Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- Romans - 082 (Paul’s Doxology)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian-- Azeri-- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- Tamil -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson

রোমীয়দের - প্রভুই আমাদের ধার্মিকতা
রোমীয়দের কাছে হযরত পৌলের লেখা পত্রের ওপর পর্যালোচনা
তৃতীয় খন্ডের পারশিষ্ট - রোমের জামাতের নেতাদের প্রতি পৌলের বিশেষ ইচ্ছা৷ (রামীয় ১৫:১৪ - ১৬:২৭)

৮. এ পত্রটি শেষ করার সময় পৌল তার কৃতজ্ঞতা স্বীকার করেন (রোমীয় ১৬:২৫-২৭)


রোমীয় ১৬:২৫-২৭
২৫. ঈসা মসিহের বিষয়ে যে সুসংবাদ আমি তবলিগ করি সেই সুসংবাদের মধ্য দিয়ে তোমাদের স্থির রাখবার ক্ষমতা আলস্নাহর আছে৷ অনেক যুগ ধরে আলস্নাহ তাঁর গোপন উদ্দেশ্যের বিষয় কাউকে বলেন নি, ২৬. কিন্তু এখন সুসংবাদের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে এবং সেইমত আমি তবলিগ করছি৷ অননত্ম আলস্নাহর হুকুম মত নবীদের লেখার মধ্য দিয়ে সব জাতির লোকদের কাছে তা জানানো হয়েছে, যেন তারা মসিহের ওপর ঈমান এনে আলস্নাহর বাধ্য হতে পারে৷ ২৭. একমাত্র তিনিই আলস্নাহ, তিনিই জ্ঞানী৷ ঈসা মসিহের মধ্য দিয়ে চিরকাল তাঁরই প্রশংসা হোক৷ আমিন৷

পৌল বিনয়ের সাথে রোমীয়দের কাছে তার পত্র লেখা শেষ করেন প্রভু মসিহের পিতার প্রতি আরাধনার মাধ্যমে৷ পৌল স্বীকার করেন যে, তিনিই হলেন একমাত্র ঝরণা সর্বপ্রকার গঠন দায়ী পরাক্রমের, আর তিনিই পারেন অননত্মকালীন পরাক্রম দান করতে, আর উক্ত পরাক্রম পাকরূহের শক্তিতে সবকিছু সুরক্ষিত রাখে৷

পৌল তার পত্র শেষ করলেন উক্ত বক্তব্যের উলেস্নখ করে যা দিয়ে তিনি শুরম্ন করেছিলেন (রোমীয় ১:১৬)৷ যারা পাপে মৃত তাদের জীবন প্রদানের জন্যই সুসমাচার হয়েছে প্রবর্তিত৷ কেবলমাত্র ৪টি সুসমাচারই প্রতিষ্ঠিত নয় যেমন মথি, মার্ক, লুক ও ইউহোন্না; অধিকন্তু প্রত্যেকটি সুসংবাদ এবং নাজাতের বর্ণনা যা মসিহের মাধ্যমে হয়েছে প্রবর্তিত আর পৌলের দ্বারা হয়েছে প্রচারিত তা প্রকৃত সুসমাচার৷ অইহুদিদের মধ্যে মনোনীত প্রচারক স্বীকার করেন, দামেস্কের নিকট তার কাছে যেভাবে হাজির হয়েছেন, তার দেখা জীবনত্ম সলিববিদ্ধ ব্যক্তি, তিনি স্বীকার করলেন, তিনিই (মসিহ) খাঁটি প্রতিজ্ঞাত মসিহ, আর দর্শনের প্রধান প্রেরণা ও লক্ষ্য ছিল এ পত্র লেখার উদ্দেশ্য৷ এ সুসমাচারে পৌল রহস্যের উদ্ঘাটন ঘটালেন, তাদের সকলের জন্য যে কেউ তা শুনতে চায়, যা গোপন করে রাখা হয়েছিল সুদীর্ঘ কাল ধরে৷ কিন্তু আজ তা প্রকাশিত আর সকলের কাছে তা খুলে দেয়া হয়েছে, নবীদের শিক্ষা সম্বলিত মুল্যবান পুসত্মক আর অননত্ম পবিত্র খোদা আজ আমাদের জন্য উম্মুক্ত৷

এ রহস্যাবৃত পত্রের আধেয় অর্থাত্‍ খোদা গুনাহগারদের পাকসাফ করতে চাচ্ছেন, গুনাহগার জাতি যেন অনুতপ্ত হয়ে ফিরে এসে খোদার বাধ্য হয়ে ওঠে৷ প্রভু তার মাগফেরাত আমাদের দেবার জন্য প্রসত্মাব দিচ্ছেন যেন খোদার রহমতে আমাদের পাপের মুক্তি ঘটে আর মসিহের আত্মকোরবানির বিনিময়ে৷ তাই যারা এই আহ্বান শুনতে পান এবং এ নাজাতের বারতা কবুল করে নেয় খোদার এ প্রসত্মাব তারাই নাজাতপ্রাপ্ত৷ আর যারা মসিহকে কবুল করে না তারা হয়ে গেল নিজেদের দোষী বলে হলো সাব্যস্থ৷

পৌল খোদার আরাধনা করলেন৷ তিনি একমাত্র জ্ঞানি৷ তিনি ধন্যবাদের সাথে বিনম্রচিত্রে সাক্ষ্য দান করেন এ বলে খোদার রয়েছে সার্বিক গৌরব ও সম্মান, মানুষের এ আরাধনা করা সম্ভব তাদের কাজের মধ্য দিয়ে, মৃতু্য এবং মসিহের পুনরম্নত্থানের মাধ্যমে৷ মসিহ তার পিতার সাথে যুক্তভাবে শাসনকার্য পরিচালনা করে চলছেন, পাকরূহ সর্বদা জাগ্রত৷ সর্বশেষের শব্দটি হলো 'আমেন' আর এ শব্দ দিয়ে পৌল বুঝাতে চাচ্ছেন এ সত্য চিরনত্মন সত্য আর যা কিছু তিনি প্রতিজ্ঞা করেছেন তা অবশ্যই হবে পরিপূর্ণ৷

প্রার্থনা: আমরা ধন্যবাদ দেই পিতা তোমার পুত্রের মাধ্যমে, কেননা তুমি পৌলকে বাছাই করেছো আর তাকে নাজাতের বাণী অইহুদিদের মধ্যে প্রচার করার জন্য প্রেরণ করেছো, তাছাড়া তাকে নির্যাতন ও শেষতক মৃতু্য পর্যনত্ম দেখিয়ে দিয়েছো তোমার সেবার কাজে৷ আমাদের সাহায্য করো, আত্মায় যেন আমরা স্বার্থপর হয়ে না পড়ি, বরং পুর্ণাঙ্গ নাজাত তাদের কাছে পৌছে দিতে পারি যারা তোমার সত্য পেতে অপেৰারত অধির আগ্রহে পাকরূহের পরিচালনায় আমাদের চালাও৷ আমিন৷

প্রশ্ন:

১০০. পৌলের কাছে খোদা কোন রহস্যের উদ্ঘাটন করলেন, যিনি হলেন অইহুদিদের মধ্যে সুসমাচার প্রচারকারী৷

অভীৰা - ৪

প্রিয় পাঠক,
পৌলের লেখা রোমীয় জামাতের কাছে পত্রের বিশ্লেষণ আপনার পাঠের মাধ্যমে আপনি এখন সক্ষম হয়েছেন নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য৷ নিম্নের বণর্ীত প্রশ্নগুলোর ৯০% ভাগও যদি সঠিক হয় তবে আমরা অত্র পুস্তকের দ্বিতীয় ভাগ আপনাকে পাঠিয়ে দেব৷ আপনার জবাবপত্রে আপনার পুরো নাম ঠিকানা লিখতে ভুলবেন না৷

৮১. মসিহ হলেন আপনার নাজাতদাতা আপনি কি সম্পূর্ণরূপে নিজেকে মসিহের হাতে সমর্পণ করেছেন, অথবা আপনি এই মুহুর্ত পর্যনত্ম স্বার্থপর জীবনের গন্ডিতে রয়েছেন আবদ্ধ?
৮২. মসিহের অনুসারিদের জন্য পবিত্র জীবন-যাপনের পদক্ষেপগুলো কি কি?
৮৩. উপরোলিস্নখিত কোন সেবাকর্মটি বর্তমান প্রেক্ষাপটে অত্যাবশ্যক মনে করো?
৮৪. খোদার প্রেমে একত্রে বাস করার জন্য সবচেয়ে গুরম্নত্বপূর্ণ বিষয় কোনটি সহভাগিতা ধরে রাখার জন্য?
৮৫. আমরা কীভাবে আমাদের শত্রম্নদের ক্ষমা করবো আর তা করতে গিয়ে প্রতিহিংসাপরায়ন বা তাদেরর কষ্ট দেয়া চলবে না৷
৮৬. প্রত্যেকটি সরকারের প্রাধিকারের সীমা-পরিসীমা কতটুকু রয়েছে; আমরাই বা কেন মানুষের হুকুমের চেয়ে খোদার হুকুম পালন করব?
৮৭. বাসত্মবে পৌল আজ্ঞার ব্যাখ্যা দিলেন, 'তোমরা প্রতিবেশিকে নিজের মতো প্রেম করবে!'
৮৮. ধার্মিকতার কোন জ্ঞান আমাদের পরিচালনা করে অত্যাসন্ন মসিহের দিকে?
৮৯. জীবনের গৌণ বিষয়ে যদি কেউ ভিন্নমত পোষণ করে তবে তেমন ক্ষেত্রে আমাদের কি বলা উচিত্‍ অথবা কি চিনত্মা করা উচিত্‍?
৯০. এ আয়াতের অর্থ কি, খোদার রাজ্য ভোজনপানের বিষয় নয়, কিন্তু পাকরূহের মধ্য দিয়ে ধার্মিকতা, শানত্মি ও আনন্দ৷ (রোমীয় ১৪:১৭)
৯১. রোমীয় ১৫:৫-৬ দিয়ে কি বুঝানো হচ্ছে?
৯২. রোমের জামাতের মধ্যে সৃষ্ট ভেদাভেদ দূর করার জন্য পৌল কি ব্যবস্থা প্রত্যাশা করেছিলেন?
৯৩. পৌল তাঁর পত্রের কি এমন লিখেছেন যা কেবল একটি মাত্র অংশ হিসেবে গণ্য হচ্ছে?
৯৪. পৌলের সেবাকর্মের মধ্যে গূঢ় রহস্য কি ছিল?
৯৫. জেরম্নজালেমে তার জন্য মৃতু্যপরোয়ানা অপেক্ষারত রয়েছে, তা জানা সত্বেও কেন পৌল স্পেনমুখী প্রচার যাত্রায় জেরম্নজালেমের মধ্য দিয়ে যেতে চেয়েছিলেন?
৯৬. রোমের জামাতের সদস্যদের নামের তালিকা দেখে আমরা কি শিক্ষা লাভ করতে পারি?
৯৭. তালিকায় সাধুদের নাম দেখে আমরা কি শিক্ষা নিতে পারি?
৯৮. শয়তানের প্রলোভনের লক্ষবিন্দু কি?
৯৯. রোমীয় পত্র লেখার সময় কোন ব্যক্তিকে পৌল লেখক হিসেবে ব্যবহার করেছেন?
১০০. পৌলের কাছে খোদা কোন রহস্যের উদ্ঘাটন করলেন, যিনি হলেন অইহুদিদের মধ্যে সুসমাচার প্রচারকারী৷

যদি আপনি সকল বইয়ের পাঠশেষে প্রশ্নের সঠিক জবাব দিয়ে থাকেন, আর আমাদের কাছে তা প্রেরণ করেন তবে আমরা আপনাকে একটি প্রশংসা পত্র পাঠিয়ে দেব৷

রোমীয়দের কাছে পৌলের লেখা পত্রের ওপর গবেষণা
ধমর্ী অধ্যায়নের উচ্চতর প্রশিক্ষনের প্রশংসাপত্র

আপনার ভবিষ্যতের মসিহের সেবা কাজে ব্যবহারের জন্য উত্‍সাহ ব্যঞ্জক পত্র৷

আমরা অনুরোধ জানাই পরীক্ষায় অংশ নেয়ার জন্য আর এ পাঠ অনন্তকালের জন্য আপনার কাছে বড়ই মূল্যবান সম্পদ৷ আমরা আপনার জবাবের অপেক্ষায় থাকলাম৷

আমাদের ঠিকানা
ওয়াটার অব লাইফ
পোষ্ট অফিস বক্স নং ৬০০৫১৩
৭০৩০২ স্টুর্টগাট
জার্মানী

www.Waters-of-Life.net

Page last modified on February 25, 2014, at 02:07 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)