Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 047 (Sifting out of the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্বিতীয় খণ্ড - নূর অন্ধকারের মধ্যে জ্বলিতেছে (যোহন ৫:১ - ১১:৫৪)
বি - ঈসা মসিহ হলেন জীবনের রুটি (যোহন ৬:১-৭১)

৫. সাহাবিদের বাছাই করুন (যোহন ৫:৫৯-৭১)


যোহন ৬:৬৬-৬৭
৬৬. ঈসা মসিহের এই কথার জন্য উম্মতদের মধ্যে অনেকে ফিরিয়া গেল এবং তাহার সঙ্গে চলাফেরা বন্ধ করিয়া দিল৷ ৬৭. এই জন্য ঈসা মসিহ সেই বারজন সাহাবিকে বলিলেন, 'তোমরাও কি চলিয়া যাইতে চাও'?

পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর মোজেজার বিষয়টি মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল৷ যাইহোক, ঈসা মসিহ এই প্রতারণাপূর্ণ কৌতূহলকে স্পষ্ট করে দেখিয়েছিলেন, যা অনেক মানুষকে তার থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল৷ তিনি ভাসা ভাসা উদ্দীপনা বা ধার্মিকতা চাননি অথবা সন্দেহপূর্ণ কোনো উদ্দেশ্যর জন্য প্রশংসা চাননি৷ তিনি দ্বিতীয় জন্ম চেয়েছিলেন, এবং ইতস্ততা ছাড়াই তার ওপর আন্তরিক বিশ্বাস চেয়েছিলেন৷ একই সময় জেরুজালেমের উচ্চ পরিষদের গুপ্তচরের তার অনুসারীদের ইহুদি ধর্ম থেকে বহিস্কারের ভয় দেখিয়েছিল, তাদের কেউ যদি তাকে অনুসরণ করে চলতো তারা তাকে ভ্রান্ত পথিক হিসেবে আখ্যায়িত করতো৷ অনেকেই কফরনাহুমে তাকে ত্যাগ করেছিল যাতে করে সাধারণ মানুষ তার বিরুদ্ধে যায়৷ এমনকি বিশ্বস্তজনেরাও পরিষদের কর্তৃপক্ষকে ভয় করতো৷ তারা অনুভব করতো যে ঈসা মসিহের ধর্ম বিশ্বাস ছিল অতি প্রচণ্ড৷ কেবল অল্প সংখ্যক বিশ্বস্ত অনুসারীরা তার সাথে থাকলো৷ প্রভু গম থেকে তুষগুলোকে ছেঁকে ফেলছিলেন৷

এর আগে ঈসা মসিহ তার অনুসারীদের মধ্য থেকে বারোজনকে প্রেরিত হিসেবে মনোনীত করেছিলেন যা তার লোকদের বারোটি গোত্রকে প্রকাশ করতো৷ এই সংখ্যা ছিল ৩ থেকে ৪ যা বেহেশত ও দুনিয়ার প্রতীক ছিল অথবা আরও সংক্ষেপে বলা যায় পবিত্র ত্রিত্ব এবং দুনিয়ার চারটি কোনোকে৷ তাই তার সাহাবিদের দলে বেহেশত এবং দুনিয়া একত্রে যুক্ত ছিল৷

এই অধ্যায়ের পর তার মনোনীতদেরকে পরীক্ষা করেছিলেন এবং বলেছিলেন, তোমরাও কি আমাকে ত্যাগ করতে চাও'? এই প্রশ্নের মধ্য দিয়ে তিনি তার সাহাবিদের তাদের ভবিষ্যত গতির ব্যাপারে সিদ্ধান্ত নেবার কথা বলেছিলেন৷ উদ্বেগ এবং নির্যাতনের সময় জিজ্ঞাসা করে, আপনি কি চান তাকে ত্যাগ করতে অথবা তার সাথে থাকতে? কোনটা বেশি গুরুত্বপূর্ণ যার একদিক হলো সামাজিক স্বীকৃতি ও অবস্থান আর অন্যটি হলো আপনার সাথে ঈসা মসিহের সম্পর্ক?

যোহন ৬:৬৮-৬৯
৬৮. শিমোন পিতর ঈসা মসিহকে বলিলেন, 'প্রভু, আমরা কাহার নিকটে যাইব? অনন্ত জীবনের কথা তা আপনারই নিকটে আছে৷ ৬৯. আমরা ঈমান আনিয়াছি আর জানিতেও পারিয়াছি যে, আপনিই খোদার সেই পবিত্রজন৷'

পিতর মসিহের ভবিষ্যদ্বাণীর বৈধতা প্রদর্শণ করেছিলেন যিনি তার সম্পর্কে বলেছিলেন, সে একটি কঠিন পাথর৷ অন্যদের পক্ষে কথা বলতে যেয়ে সে উত্তর দিয়েছিল, 'প্রভু, আমরা কার কাছে যাব? আপনি একাই অনন্ত জীবনের উত্‍স৷' সে হয়তো সম্পূর্ণভাবে ঈসা মসিহের উদ্দেশ্যকে অনুধাবন করতে পারেনি, কিন্তু গভীরভাবে অনুভব করেছিল যে নাসারতীয় ঈসা মসিহ হলেন প্রভু, যিনি বেহেশত থেকে এসেছিলেন, যার কাছ থেকে সৃষ্টিশীল কথা এবং পুনরুজীবনের শক্তি বেরিয়ে আসে যা সাধারণ মানুষের মতো নয়৷ পিতর বিশ্বাস করেছিল যে প্রভু উপস্থিত ছিলেন৷ তিনি রুটি বিতরণে অংশ নিয়েছিলেন৷ সে যখন প্রায় ডুবে যাচ্ছিল ঈসা মসিহের হাত তাকে ওপরে টেনে তুলেছিল৷ পিতরের হৃদয় ঈসা মসিহের সাথে যুক্ত ছিল, সে যে কোনো কিছুর থেকে প্রভুকে বেশি ভালোবাসত, এবং তাকে ত্যাগ করেনি৷ পিতর ঈসা মসিহকে পছন্দ করতেন কারণ ঈসা মসিহ প্রথমেই তাকে মনোনীত করেছিলেন৷

প্রেরিতদের নেতা এই বক্তব্য দিয়ে তার স্বাক্ষ্য শেষ করেছিল, 'আমরা বিশ্বাস করেছি এবং জেনেছি' লক্ষ্য করুন, সে একথা বলেনি, 'আমরা জেনেছিলাম এবং তারপর বিশ্বাস করেছিলাম'৷ কারণ এটা বিশ্বাস যা হৃদয়ের দৃষ্টিকে খুলে দেয়৷ এটা আমাদের বিশ্বাস যা আমাদের মনকে আলোকিত করে৷ তাই পিতার এবং তার সাহাবিরা খোদার রুহের আকর্ষণে নিজেদেরকে সমর্পণ করেছিল, যিনি তাকে ঈসা মসিহের ওপর বিশ্বাস আনতে চালিত করেছিলেন এবং সত্যকে জানতে তাদেরকে আলোকিত করেছিলেন৷ তার লুকায়িত মহিমাকে তাদের উপলব্ধির মধ্যে প্রসারিত করেছিল৷ ঈসা মসিহের কাছ থেকে পাওয়া সকল সত্য জ্ঞান হলো সরাসরি খোদার শুভদান৷

ঈসা মসিহের ওপর সাহাবিদের বিশ্বাসের প্রকৃত বৈশিষ্ট্য কী ছিল? এই বিশ্বাসের সারমর্ম কী ছিল? তারা বেহেশতি নাজাতদাতার সাথে যুক্ত ছিল, যার মধ্যে রুহের পূর্ণতা ছিল৷ তিনি তার সত্বার মদ্যে ঈমাম, রাজারপদ এবং ভবিষ্যত বাণীর কার্যাবলিকে একত্রিত করেছিলেন৷ তৌরাতে রাজারা, প্রধান ঈমাম এবং নবীগন পাক-রুহের দ্বারা অভিসিক্ত হয়েছিলেন৷ ঈসা মসিহের মধ্যে বেহেশতের সকল ক্ষমতা ও আশীর্বাদ একত্রিত ছিল৷ তিনি হলেন সর্বশক্তিমান বেহেশতি রাজা; একই সময় তাদের তিনি হলেন প্রধান ঈমাম যিনি মানব জাতিকে তাদের স্রষ্টার সাথে পুনরামিলন ঘটান৷ তিনি মৃতকে পুনরুত্থিত করতে সমর্থ; তিনি দুনিয়ার বিচার করবেন৷ বিশ্বাসের মধ্য দিয়ে পিতর মসিহের মহিমাকে অনুধাবন করতে পেরেছিল৷

সাহাবিরা একত্রে বিশ্বাস করতো; এবং পিতর যে তাদের ভাষ্যকার ছিল তারা সবাই চূড়ান্ত সাক্ষ্য দিয়েছিল: যে এই ঈসা মসিহ হলেন খোদার পবিত্রজন, এবং কোনো সাধারণ মানুষ নন, অধিকন্তু তিনি সত্যই খোদা৷ খোদার পুত্র হিসেবে খোদার সকল গুণাগুণ তার মধ্যে ছিল৷ তিনি নিষ্পাপ অবস্থায় ছিলেন এবং খোদার মেষশাবক হিসাবে তার করণীয় কাজ সম্পাদন করেছিলেন যা বাপ্তিস্মদাতা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ সাহাবিরা তাকে ভালোবেসেছিল এবং মহামান্বিত করেছিল, কারণ তারা জানতো যে তার উপস্থিতি খোদার উপস্থিতিকে বোঝায়৷ পুত্রের মধ্যে তারা পিতাকে দেখেছিল এবং জানতে পেরেছিল যে খোদা হলো মহবত৷

যোহন ৬:৭০-৭১
৭০. তখন ঈসা মসিহ তাঁদের বলিলেন, 'আমি তোমাদের বারজনকে কি বাছিয়া লই নাই? অথচ তোমাদেরই মধ্যে এক জন আছে, যে শয়তানের গোলাম'৷ ৭১. এখানে ঈসা মসিহ শিমোন ইস্কারিয়োতের ছেলে এহুদার কথা বলিতেছিলেন, কারণ যদিও সে সেই বারজনের মধ্যে একজন ছিল, তবুও সে-ই পরে ঈসা মসিহকে ধরাইয়া দিয়াছিল৷

ঈসা মসিহ আনন্দের সাথে এই সাক্ষ্যকে সাদরে গ্রহণ করেন যা তাদের বিশ্বাসের বৃদ্ধি পাওয়াকে নির্দেশ করে, তবু তিনি বুঝতে পারেন তাদের একজন বিভিন্ন সময় তার বিরোধিতা করছে৷ এই মানুষটির হৃদয়ের কঠোরতা এতেঠটা বৃদ্ধি পেয়েছিল যে ইসা মসিহ তাকে 'শয়তান' বলে আখ্যা দিলেন৷ সমস্ত প্রেরিতেরাই মনোনীত ছিল যা পিতা পুত্রকে দিয়েছিলেন, কিন্তু তারা খোদার হাতে যন্ত্রবত্‍ মানুষ ছিল না৷ তারা রুহের কথামতো চলতে অথবা তাকে অগ্রাহ্য করতে স্বাধীন ছিল৷ এহুদা ইচ্ছাকৃতভাবে খোদার কথা শুনতে তার মনের দরজাকে বন্ধ করেছিল এবং দুজনের মধ্যে একটি মানসিক যোগসূত্র তৈরি করেছিল৷ এহুদা ঈসা মসিহকে অন্য সকলের মতো একা ফেলে চলে যায়নি, কিন্তু সে ঈসা মসিহকে সঙ্গ দেবার জন্য তার সাথে ছিল, যে একজন ভন্ড এবং বিশ্বাসের ভান করতো৷ সে হয়েছিল 'মিথ্যা কথার জনকের পুত্র' এবং বিশ্বাসঘাতকতা করতে এগিয়ে গিয়েছিল৷ অথচ পিতর ঈসা মসিহের নাজাতদাতার ভূমিকাকে স্বীকার করেছিল, এহুদা ঈসা মসিহের সাথে বিশ্বাসঘাতকতা করতে ইহুদিদের উচ্চ পরিষদের সাথে পরিকল্পনা করেছিল৷ ঘৃণার দ্বারা উদ্বিগ্ন হয়ে সে গোপনে তার বিশ্বাসঘাতকতার পরিকল্পনার মানচিত্র অঙ্কন করেছিল৷

প্রচারক প্রেরিতদেরকে দেওয়া কর্তৃত্ব যা লক্ষ্যণীয় কাজ ছিল তার মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে শেষ করেননি৷ কিন্তু এই বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন যে এমনকি বিশ্বাসীদের দলেও একজন বিশ্বাসঘাতক ছিল৷ ঈসা মসিহ তাকে তাড়িয়ে দেননি, অথবা তার নাম কারো কাছে প্রকাশ করেননি৷ কিন্তু তাকে ধৈর্যের সাথে সহ্য করেছিলেন, কারণ ঘটনাচক্রে যদি এহুদা তার হৃদয়ের মন্দতার জন্য অনুতপ্ত হয়৷

প্রিয় ভাই, বিনীতভাবে নিজেকে পরীক্ষা করুন৷ আপনি কি একজন খোদার পুত্র রুহের আকর্ষণের দিকে উম্মুক্ত রাখেন অথবা শয়তানের সাথে চুক্তিতে আবদ্ধ হতে চান? সতর্ক হোন আপনি যেন আপনার জীবনের উদ্দেশ্যকে হারিয়ে না ফেলেন৷ আপনার প্রভু আপনাকে ভালোবাসেন এবং আপনাকে রক্ষা করেছেন৷ তত্‍সত্ত্বেও যদি তার মধ্য দিয়ে মুক্তির উপায়কে প্রত্যাখ্যান করেন, আপনি দুষ্টের পথে চালিত হবেন এবং শয়তানের দাসত্বের মধ্যে পড়ে থাকবেন৷ ঈসা মসিহের কাছে ফিরে আসুন কারণ তিনি আপনার জন্য অপেক্ষা করছেন৷

প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, আপনি খোদার পুত্র যিনি পবিত্র, করুণাময়, শক্তিশালী এবং বিজয়ী৷ আমার অপরাধগুলিকে ক্ষমা করুন এবং আমাকে আপনার চুক্তির মধ্যে স্থাপন করুন যাতে করে আমি পবিত্রতার মধ্যে বাঁচতে পারি এবং আপনার সানি্নধ্যে থাকতে পারি এবং আপনার প্রতীকৃতিতে রূপান্তরিত হতে পারি৷ আপনার অনুসারীদেরকে পাপমুক্ত করুন এবং তাদের মধ্যে বিশ্বাস জ্ঞান দান করুন এবং তাদেরকে সবার কাছে সাক্ষ্য দিতে চালিত করুন যে, আপনি একাই সেই নাজাতদাতা, জীবিত খোদার পুত্র৷ আমিন৷

প্রশ্ন:

৫১. পিতরের সাক্ষ্যের প্রকাশিত অর্থ কী?

www.Waters-of-Life.net

Page last modified on June 13, 2012, at 10:22 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)