Previous Lesson -- Next Lesson
১. বাগানের মধ্যে ঈসা মসিহ গ্রেফতার হলেন (যোহন ১৮:১-১৪)
যোহন ১৮:১-৩
১. এই সমস্ত কথা বলিবার পরে ঈসা তাহার সাহাবিদের সঙ্গে কিদ্রোন নামে একটা খালের অপর পরে গেলেন৷ সেখানে একটি বাগান ছিল৷ ২. ঈসা মসিহ আর তার সাহাবিরা সেই বাগানে গেলেন৷ ঈসা মসিহকে শত্রুদের হাতে যে ধরাইয়া দিয়াছিল সেই এহুদাও এই জায়গাটি চিনিত, কারণ ঈসা মসিহ প্রায়ই তাহার সাহাবিদের সঙ্গে সেখানে এবং সঙ্গে মিলিত হইতেন৷ ৩. প্রধান ঈমামেরা ও ফরীশীরা এহুদাকে একদল সৈন্য এবং কয়েকজন কর্মচারী দিলেন৷ তখন এহুদা তাহাদের সঙ্গে বাতি, মশাল আর অস্ত্রশস্ত্র লইয়া সেখানে উপস্থিত হইল৷
প্রার্থনার মধ্যে ঈসা মসিহ তার পিতার সাথে কথা বলেছিলেন এবং তার নিজের প্রেরিতদের ও অনুসারীদের জীবনকে খোদার হাতে সর্মপন করলেন৷ এই বিদায়কালীন প্রার্থনার মধ্য দিয়ে তিনি তার বাক্য ও কার্যাবলীকে সম্পন্ন করলেন৷ এরপর তিনি ভোগান্তি ও যন্ত্রনার নুতন স্তরে প্রবেশ করলেন খোদার মেষশাবল হিসেবে তার কাজকে সম্পন্ন করতে যা দুনিয়ার পাপ বহন করে৷
তাই তিনি কিদ্রোন নদীর অপর পারে জৈতুন পাহাড়ের উপর একটি দেয়াল দিয়ে ঘেরা বাগানে প্রবেশ করলেন, যেখানে একটি ভ্রাক্ষা মাড়াই কল ছিল৷ এটি এবং তার অনুসারীদের একটি আশ্রয়স্থান ছিল যেখানে তারা মাঝে মাঝে যেতেন এবং যেখানে তিনি প্রায় ঘুমাতেন৷
এহুদা এই গোপন আশ্রয় স্থানটি চিনত এবং সে ইহুদী কর্তৃপক্ষকে ঈসা মসিহের অবস্থান সম্পর্কে সন্ধান দিয়েছিল৷ তারা আনন্দিত হয়েছিল এবং এবাদতখানা রক্ষীদের ও ফরিশি প্রতিনিধিদের জড় করেছিল৷ রোমীয় শাষকদের সম্মতিবাদে রাতের বেলায় কাউকে গ্রেফতার অথবা অস্ত্র বহন করতে তাদের কোন অধিকার ছিল না৷ রাজ্য শাষককে খবর দেওয়া হয়েছিল৷ ইহুদি নেতারা এহুদার তথ্যাদি দেওয়ার ব্যাপারে সন্তুষ্ট ছিল না কিন্তু তাকে চাপ দিয়েছিল ঈসা মসিহকে গ্রেফতার করার জন্য দলটিকে চালিত করতে৷ তাই ইহুদা কেবলমাত্র একটি বিশ্বাস ঘাতক ছিল না কিন্তু সে ঈসা মসিহকে তার শত্রুদের কাছে অর্পন করেছিল৷ খোদা না করুন যে তিনি পুত্রকে বিশ্বাস ঘাতকের সদৃশ্য না করেন অথবা তার বিপরীত কিছু৷ খোদা এই ধরনের ভিত্তিহীন কিছুর বাইরে থাকেন৷
যোহন ১৮:৪-৬
৪. তাহার নিজের উপর যাহা ঘটিবে ঈসা মসিহ তাহা সমস্তই জানিতেন৷ এই জন্য তিনি বাহির হইয়া আসিয়া সেই লোকদের বলিলেন, 'আপনারা কাউকে খুঁজিতেছেন?' ৫. তাহারা বলিল, 'নাসারতের ঈসা মসিহকে৷' ঈসা মসিহ তাহাদের বলিলেন, 'আমিই তিনি'৷ ঈসা মসিহকে যে শত্রুদের হাতে ধরাইয়া দিয়াছিল সেই এহুদাও তাহাদের সঙ্গে দাঁড়াইয়া ছিল৷ ৬. ঈসা মসিহ যখন তাহাদের বলিলেন, 'আমিই তিনি' তখন তাহারা পিছাইয়া গিয়া মাটিতে পড়িয়া গেল৷
আমাদের কোন ধারণা নেই কিভাবে আক্রমনকারীরা বাগানের মধ্যে ঢুকে পড়েছিল৷ তাদের কাচে সম্ভবত অনেক লন্ঠন ছিল তাকে খুঁজে বের করতে যদি তিনি পালাবার চেষ্টা করেন৷ ঈসা মসিহ গভীর প্রার্থনায় ছিলেন, তার সাহাবিরা ঘুমন্ত অবস্থায় ছিল৷ প্রার্থনার মধ্যে তিনি লক্ষ্য করেছিলেন দলটি বিশ্বাস ঘাতকটির সাথে কাছে এগিয়ে আসছিল৷ তিনি পালাবার জন্য সরে যাননি যদিও তিনি জানতেন কি কঠোর বিচার এবং নির্যাতন তার জন্য অপেক্ষা করছে৷ তিনি সব বিষয়েই অবগত ছিলেন এবং পিতার আজ্ঞানুবতর্ী ছিলেন৷ তিনি উঠে দাড়ালেন এবং আগমনরত দলটির কাছে আত্ম সর্মপন করলেন৷ বাস্তবিক পক্ষে এটা এহুদা ছিল না যে ঈসা মসিহকে আত্ম সমর্পন করিয়েছিল কিন্তু প্রভূ নিজেকে আমাদের জন্য সমর্পন করেছিলেন৷
তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, 'তোমরা কাকে খুঁজছো'? যখন তারা তার নাম উচ্চারন করলো তিনি তাদেরকে বেহেস্তী পরিভাষায় জবাব দিলেন, 'আমিই তিনি'৷ যার আধ্যাত্মিক অনর্্তদৃষ্টির বোধ আছে সে তাত্ক্ষনিকভাবে উপলব্ধি করবে যে ঈসা
ইতিমধ্যে এহুদা যে কাছে দাঁড়িয়ে ছিল এই কথাগুলি তার হৃদয়কে বিদ্ধ করলো৷ ইউহোন্না লিখিত সুসমাচারে এই শেষ ঘটনাটি উল্লেখ রয়েছে৷ ইউহোন্না এহুদার চুমু খাবার ব্যাপারে অথবা তার আত্ম হত্যার ব্যাপারে কিছু উল্লেখ করেনি৷ ইউহোন্নার প্রাথমিক চিন্তা ছিল ঈসা মসিহকে নিয়ে যে তার শত্রুদের সামনে তাকে মহান চরিত্র হিসেবে অংকন করেছিলেন৷ নম্রতার মধ্যে এই স্বেচ্ছাকৃত আত্ম সমর্পন ঈসা মসিহের জন্য এহুদার হৃদয় বিদ্ধ করেছিল যিনি মৃতু্য বরন করতে প্রস্তুত ছিলেন৷ এতে করে এহুদা এবং দলের লোকেরা দুঃখ পেয়ে পিছিয়ে গিয়েছিল৷ তারা অভিযোগকারীকে গ্রেফতার করতে অস্ত্রে সজ্জিত ছিল৷ এখানে তিনি তাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন একজন প্রধান ঈমামের মর্যাদার সাথে এবং বলেছিলেন, 'আমি সেই যাকে তোমরা চাও'৷ তারা মাটিতে পড়ে গেল এবং ঈসা মসিহ কৌশলে তাদেরকে এড়িয়ে যেতে পাতেন, কিন্তু তিনি তাদের সামনে দাঁড়িয়ে থাকলেন৷
যোহন ১৮:৭-৯
৭. ঈসা মসিহ আবার তাহাদের জিজ্ঞাসা করিলেন, 'আপনারা কাহাকে খুঁজিতেছেন?' তাহারা বলিল 'নাসারতের ঈসা মসিহকে'৷ ৮. তখন ঈসা মসিহ বলিলেন, 'আমি ত আপনাদের বলিয়াছি যে, আমিই তিনি৷ যদি আপনারা আমারই খোঁজে আসিয়া থাকেন তবে ইহাদের চলিয়া যাইতে দিন৷' ৯. ইহা ঘটিল যাহাতে ঈসা মসিহের বলা এই কথাটি পূর্ণ হয়, 'যাহাদের তুমি আমাকে দিয়াছ, তাহাদের একজনকেও আমি হারাই নাই৷'
ঈসা মসিহ তার আক্রমণকারীদের মনোযোগ নিজের দিকে ফিরালেন৷ তাদের কেউ কেউ তার সাহাবিদেরকে গ্রেফতার করতে বাইরে গিয়েছিল, কিন্তু ঈসা মসিহ তাদেরকে ঠেকাতে চেষ্টা করলেন তার শত্রুদের মুখোমুখি হলেন নিজের বুক পেতে দিয়ে৷ তিনি ভাল রাখাল যে তার মেষদের জন্য তার জীবন উত্সর্গ করেন এবং তিনি সৈন্যদের সাথে যোগ দিলেন তার অনুসারীদেরকে যাতে তারা ত্যাগ করে৷ তার মর্যাদা তাদেরকে ঝাঁকি দিয়েছিল এবং তারা তার আদেশ পালন করলো৷ আবার তিনি বলেলেন 'আমি সেই', যেন তিনি বলছেন আমিই জীবন রুটি, আমি দুনিযার নূর, আমি দরজা, ভাল রাখাল, পথ , সত্য ও জীবন৷ আমি সেই মনোনীত নাজাতদাতা৷ মানুষের আকৃতিতে খোদা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে৷ ঈসা মসিহের নামের অর্থ হলো খোদা মনোনীত করেন এবং রক্ষা করেন৷ এই বেহেস্তি নাজাতদাতা ইহুদিদের দ্বারা প্রত্যাখিত হয়েছিলেন৷ তারা তাদের নাজাতদাতা হিসেবে একজন নম্র নাসরীয়কে চায়নি৷
যোহন ১৮:১০-১১
১০. শিমোন পিতরের নিকট একটা ছোরা ছিল৷ পিতর সেই ছোরাটি বাহির করিয়া তাহার আঘাতে মহা-ইমামের গোলামের ডান কানটা কাটিয়া ফেলিলেন৷ ১১. সেই গোলামের নাম ছিল মাল্ক৷ ঈসা মসিহের পিতরকে বলিনে, 'তোমার ছোরা খাপে রাখ৷ পিতা আমাকে যে দুঃখের পেয়ালা দিয়াছেন, তাহা কি আমি গ্রহন করিব না?'
পিতর তার প্রভূকে বুঝতে পারেনি অথবা তার বাক্যতে মনোযোগ দেয়নি৷ সে ঘুমন্ত অবস্থায় ছিল এবং জেগে উঠেছিল এবং তখনো তন্দ্রাচ্ছন্ন ছিল৷ সে সৈন্যদেরকে লক্ষ্য করলো এবং রাগান্বিত হলো, তার তরবারী বের করলো যা ঈসা মসিহ তাকে বহন করতে অনুমতি দিয়েছিল৷ এটি সে উঠালো এবং তার প্রভূর আদেশ ব্যতিতই প্রধান ইমামের গোলামকে আঘাত করলো৷ গোলামের কান কেটে গিয়েছিল কেবলমাত্র ইউহোন্না আমাদেরকে একথা বলেন পিতর মারা যাবার অনেক পরে৷ ঈসা মসিহের প্রধান সাহাবিকে তার তরবারী পুনরায় খাপে রাখার জন্য ঈসা মসিহ আদেশ করেছিলেন, আরও রক্তপাত এড়াতে এবং কোন সাহাবিকে গ্রেফতার না করতে, ইউহোন্না এ বিষয়টি তুলে ধরেছিলেন৷
এরপর ঈসা মসিহ তার সাহাবিদের কাছে বেহেস্তি ক্রোধের পেয়ালা গ্রহণের বিষয়ে বললেন যা তিনি প্রার্থনা করেছিলেন৷
গ্রেফতার হবার আগে প্রভূর হৃদয়ে যে আধ্যাত্মিক প্রতিকুলতা তার অন্তরনিহিত বিষয়টি আমরা দেখতে পাই৷ আমরা উপলব্ধি করি যে তিনি ক্রোধের ভোগান্তি পোহাতে প্রস্তুত ছিলেন এবং নিজে আমাদের জন্য সকল বিচার বহন করেছিলেন৷ এই পেয়ালা সরাসরি তার পিতার হাত থেকে আসে, তাই তিনি তার কাছ থেকে যা তিক্ততার তাই গ্রহণ করেছিলেন যদি সব থেকে প্রিয়তম৷ প্রেম ব্যতিত এটা তিনি বহন করতে পারেন না কারণ মানব জাতির মুক্তির জন্য পিতা এবং পুত্র এক৷ কারণ খোদা দুনিয়াকে এতই ভালোবাসতেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন৷
প্রার্থনা: হে পিতা, আমরা তোমার এবাদত করি কারণ তোমার ভালোবাসা আমাদের উপলব্ধির বাইরে৷ তুমি তোমার পুত্রকে আমাদের জন্য দিয়েছ৷ হে পুত্র আমরা তোমার এবাদত করি, তোমার করুনা এবং মহত্বের জন্য৷ তুমি বাগান থেকে পালিয়ে যাওনি কিন্তু নিজেকে সমর্পন করেছ৷ নিজেকে অস্বীকার করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই৷
প্রশ্ন:
কুইজ - ৬
প্রিয় পাঠক,
আমাদেরকে ১৭টির মধ্য থেকে ১৫টি প্রশ্নের সঠিক জবাব পাঠিয়ে দিন৷ আমরা আপনাকে এই অধ্যায়ের পরিশিষ্ট পাঠাবো
আপনার নাম এবং পূর্ণ ঠিকানা স্পষ্ট করে শুধুমাত্র খামের উপর নয় কিন্তু প্রশ্ন পত্রের উপর লিখতে ভূলবেন না৷ নীচের ঠিকানায় এটাকে পাঠিয়ে দিন৷
Waters of life
P.O. Box 600 513
70305 Strttgart,
Germany
MJWT
G.P.O Box No. 3507
Dhaka-1000
BANGLADESH