদের মধ্যে দাঁড়িয়ে থাকা মাবনদেহধারী সত্যকে নিয়ে কন্ঠস্বরকে শুনলো না৷ ঈসা মসিহ মহিমার মধ্যে ফেরেশতাদের কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে এসেছিলেন শুধুমাত্র সুসমাচার গ্রহণ করতে বাধ্য করেননি৷ তিনি খোদার ভালোবাসা, রহমতো এবং নাম প্রকাশিত করেছিলেন৷ তারা এই সুসংবাদকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিল৷ তারা তাকে হত্যা করবার পরিকল্পনা করেছিল৷ এটা ইব্রাহীমের গুণ এবং কার্যাবলির বিপরীত ছিল৷ তিনি খোদার প্রকাশিত বাক্য অনুযায়ী তার কথা শুনতেন, পালন করতেন এবং জীবন-যাপন করতেন৷

যোহন ৮:৪২-৪৩
৪২. ঈসা মসিহ তাহাদের বলিলেন, 'সত্যই যদি খোদা আপনাদের পিতা হইতেন তবে আপনারা আমাকে মহব্বত করিতেন, কারণ আমি খোদা হইতে বাহির হইয়া আসিয়াছি৷' আমি নিজ হইতে আসি নাই, কিন্তু তিনিই আমাকে পাঠাইয়াছে৷ ৪৩. কেন আপনারা আমার কথা বোঝেন না? তাহার কারণ এই যে, আপনারা আমার কথা সহ্য করিতে পারেন না৷

ঈসা মসিহ ইহুদিদের কাছে এটা প্রমাণ করলো যে, ইব্রাহিম তাদের পিতা ছিল না এবং তিনি তাদেরকে আসল পিতার নাম বোঝানোর জন্য চালিত করলেন যাকে তারা অনুসরণ করছিল৷ যেমন তিনি নিজে তা করছিলেন, তাই তারাও তাই করছিল৷

ইহুদিরা অনুভব করলো, তার এবং তাদের ভিতর পার্থক্য সহজভাবে বুঝিয়ে দিয়েছে৷ তারা উত্তরে বললো যে তারা ব্যভিচারের সন্তান নয় যেমন মোবাইট এবং এ্যামোনাইটরা ছিল (আদিপুস্তুক ১৯ : ৩৬-৩৮) অথবা তারা শমরীয়দের মতো মিশ্র জাতি ছিল না, যেহেতু, তারা খোদাকে তাদের পিতা বলে দাবি করতো এক কথাগুলির ওপর ভিত্তি করে যেমন যাত্রাপুস্তুকের ৪ : ২২, দ্বিতীয় বিবরণী ৩২ : ৬ এবং যিশাইয় ৬৩ : ১৬৷ যখন ঈসা মসিহ উল্লেখ কররেন যে খোদা তার পিতা, তারা জবাব দিল পাক-কিতাব অনুসারে তিনিও তাদের পিতা ছিলেন৷ এটা তাদের বিশ্বাসের একটি মতোবাদ ছিল যার জন্য তারা সংগ্রহ করেছিল এবং ভোগান্তি পোহাতে হয়েছিল৷ কিন্তু তাদের সাক্ষ্য ছিল মিথ্যা৷

ঈসা মসিহ সংক্ষেপে তাদের দেখিয়েছিলেন যে, তারা নিজেদেরকে প্রবঞ্চিত করছিল৷ তিনি বললেন, 'যদি খোদা তোমাদের পিতা হবেন, তোমরা আমাকে ভালোবাসতে, কারণ খোদা হলো প্রেম ঘৃণা নয়৷ তিনি তাঁর পুত্রকে ভালোবাসেন যে তার ভিতর থেকে বেরিয়ে আসে এবং পুত্র তাঁর মৌলিক বৈশিষ্টকে বহন করে'৷ ঈসা মসিহ এক মুহূর্তের জন্য পিতা থেকে আলাদা ছিলেন না কিন্তু একজন বাধ্য প্রেরিত হিসেবে তাকে মেনে চলতেন৷

এরপর ঈসা মসিহ লোকদের জিজ্ঞাসা করলেন, 'কেন তোমরা আমার ভাষা বুঝতে ব্যর্থ হও? আমি বিদেশী ভাষায় কথা বলি না কিন্তু সহজ ভাষায় আমার রুহকে তোমাদের প্রদান করতে চাই, তাই এমনকি যা একজন ছোট মানুষও উপলব্ধি করতে পারে৷' ঈসা মসিহ তাঁর নিজের প্রশ্নের নিজেই জবাব দিলেন যা তার শত্রুদের বলেছিলেন, 'তোমরা শুনতে পার না, তোমরা মুক্ত নও কিন্তু ক্রীতদান; তোমাদের আধ্যাত্মিক জীবন হারিয়েছে৷ তোমরা বধির সাদৃশ্য যারা ডাক শুনতে পায় না'৷

প্রিয় ভাই, আপনার আধ্যাত্মিক শ্রবণ শক্তি কেমন, আপনি কি খোদার বাক্য আপনার হৃদয়ের মধ্যে শুনতে পান? আপনি কি আপনার ভিতরের সত্ত্বাকে পরিষ্কৃত এবং বিন্যাস করতে তার কন্ঠস্বর শোনার জন্য আগ্রহী? অথবা আপনি কি দাম্ভিক এবং বধির, কারণ একটি অচেনা রুহকে আপনি কি গ্রহণ করেছেন? সুসংবাদের শক্তির মধ্য দিয়ে আপনি কি খোদার জন্য কাজ করেন অথবা একটি মন্দ আত্মা আপনার ভিতর বাস করে এবং আপনি তার নির্দেশ মতো তাকে অনুসরণ করেন?

প্রশ্ন:

৬৩. ইহুদিদের কাছে ঈসা মসিহ কেমন করে এটা প্রমাণ করেছিলেন যে তারা ইব্রাহিমের বংশধর নয়?

www.Waters-of-Life.net

Page last modified on June 14, 2012, at 09:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)