Previous Lesson -- Next Lesson
ক) ঈসা মসিহ এবং তার ভাইয়েরা ইউহোন্না (৭:১-১৩)
যোহন ৭:১-৫
১. ইহার পরে ঈসা মসিহ গালিল প্রদেশের মধ্যেই চলাফেরা করিতে লাগিলেন৷ ইহুদি নেতারা তাঁহাকে মারিয়া ফেলিতো চাহিয়াছিলেন বলিয়া তিনি এহুদিয়া প্রদেশে চলাফেরা বন্ধ করিয়া দিলেন৷ ২. তখন ইহুদিদের ঈদুল সুফ্কের সময় প্রায় নিকটে আসিয়াছিল৷ ৩. এইজন্য ঈসা মসিহের ভাইয়েরা তাঁহাকে বলিলেন, 'এই জায়গা ছাড়িয়া এহুদিয়াতে চলিয়া যাও, যেন তুমি যে সমস্তকাজ করিতেছ তোমার উম্মতেরা তাহা দেখিতে পায়৷ ৪. যদি কেহ চায়, লোকে তাহাকে জানুক, তবে সে গোপনে কিছু করে না৷ তুমি যখন এই সমস্ত কাজ করিতেছ তখন দুনিয়ার সামনে নিজেকে দেখাও'৷ ৫. ঈসা মসিহের ভাইয়েরাও ঈসা মসিহের ওপর ঈমান আনেন নাই৷
ঈসা মসিহ তার গৌরবের সাক্ষ্যের বিষয়ে যা বলেছিল তাহাতে লোকেরা বিস্ময়ে স্তম্ভিত হয়েছিল৷ তার কিছু বন্ধু জেরুজালেমে তার সঙ্গ ত্যাগ করেছিল, যখন গালিলে তার অনেক অনুসারীরা তাকে ত্যাগ করেছিল৷ রাজধানীতে হীনমনা লোকেরা বিশ্বাস করতো না যে, এই যুবক ব্যক্তিটি মৃতদের উত্থিত করেছে এবং সে দুনিয়ার বিচারক৷ অথচ গালিলে ধার্মিক লোকেরা অত্যন্ত বিরক্তবোধ করেছিল তার মাংস খাওয়া ও তার রক্ত পান করার বিষয়টি একটি অত্যাবশ্যকীয় বিষয় ছিল বলে৷ তারা এটা বুঝাতে ব্যর্থ হয়েছিল যে এগুলো প্রভুর ভোজের প্রতীকী হিসেবে ছিল৷
জেরুজালেমে উচ্চ পরিষদের কিছু সদস্যরা ঈসা মসিহকে মেরে ফেলবার সিদ্ধান্ত নিয়েছিল৷ তারা তাকে গ্রেফতারের জন্য আদেশ দিয়েছিল এবং ইহুদি বিশ্বাসীদেরকে ভয় দেখিয়েছিল যে, তাদেরকে এবাদত খানা থেকে বহিষ্কার করা হবে এবং তারা খোদার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে যদি তারা ঈসা মসিহকে অনুসরণ করতে থাকে৷ পরিষদ থেকে গুপ্তচরেরা গালিলের চারিদিকে ঘোরাফেরা করছিল ঈসা মসিহকে খুঁজতে এবং তার বিষয়ে জানতে৷ এটা কোনো আশ্চর্যের বিষয় ছিল না যে, লোকেরা তার কাছ থেকে ফিরে গিয়েছিল কারণ তাদের বিশ্বাসের কারণে তারা জাতির নেতাদের দ্বারা নির্যাতিত হতো অথবা ঈসা মসিহের মধ্যে তারা একটি অনিশ্চিত মুক্তির উপায় খুঁজে পেত তারা বর্তমান বিষয়টি মেনে নিল পরের বিষয়টিকে বাদ দিল, খোদার দানের থেকে নিজেদের বিষয়টিকে বেশিগুরুত্ব দিলো৷
ঈসা মসিহের ভাইয়েরা ভয় পেয়েছিল এই ভেবে যে, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হবে, তাই তারা প্রকাশ্যে তার থেকে পৃথক হয়ে গিয়েছিল, ইহুদি উপাসনালয়ের নিষেধকে এড়ানোর জন্য (মার্ক ৬ : ৩)৷ তারা তাকে গালিল ত্যাগ করতে বললো, তাদের দায়িত্ব এড়ানোর জন্য এবং তাকে বাধ্য করতে চেয়েছিল জেরুজালেমে তার হাত দিয়ে কোনো মহিমা প্রকাশ না পায়৷ অনেক বছর তার সাথে থাকবার পরও তারা তার বেহেশতি বিষয়ে বিশ্বাস আনতে পারেনি এবং তার ভালোবাসা ও দয়াকে সাধারণ বিষয় বলে বিবেচনা করেছিল৷ দুঃখজনক ব্যাপার এই যে, অনেক বিশ্বাসী তার ভালোবাসার জন্য তাকে শ্রদ্ধা করতো তার সত্যকে উপলব্ধি করা ছাড়াই৷
ঈসা মসিহের ভাইয়েরা তার মোজেজা দেখেছিল৷ তা সত্ত্বেও তারা বিশ্বাস করেনি যে সেই নাজাতদাতা যার আসবার কথা আছে এবং যার কাছে প্রত্যেকটি জানই নত হবে৷ তারা তাঁর কাজের থেকে সরে আসার কারণে এবং লোকেরা তাঁর কাছ থেকে সরে আসার কারণে অস্বস্থি বোধ করছিল৷ তারা ঈসা মসিহকে প্রলোভিত করেছিল যা মরু অঞ্চলে শয়তান আগেই করেছিল, যখন তারা প্রস্তাব করেছিল যে ঈসা মসিহ তার মহিমাকে এবাদত খানায় এবাদতকারীদের সামনে দেখাবে একটি নাটকীয় জাগরনের মধ্য দিয়ে তাদেরকে স্বদলে আনতে৷ মহত্বের প্রতি ঈসা মসিহের কোনো ভালোবাসা ছিল না, তিনি অবনমিতো অবস্থা এবং দুর্বলতা যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য সেটাই বেছে নিয়েছিলেন এবং বিশাল পরিকল্পনার দ্বারা ধর্মান্তরিদের স্বদলে আনতে ইচ্ছুক ছিলেন না৷
যোহন ৭:৫-৯
৬. ইহাতে ঈসা মসিহ তাঁহাদের বলিলেন, 'আমার সময় এখনো হয় নাই, কিন্তু তোমাদের ত অসময় বলিয়া কিছু নাই৷ ৭. দুনিয়া তোমাদের ঘৃণা করিতে পারে না কিন্তু আমাকেই ঘৃণা করে, কারণ আমি দুনিয়ার বিষয়ে এই সাক্ষ্য দিই যে, দুনিয়ার সমস্তকাজই খারাপ৷ ৮. তোমরা ঈদে যাও৷ ৯. আমার সময় এখনো পূর্ণ হয় নাই বলিয়া আমি এখন যাবই না৷' এই সমস্ত কথা বলিয়া ঈসা মসিহ গালিলেই থাকিয়া গেলেন৷
লোকজন হলো দাম্ভিক, কারণ শয়তানের রুহ তাদেরকে কলুষিত করেছে৷ দম্ভ হলো মূল অসুস্থতার উপসর্গ এবং মনস্তাত্তি্বক ব্যধির একটি লক্ষণ৷ সত্যই, প্রত্যেক ব্যক্তিই খোদার তুলনায় নগণ্য, দূর্বল এবং তাদের পরিণতি হলো মৃতু্য৷ সে তার দূর্বলতাকে যমকালো পোশাক দিয়ে ঢেকে রাখতে চেষ্টা করে৷ দাম্ভিক মানুষ নিজেকে ক্ষুদ্র খোদা মনে করে, যে ইচ্ছামতো সব কিছু করতে পারে অথবা কিছুই করতে পারে না৷ সে তার দিন ও উপায়গুলোকে নিয়ে পরিকল্পনা করে খোদাকে তুচ্ছ মনে করে৷ স্বভাবগতভাবে সে স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে৷ মানুষ নিজেকে ভালোবাসে, খোদাকে নয়; নিজের নামকে গৌরবান্বিত করে, কিন্তু বেহেশতি পিতার নামকে বিবর্ধিত করে না৷
কেবলমাত্র লোকদের চিন্তা এবং উদ্দেশ্য মন্দই নয় কিন্তু সামগ্রিকভাবে তাদের কার্যাবলিও মন্দ৷ কারণ যে কেউ তার প্রভু ব্যতিত বাঁচে, সে তার বিরুদ্ধে বেঁচে থাকে৷ বেশিরভাগ বৈজ্ঞানিক উদ্ভাবন ও আবিষ্কার, রাজনৈতিক নীতিমালা এবং দার্শনিক রীতিনীতি কিছুমাত্রায় পাপের সাথে যুক্ত৷ তাদের ভিতর মৃতু্যর বীজ রয়েছে৷
ঈসা মসিহ দেখিয়েছেন, দুনিয়া তাকে ঘৃণা করে৷ তিনি নিজে যা পছন্দ করেন তা করতে তিনি আসেননি৷ তিনি পিতার সাথে এক এবং তার সহভাগীতার মধ্য দিয়ে কাজ করেন এমনকি ধার্মিক লোকেরাও তাকে প্রতিবন্ধক হিসেবে দেখেছিল, কারণ সৃষ্ট নয় কিন্তু স্বগর্ীয়৷ তারা তাকে ঘৃণা করেছিল কারণ তার উপস্থিতি তাদের আত্ম ন্যায়পরায়ণতার দাবিকে বিলুপ্তি করেছে৷
ঈসা মসিহের ভাইয়েরা পাক-রুহকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা পার্থিব রূহ্রে দ্বারা পূর্ণ ছিল এবং তাই ফরিশিদের নীতির সাথে ঐকমত্য হয়েছিল৷ তাদের বিশ্বাসের অভাব প্রমাণ করে যে খোদার রুহের ভালোবাসা তাদের মধ্যে ছিল না; বরং তারা অন্য রুহ দ্বারা পরিচালিত হয়েছিল যা নিজেদের নিয়ে গর্ব করে এবং খোদার বিরুদ্ধে বিদ্রোহ করে৷ তারা নিজেদেরকে ঠকিয়ে ছিল নিজেদের কাজের গুণাগুণের ওপর বিশ্বাস করে৷
যোহন ৭:১০-১৩
১০. কিন্তু তাঁহার ভাইয়েরা ঈদে চলিয়া যাইবার পরে তিনিও সেখানে গেলেন; তবে খোলাখুলিভাবে গেলেন না, গোপনে গেলেন৷ ১১. ঈদের সময়ে ইহুদি নেতারা ঈসা মসিহের খোঁজ করিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, 'সেই লোকটা কোথায়?' ১২. ভিড়ের মধ্যে লোকেরা ঈসা মসিহের বিষয়ে নিজেদের মধ্যে অনেক কথা বলাবলি করিতে লাগিল৷ কেহ কেহ বলিল, 'তিনি ভালো লোক৷' আবার কেহ কেহ বলিল, 'না, সে লোকদের ভুল পথে লইয়া যাইতেছে৷' ১৩. কিন্তু ইহুদি নেতাদের ভয়ে খোলাখুলিভাবে কেহ তাঁহার বিষয়ে কিছু বলিল না৷
প্রতি বছর ইহুদিরা মরু-ভূমির মধ্যে তাঁবুতে এবাদতখানায় আনন্দের সাথে ভোজ উত্সব উদযাপন করতো৷ বাড়ির ছাদের ওপর অথবা রাস্তার পাশে বৃক্ষ শাখা দিয়ে অল্প সময় থাকার জন্য তারা বাসা তৈরি করতো৷ লোকেরা একে অপরের সাথে সাক্ষাত্ করতো এবং সুস্বাদু খাবার উপভোগ করতো৷ এটা খোদাকে ধন্যবাদ দেওয়ার ভোজ ছিল যাতে করে খোদা তাদেরকে পর্যাপ্ত ফসল দেয়৷ এই বাসা ও তাঁবুগুলি মরু প্রান্তরে তাদের যাতায়াতের পথকে স্মরণ করিয়ে দিত৷ দুনিয়াতে তাদের কোনো স্থায়ী শহর ছিল না৷
ঈসা মসিহ এই ভোজের আনন্দে অংশ নিতেন না, কারণ তিনি তার সাহাবিদের সহ লাঞ্ছিত হতেন, তিনি তার নিজের ভাইদেরকেও চলে যেতে দিতেন৷ এরপর তিনি জেরুজালেমে গেলেন এবং গালিলকে বিদায় জানালেন যেটা তাঁর এই দুনিয়ায় বাসভূমি ছিল৷ চূড়ান্ত মুহূর্ত উপস্থিত হলো, যা ছিল ইতিহাসের চরম পরিণতি বেহেশতি ক্ষোভের থেকে আমাদের মুক্তির জন্য তার মৃতু্য৷
ঈসা মসিহের ব্যাপারে ইহুদিদের ভিন্ন ভিন্ন অভিমতো ছিল৷ কেউ কেউ মনে করতো সে খোদার কাছ থেকে এসেছে, একজন ভালো মানুষ এবং সংস্কারক৷ অন্যেরা মনে করতো সে লোকেদেরকে বিপথে নিয়ে যাচ্ছে এবং সে মৃতু্যর যোগ্য; যার উপস্থিতি তাদের ওপর খোদার ক্রোধ নিয়ে আসবে এবং তাদের ভোজ সভাকে ন' করে দেবে৷ স্যানহেড্রিন একটি আদেশ প্রদান করলো এবং জনগণের মধ্যে প্রচার করলো এই আশাতে যে তাকে তার সঙ্গীরা অনুসরণ করতে দ্বিধাবোধ করবে৷ এরপর একজনও প্রকাশ্যে ঈসা মসিহের সাথে কথা বলতে সাহস পায়নি৷
প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, আমরা তোমার নম্রতা এবং খোদার প্রতি কর্তব্যপরায়ণতার জন্য ধন্যবাদ দেই৷ পার্থিব আচরণ থেকে আমাদেরকে মুক্ত কর, যাতে করে তোমার রুহ আমাদেরকে পূর্ণ করতে পারে৷ খারাপ পথ থেকে আমাদেরকে দূরে রাখ, আমাদের ভিতরের সত্তাকে সুস্থতা দান কর তোমাকে সেবা করার জন্য যার জন্য তুমি যোগ্য৷
প্রশ্ন: