Previous Lesson -- Next Lesson
ক) ঈসা মসিহ জর্দানের অপর পারে (যোহন ১০:৪০ - ১১:১৬)
যোহন ১১:১১-১৬
১১. এই সমস্ত কথা বলিবার পর ঈসা মসিহ সাহাবিদের বলিলেন, 'আমাদের বন্ধু লাসার ঘুমাইয়া পড়িয়াছে, কিন্তু আমি তাহাকে জাগাইতে যাইতেছি৷' ১২. ইহাতে সাহাবিরা তাহাকে বলিলেন, 'প্রভু যদি সে ঘুমাইয়াই থাকে, তবে সে ভালো হইবে৷' ১৩. ঈসা মসিহ লাসারের মৃতু্যর কথা বলিতেছিলেন, কিন্তু তাহার সাহাবিরা ভাবিলেন, তিনি স্বাভাবিক ঘুমের কথাই বলিতেছিন৷ ১৪. ঈসা মসিহ তখন স্পষ্ট করিয়াই বলিলেন, ১৫. 'লাসার মরিয়া গিয়াছে, কিন্তু আমি তোমাদের কথা ভাবিয়া আনন্দিত হইয়াছি যে, আমি সেখানে ছিলাম না, যাহাতে তোমরা বিশ্বাস করিতে পার৷ চল, আমরা লাসারের নিকট যাই৷' ১৬. তখন থোমা, যাঁহাকে দিদুম ও বলা হয়, তাহার সঙ্গী সাহাবিদের বলিলেন, 'চল, আমরাও যাই, যেন তাহার সঙ্গে মরিতে পারি৷'
ঈসা মসিহ লাসারকে 'আমাদের অতি প্রিয়জন' বলে বর্ণনা করেছিলেন৷ প্রায়ই ঈসা মসিক এবং তার সাহাবিরা লাসারের বাড়ীতে তার অতিথী হয়ে থাকতো৷ তাই সে সকল সাহাবিদের বন্ধু ছিল৷ তাই আমারা বলতে পারি, লাসার 'ঈসা মসিহের অতি প্রিয়জন' ছিল যা ইব্রাহীমের খেতাব 'খোদার বন্ধু' এর সমকক্ষ ছিল৷
ঈসা মসিহ 'ঘুম' কে মৃতু্য হিসেবে দেখিয়েছে৷ এই বিষয়ের ওপর গুরুত্বরোপ করতে যে মৃতু্য জীবনের শেষ নয়, আমাদের দেহ বিনষ্ট হয় কিন্তু আমাদের আত্মা অস্থিত্বমান থাকে৷ প্রভুর ওপর বিশ্বাসীই আজ আমাদের অবলম্বন৷ আমরা সন্তুষ্ট এবং তার জীবনের মধ্যে নিশ্চল এবং আমরা আমাদের প্রভুর দ্বারা আমাদেরকে পুনুরুত্থানের সময় জাগরণ দেখতে পারব৷ আমরা চিরকাল বেঁচে থাকব৷
'আমি তাকে জাগিয়ে তুলতে যাচ্ছি', ঈসা মসিহ আস্থার সাথে এ কথা বললেন৷ তিনি একথা বলেননি, 'আস আমরা প্রার্থনা করি খোদা আমাদের কি করতে বলেন এবং কিভাবে আমরা এ পরিবারকে সান্তনা দিব৷' না, ঈসা মসিহ দুই দিন ধরে তার পিতার সাথে আলোচনা করছিলেন, তার বন্ধুর মৃতু্যর সংবাদ তার কাছে পেঁৗছানোর আগে থেকে৷ তিনি নিশ্চিত ছিলেন লাসারের পুনুরুত্থান তার নিজের গৌরবকে বাড়িয়ে তুলবে৷ এটা তার অনুসারীদের বিশ্বাসকে শক্তিশালী করবে এবং তার শত্রুদের কাছে প্রমাণ করবে যে তিনি
কেবল একাই নাজাতদাতা৷ তারপর তিনি এ কথা বললেন, 'আমি তাকে জাগিয়ে তুলতে যাচ্ছি' যেমন একজন মা বলে, 'আমি আমার ছেলেকে জাগিয়ে তুলতে যাচ্ছি কারণ এখন তার স্কুলে যাবার সময়৷' ঈসা মসিহ কোন ইতস্ততা করেননি, তিনি নিজেই জীবন ছিলেন এবং মৃতু্যর ওপর তার প্রভুত্ব ছিল৷ ঈসা মসিহের ওপর বিশ্বাস আমাদেরকে সকল ভীতি থেকে মুক্ত করে এবং আমাদের জীবনকে নিশ্চিত করে৷
সাহাবিরা ঈসা মসিহের জয়ী হওয়ার অর্থকে তখন উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল৷ তারা ভেবেছিল লাসার ঘুমিযে আছে; তাই তার কাছে গিয়ে তাকে জাগিবার কোন কারণ নাই৷ অধিকন্তু ইহুদিদের হাতে তাদের মৃতু্যর ঝুকি ছিল৷ তারপর ঈসা মসিহ খোলাখুলিভাবে লাসারের মৃতু্যর বিষয়ে বললেন, 'সে মৃত'৷ এই খবর সাহাবিদেরকে উত্তেজিত করেছিল৷ কিন্তু ঈসা মসিহ তাদেরকে এই বলে পুনরায় নিশ্চিত করলো, 'আমার আনন্দ হচ্ছে৷' এটাই ছিল তখন মৃতু্যর বিষয়ে খোদার পুত্রের জবাব৷ তিনি জয় এবং পুনুরুত্থান দেখতে পেয়েছিলেন৷ মৃতু্য কোন শোকের কারণ নয়, কিন্তু আনন্দের কারণ, যেহেতু ঈসা মসিহ তার অনুসারীদের জীবনের নিশ্চয়তা দেন৷ তিনিই জীবন; যে কেউ তার ওপর ঈমান আনে সে তার জীবনের অংশীদার হয়৷
ঈসা মসিহ বলতে লাগলেন, 'আমি তোমাদের জন্য আনন্দ করি যে, আমি মৃতু্যর সময় সেখানে ছিলাম না এবং সেই জায়গাতেই গিয়ে তাকে সুস্থ করিনি৷ প্রত্যেকেরই পরিণতির নিদর্শন এটাই৷ যাইহোক তার ওপর বিশ্বাস একটি নুতন জীবন শুরু করে৷ আসুন আমরা তার কাছে যাই৷' এই চলে যাওয়া মানুষের জন্য কান্না এবং শোক নির্দেশ করে কিন্তু ঈসা মসিহের জন্য ওটা পুনুরুত্থানের কথা বলে৷ আমরা খোদাকে ধন্যবাদ দেই যে ঈসা মসিহ বলবেন কখন আমরা কবরে শুয়ে থাকব' আসুন আমরা তার কাছে যাই৷' আমাদের কাছে তার আমাকে স্বাধীনতা, জীবন এবং আলো বুঝায়৷
প্রেরিতি থোমা ঈসা মসিহকে ভালোবাসতো এবং সাহসী ছিল৷ যখন সে লক্ষ্য করলো মৃতদেহের কাছে যাবার জন্য ঈসা মসিহ সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু উপলব্ধি করেনি যে ঈসা মসিহের লক্ষ্য ছিল যে তাকে কবর থেকে উঠনো, থোমা তার সহকমর্ীদের দিকে ফিরলো এবং দৃঢ়ভাবে বললো, 'আমরা ঈসা মসিহকে একা ছাড়বো না; আমারা আমাদের প্রভুকে ভালোবাসি এবং মৃতু্য পর্যন্ত তার সঙ্গে থাকবো৷ আমরা সবাই তার সাথে একত্রে বন্ধনে আছি৷' এইভাবে থোমা মেষ পর্যন্ত তার বিশ্বস্থতার ওপর গুরুত্ব দিয়েছিল৷
প্রশ্ন: