Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 106 (Jesus arrested in the garden)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
চতুর্থ খন্ড - নূর অন্ধকারকে জয় করে (যোহন ১৮:১ - ২১:২৫)
ক - গ্রেফতার হওয়া থেকে সমাহিত করা অবধি ঘটনা সমূহ (যোহন ১৮:১ - ১৯:৪২)

১. বাগানের মধ্যে ঈসা মসিহ গ্রেফতার হলেন (যোহন ১৮:১-১৪)


যোহন ১৮:১-৩
১. এই সমস্ত কথা বলিবার পরে ঈসা তাহার সাহাবিদের সঙ্গে কিদ্রোন নামে একটা খালের অপর পরে গেলেন৷ সেখানে একটি বাগান ছিল৷ ২. ঈসা মসিহ আর তার সাহাবিরা সেই বাগানে গেলেন৷ ঈসা মসিহকে শত্রুদের হাতে যে ধরাইয়া দিয়াছিল সেই এহুদাও এই জায়গাটি চিনিত, কারণ ঈসা মসিহ প্রায়ই তাহার সাহাবিদের সঙ্গে সেখানে এবং সঙ্গে মিলিত হইতেন৷ ৩. প্রধান ঈমামেরা ও ফরীশীরা এহুদাকে একদল সৈন্য এবং কয়েকজন কর্মচারী দিলেন৷ তখন এহুদা তাহাদের সঙ্গে বাতি, মশাল আর অস্ত্রশস্ত্র লইয়া সেখানে উপস্থিত হইল৷

প্রার্থনার মধ্যে ঈসা মসিহ তার পিতার সাথে কথা বলেছিলেন এবং তার নিজের প্রেরিতদের ও অনুসারীদের জীবনকে খোদার হাতে সর্মপন করলেন৷ এই বিদায়কালীন প্রার্থনার মধ্য দিয়ে তিনি তার বাক্য ও কার্যাবলীকে সম্পন্ন করলেন৷ এরপর তিনি ভোগান্তি ও যন্ত্রনার নুতন স্তরে প্রবেশ করলেন খোদার মেষশাবল হিসেবে তার কাজকে সম্পন্ন করতে যা দুনিয়ার পাপ বহন করে৷

তাই তিনি কিদ্রোন নদীর অপর পারে জৈতুন পাহাড়ের উপর একটি দেয়াল দিয়ে ঘেরা বাগানে প্রবেশ করলেন, যেখানে একটি ভ্রাক্ষা মাড়াই কল ছিল৷ এটি এবং তার অনুসারীদের একটি আশ্রয়স্থান ছিল যেখানে তারা মাঝে মাঝে যেতেন এবং যেখানে তিনি প্রায় ঘুমাতেন৷

এহুদা এই গোপন আশ্রয় স্থানটি চিনত এবং সে ইহুদী কর্তৃপক্ষকে ঈসা মসিহের অবস্থান সম্পর্কে সন্ধান দিয়েছিল৷ তারা আনন্দিত হয়েছিল এবং এবাদতখানা রক্ষীদের ও ফরিশি প্রতিনিধিদের জড় করেছিল৷ রোমীয় শাষকদের সম্মতিবাদে রাতের বেলায় কাউকে গ্রেফতার অথবা অস্ত্র বহন করতে তাদের কোন অধিকার ছিল না৷ রাজ্য শাষককে খবর দেওয়া হয়েছিল৷ ইহুদি নেতারা এহুদার তথ্যাদি দেওয়ার ব্যাপারে সন্তুষ্ট ছিল না কিন্তু তাকে চাপ দিয়েছিল ঈসা মসিহকে গ্রেফতার করার জন্য দলটিকে চালিত করতে৷ তাই ইহুদা কেবলমাত্র একটি বিশ্বাস ঘাতক ছিল না কিন্তু সে ঈসা মসিহকে তার শত্রুদের কাছে অর্পন করেছিল৷ খোদা না করুন যে তিনি পুত্রকে বিশ্বাস ঘাতকের সদৃশ্য না করেন অথবা তার বিপরীত কিছু৷ খোদা এই ধরনের ভিত্তিহীন কিছুর বাইরে থাকেন৷

যোহন ১৮:৪-৬
৪. তাহার নিজের উপর যাহা ঘটিবে ঈসা মসিহ তাহা সমস্তই জানিতেন৷ এই জন্য তিনি বাহির হইয়া আসিয়া সেই লোকদের বলিলেন, 'আপনারা কাউকে খুঁজিতেছেন?' ৫. তাহারা বলিল, 'নাসারতের ঈসা মসিহকে৷' ঈসা মসিহ তাহাদের বলিলেন, 'আমিই তিনি'৷ ঈসা মসিহকে যে শত্রুদের হাতে ধরাইয়া দিয়াছিল সেই এহুদাও তাহাদের সঙ্গে দাঁড়াইয়া ছিল৷ ৬. ঈসা মসিহ যখন তাহাদের বলিলেন, 'আমিই তিনি' তখন তাহারা পিছাইয়া গিয়া মাটিতে পড়িয়া গেল৷

আমাদের কোন ধারণা নেই কিভাবে আক্রমনকারীরা বাগানের মধ্যে ঢুকে পড়েছিল৷ তাদের কাচে সম্ভবত অনেক লন্ঠন ছিল তাকে খুঁজে বের করতে যদি তিনি পালাবার চেষ্টা করেন৷ ঈসা মসিহ গভীর প্রার্থনায় ছিলেন, তার সাহাবিরা ঘুমন্ত অবস্থায় ছিল৷ প্রার্থনার মধ্যে তিনি লক্ষ্য করেছিলেন দলটি বিশ্বাস ঘাতকটির সাথে কাছে এগিয়ে আসছিল৷ তিনি পালাবার জন্য সরে যাননি যদিও তিনি জানতেন কি কঠোর বিচার এবং নির্যাতন তার জন্য অপেক্ষা করছে৷ তিনি সব বিষয়েই অবগত ছিলেন এবং পিতার আজ্ঞানুবতর্ী ছিলেন৷ তিনি উঠে দাড়ালেন এবং আগমনরত দলটির কাছে আত্ম সর্মপন করলেন৷ বাস্তবিক পক্ষে এটা এহুদা ছিল না যে ঈসা মসিহকে আত্ম সমর্পন করিয়েছিল কিন্তু প্রভূ নিজেকে আমাদের জন্য সমর্পন করেছিলেন৷

তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, 'তোমরা কাকে খুঁজছো'? যখন তারা তার নাম উচ্চারন করলো তিনি তাদেরকে বেহেস্তী পরিভাষায় জবাব দিলেন, 'আমিই তিনি'৷ যার আধ্যাত্মিক অনর্্তদৃষ্টির বোধ আছে সে তাত্‍ক্ষনিকভাবে উপলব্ধি করবে যে ঈসা

ইতিমধ্যে এহুদা যে কাছে দাঁড়িয়ে ছিল এই কথাগুলি তার হৃদয়কে বিদ্ধ করলো৷ ইউহোন্না লিখিত সুসমাচারে এই শেষ ঘটনাটি উল্লেখ রয়েছে৷ ইউহোন্না এহুদার চুমু খাবার ব্যাপারে অথবা তার আত্ম হত্যার ব্যাপারে কিছু উল্লেখ করেনি৷ ইউহোন্নার প্রাথমিক চিন্তা ছিল ঈসা মসিহকে নিয়ে যে তার শত্রুদের সামনে তাকে মহান চরিত্র হিসেবে অংকন করেছিলেন৷ নম্রতার মধ্যে এই স্বেচ্ছাকৃত আত্ম সমর্পন ঈসা মসিহের জন্য এহুদার হৃদয় বিদ্ধ করেছিল যিনি মৃতু্য বরন করতে প্রস্তুত ছিলেন৷ এতে করে এহুদা এবং দলের লোকেরা দুঃখ পেয়ে পিছিয়ে গিয়েছিল৷ তারা অভিযোগকারীকে গ্রেফতার করতে অস্ত্রে সজ্জিত ছিল৷ এখানে তিনি তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন একজন প্রধান ঈমামের মর্যাদার সাথে এবং বলেছিলেন, 'আমি সেই যাকে তোমরা চাও'৷ তারা মাটিতে পড়ে গেল এবং ঈসা মসিহ কৌশলে তাদেরকে এড়িয়ে যেতে পাতেন, কিন্তু তিনি তাদের সামনে দাঁড়িয়ে থাকলেন৷

যোহন ১৮:৭-৯
৭. ঈসা মসিহ আবার তাহাদের জিজ্ঞাসা করিলেন, 'আপনারা কাহাকে খুঁজিতেছেন?' তাহারা বলিল 'নাসারতের ঈসা মসিহকে'৷ ৮. তখন ঈসা মসিহ বলিলেন, 'আমি ত আপনাদের বলিয়াছি যে, আমিই তিনি৷ যদি আপনারা আমারই খোঁজে আসিয়া থাকেন তবে ইহাদের চলিয়া যাইতে দিন৷' ৯. ইহা ঘটিল যাহাতে ঈসা মসিহের বলা এই কথাটি পূর্ণ হয়, 'যাহাদের তুমি আমাকে দিয়াছ, তাহাদের একজনকেও আমি হারাই নাই৷'

ঈসা মসিহ তার আক্রমণকারীদের মনোযোগ নিজের দিকে ফিরালেন৷ তাদের কেউ কেউ তার সাহাবিদেরকে গ্রেফতার করতে বাইরে গিয়েছিল, কিন্তু ঈসা মসিহ তাদেরকে ঠেকাতে চেষ্টা করলেন তার শত্রুদের মুখোমুখি হলেন নিজের বুক পেতে দিয়ে৷ তিনি ভাল রাখাল যে তার মেষদের জন্য তার জীবন উত্‍সর্গ করেন এবং তিনি সৈন্যদের সাথে যোগ দিলেন তার অনুসারীদেরকে যাতে তারা ত্যাগ করে৷ তার মর্যাদা তাদেরকে ঝাঁকি দিয়েছিল এবং তারা তার আদেশ পালন করলো৷ আবার তিনি বলেলেন 'আমি সেই', যেন তিনি বলছেন আমিই জীবন রুটি, আমি দুনিযার নূর, আমি দরজা, ভাল রাখাল, পথ , সত্য ও জীবন৷ আমি সেই মনোনীত নাজাতদাতা৷ মানুষের আকৃতিতে খোদা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে৷ ঈসা মসিহের নামের অর্থ হলো খোদা মনোনীত করেন এবং রক্ষা করেন৷ এই বেহেস্তি নাজাতদাতা ইহুদিদের দ্বারা প্রত্যাখিত হয়েছিলেন৷ তারা তাদের নাজাতদাতা হিসেবে একজন নম্র নাসরীয়কে চায়নি৷

যোহন ১৮:১০-১১
১০. শিমোন পিতরের নিকট একটা ছোরা ছিল৷ পিতর সেই ছোরাটি বাহির করিয়া তাহার আঘাতে মহা-ইমামের গোলামের ডান কানটা কাটিয়া ফেলিলেন৷ ১১. সেই গোলামের নাম ছিল মাল্ক৷ ঈসা মসিহের পিতরকে বলিনে, 'তোমার ছোরা খাপে রাখ৷ পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়াছেন, তাহা কি আমি গ্রহন করিব না?'

পিতর তার প্রভূকে বুঝতে পারেনি অথবা তার বাক্যতে মনোযোগ দেয়নি৷ সে ঘুমন্ত অবস্থায় ছিল এবং জেগে উঠেছিল এবং তখনো তন্দ্রাচ্ছন্ন ছিল৷ সে সৈন্যদেরকে লক্ষ্য করলো এবং রাগান্বিত হলো, তার তরবারী বের করলো যা ঈসা মসিহ তাকে বহন করতে অনুমতি দিয়েছিল৷ এটি সে উঠালো এবং তার প্রভূর আদেশ ব্যতিতই প্রধান ইমামের গোলামকে আঘাত করলো৷ গোলামের কান কেটে গিয়েছিল কেবলমাত্র ইউহোন্না আমাদেরকে একথা বলেন পিতর মারা যাবার অনেক পরে৷ ঈসা মসিহের প্রধান সাহাবিকে তার তরবারী পুনরায় খাপে রাখার জন্য ঈসা মসিহ আদেশ করেছিলেন, আরও রক্তপাত এড়াতে এবং কোন সাহাবিকে গ্রেফতার না করতে, ইউহোন্না এ বিষয়টি তুলে ধরেছিলেন৷

এরপর ঈসা মসিহ তার সাহাবিদের কাছে বেহেস্তি ক্রোধের পেয়ালা গ্রহণের বিষয়ে বললেন যা তিনি প্রার্থনা করেছিলেন৷

গ্রেফতার হবার আগে প্রভূর হৃদয়ে যে আধ্যাত্মিক প্রতিকুলতা তার অন্তরনিহিত বিষয়টি আমরা দেখতে পাই৷ আমরা উপলব্ধি করি যে তিনি ক্রোধের ভোগান্তি পোহাতে প্রস্তুত ছিলেন এবং নিজে আমাদের জন্য সকল বিচার বহন করেছিলেন৷ এই পেয়ালা সরাসরি তার পিতার হাত থেকে আসে, তাই তিনি তার কাছ থেকে যা তিক্ততার তাই গ্রহণ করেছিলেন যদি সব থেকে প্রিয়তম৷ প্রেম ব্যতিত এটা তিনি বহন করতে পারেন না কারণ মানব জাতির মুক্তির জন্য পিতা এবং পুত্র এক৷ কারণ খোদা দুনিয়াকে এতই ভালোবাসতেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন৷

প্রার্থনা: হে পিতা, আমরা তোমার এবাদত করি কারণ তোমার ভালোবাসা আমাদের উপলব্ধির বাইরে৷ তুমি তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছ৷ হে পুত্র আমরা তোমার এবাদত করি, তোমার করুনা এবং মহত্বের জন্য৷ তুমি বাগান থেকে পালিয়ে যাওনি কিন্তু নিজেকে সমর্পন করেছ৷ নিজেকে অস্বীকার করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই৷

প্রশ্ন:

১১০. বাগানের প্রবেশ পথে নিজেকে শত্রুদের কাছে ঈসা মসিহের প্রকাশ কি অর্থ বহন করে?

কুইজ - ৬

প্রিয় পাঠক,
আমাদেরকে ১৭টির মধ্য থেকে ১৫টি প্রশ্নের সঠিক জবাব পাঠিয়ে দিন৷ আমরা আপনাকে এই অধ্যায়ের পরিশিষ্ট পাঠাবো

৯৪. ক করে ঈসা মসিহ সত্য ভ্রাক্ষালতা হলেন?
৯৫. কন আমরা ঈসা মসিহের মধ্যে এবং তিনি আমাদের মধ্যে আছেন?
৯৬. যারা পাপের দাস ছিল ঈসা মসিহ তাদেরকে কিভাবে তার প্রিয়জন বানালেন?
৯৭. দুনিয়া কেন ঈসা মসিহ এবং তার প্রিয়জনদের ঘৃণা করে?
৯৮. ক করে খোদা যে দুনিয়া ঈসা মসিহকে সলিববিদ্ধ করেছিল তার মুখোমুখি হলেন?
৯৯. যারা ঈসা মসিহের পরে ঈমান আনে দুনিয়া কেন তাদের ঘৃণা করে?
১০০. পাকরূহ দুনিয়াতে কি কাজ করেন?
১০১. দুনিয়ার উন্নতির জন্য পাকরূহ কেমনভাবে কাজ করেন?
১০২. পিতা খোদা ঈসা মসিহের নামে কিভাবে আমাদের প্রার্থনার জবাব দেন?
১০৩. কেন এবং কিভাবে পিতা আমাদের ভালোবাসেন?
১০৪. ঈসা মসিহের প্রার্থনার প্রথম অংশের মৌলিক চিন্তাধারা কি?
১০৫. ঈসা মসিহের মধ্য দিয়ে পিতার নাম প্রকাশ করার অর্থ কি?
১০৬. পিতার নামের মধ্যে আমাদের নিরাপত্তা রয়েছে তা কি অর্থ বহন করে?
১০৭. কিভাবে ঈসা মসিহ আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পিতার কাছে মিনতি করেছিলেন?
১০৮. আমাদের উপকারের জন্য ঈসা মসিহ তার পিতার কাছে কি অনুরোধ করেছিলেন?
১০৯. ঈসা মসিহের প্রধান ঈমামের মত প্রার্থনার সারাংশ কি?
১১০. বাগানের প্রবেশ পথে ঈসা মসিহ নিজেকে প্রকাশিত করবার অর্থ কি?

আপনার নাম এবং পূর্ণ ঠিকানা স্পষ্ট করে শুধুমাত্র খামের উপর নয় কিন্তু প্রশ্ন পত্রের উপর লিখতে ভূলবেন না৷ নীচের ঠিকানায় এটাকে পাঠিয়ে দিন৷

Waters of life
P.O. Box 600 513
70305 Strttgart,
Germany

MJWT
G.P.O Box No. 3507
Dhaka-1000
BANGLADESH

www.Waters-of-Life.net

Page last modified on July 25, 2012, at 09:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)