Previous Lesson -- Next Lesson
৪. ঈসা মসিহ মানুষদেরকে তাদের পছন্দের ব্যাপারে পেশ করলেন, 'গ্রহণ করো অথবা প্রত্যাখান কাের!' (যোহন ৬:২২-৫৯)
যোহন ৬:৩৪-৩৫
৩৪. লোকেরা তাঁহাকে বলিল, 'হুজুর, তাহা হইলে সেই রুটিই সব সময় আমাদের দিন'৷ ৬৫. ঈসা মসিহ তাহাদের বলিলেন, 'আমিই সেই জীবন-রুটি৷ যে আমার নিকটে আসে তাহার কখনো ক্ষুধা পাইবে না৷ যে আমার ওপর ঈমান আনে তাহার আর কখনো পিপাসাও পাইবে না'৷
ঈসা মসিহ তার শ্রোতাদের মধ্যে খোদার রুটি পাবার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছিলেন, এবং তাদেরকে নির্দিষ্ট কিছু কাজের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন৷ তিনি তাদের মধ্যে মুক্তি পাবার জন্য উদ্বেগ সৃষ্টি করেছিলেন এবং খোদার দান পেতে তাদেরকে প্রস্তুত করেছিলেন; তিনি তার ওপর বিশ্বাসের প্রয়োজনীয়তাকে ব্যাখ্যা করেছিলেন৷ এতে লোকেরা কৌতুহলের সাথে সম্মত হয়েছিল এই বলে যে, 'তুমি বেহেশতি রুটি দাতা আমাদেরকে সব সময় এরকম অনুপম দান প্রদান করো এবং আমাদের পরিশ্রম থেকে রক্ষা করো৷ আমরা তোমার ওপর নির্ভর করি, আমাদেরকে অনন্ত জীবনে পূর্ণ করো, আমাদেরকে তোমার শক্তি দাও'৷ তারা তখনো পার্থিব রুটির বিষয়ে চিন্তা করছিল, কিন্তু অন্তত এটা জেনেছিল যে খোদার দান ছিল অনুপম৷
ঈসা মসিহ তার কাছে দেওয়া কোনো প্রস্তাবকে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করেননি৷ তিনি তাদের কাছে এটা স্পষ্ট করে বলেছিলেন যে তিনি প্রাথমিকভাবে সারা দুনিয়ার জন্য খোদার রুটি ছিলেন, খাদ্য দাতা নন৷ তিনি ব্যক্তিগতভাবে অনন্ত জীবনের অপরিহার্য বিষয়কে যোগান দেন৷ তিনি পরোক্ষভাবে প্রকাশ করেছেন, 'আমাকে ছাড়া তোমরা অনন্ত জীবনের সন্ধান পাবে না৷ আমি তোমাদের কাছে খোদার দান, আমাকে ছাড়া তোমরা মৃতদের মতো পড়ে থাকবে'৷
'যেমন রুটি তোমাদের পেটে ঢোকে এবং বাঁচার জন্য শক্তি যোগায় তাই আমিও তোমাদের মধ্যে আসতে চাই তোমাদের মন ও বিবেককে পুনরুজ্জীবিত করতে, যাতে করে তোমরা রুহের মধ্যে বাস করতে পার৷ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পার না৷ প্রতিদিন আমাকে তোমাদের প্রয়োজন হয়৷ আমি নিজেকে বিনামূল্যে তোমাদের কাছে অর্পণ করি৷ তোমাদের কোনো পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন নাই৷ কেবল মাত্র আমাকে তোমাদের হৃদয়ে স্থান দাও'৷ তাই, ঈসা মসিহকে আপনার প্রয়োজন৷ তার কথা পড়ে যাওয়া অথবা তার চিন্তাধারণাকে উপলব্ধি করা যথেষ্ট নয়৷ তাকে আপনার ব্যক্তিগতভাবে প্রয়োজন৷ তিনি আপনার প্রতিদিনের খাদ্য এবং পানিয়ের মতো অপরিহার্য একজন৷ আপনি তাকে গ্রহণ করবেন কিনা সেটা আপনার ওপর নির্ভর করে অথবা আপনি বিনষ্ট হবেন৷
আপনি প্রশ্ন করতে পারেন তিনি কেমন করে আমর সত্তার মধ্যে ঢোকেন? তিনি জবাব দেন: আপনার হৃদয়কে আমার জন্য খুলে দিন, আমার কাছে আসুন এবং ধন্যবাদ সহকারে আমাকে গ্রহণ করুন, আমার ওপর বিশ্বাস রাখুন৷ আমাদের হৃদয়ে ঈসা মসিহের আগমন বিশ্বাসের মধ্য দিয়ে পরিপূর্ণ হয়৷ ঈসা মসিহকে ধন্যবাদ দিন কারণ তিনি আপনার কাছে খোদার দান, নিজেকে বিনামূল্যে প্রদান করেন; আনন্দের সাথে তার প্রশংসা করুন, কারণ তিনি আপনার সঙ্গে থাকতে প্রস্তুত, আপনি যদি চান তিনি নিশ্চিতভাবে আপনর কাছে আসবেন৷ তার কাছে মিনতি করেন যাতে করে তিনি চিরকাল আপনার সঙ্গে থাকেন৷
তখন ঈসা মসিহ আপনাকে নিশ্চিত করবেন, যেহেতু তুমি আমাকে গ্রহণ করেছ, আমি তোমার সঙ্গে থাকব এবং তোমার জীবনক্ষুদাকে পরিতৃপ্ত করবো৷ দুনিয়ার ধর্মসমূহ এবং দর্শনসমূহকে নিয়ে আর বেশি আলোচনা করো না যে কোনোটা ঠিক৷ সকল জলাশয়ের কাছে যেয়ে তার থেকে কিছু পান করো না৷ কিন্তু আমি তোমাকে ক্ষমতা, অভিপ্রায় ও শান্তি দেব৷
যোহন ৬:৩৬-৪০
৩৬. আমি তো আপনাদের বলিয়াছি যে, আপনারা আমাকে দেখিয়াছেন কিন্তু তবুও ঈমান আনেন না৷ ৩৭. পিতা আমাকে যাহাদের দেন, তাহারা সকলে আমার নিকটে আসিবে৷ যে আমার নিকটে আসে, আমি তাহাকে কোনোমতেই বাহিরে ফেলিয়া দিব না, ৩৮. কারণ আমি আমার ইচ্ছামতো কাজ করিতে আসি নাই, বরং যিনি আমাকে পাঠাইয়াছেন তারই ইচ্ছামতো কাজ করিতে বেহেশত হইতে নামিয়া আসিয়াছি৷ ৩৯. যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার ইচ্ছা এই যে, যাহাদের তিনি আমাকে দিয়োছেন তাহাদের একজনকেও যেন আমি না হারাই বরং শেষ দিনে জীবিত করিয়া তুলি৷ ৪০. আমার পিতার ইচ্ছা এই পুত্রকে যে দেখে আর তাহার ওপর ঈমান আনে, সে যেন অনন্ত জীবন পায়৷ আর আমি তাহাকে শেষ দিনে জীবিত করিয়া তুলিব'৷
ঈসা মসিহ ইতিমধ্যেই গালিলিয়দেরকে বিনামূল্যে রহমতের রুটি দিয়েছিলেন৷ তারা তাকে উজ্জ্বল কর্তৃত্বের মধ্যে দেখেছিল৷ এরকম উপলব্ধি কোনো প্রত্যয় প্রতিপাদন করতে পারেনি অথবা তাদেরকে বিশ্বাসে এগিয়ে আনতে পারে নাই৷ তারা তখনো অনিশ্চিতের মধ্যে আন্দোলিত হচ্ছিল৷ তারা ঈসা মসিহের জন্য কৌতূহলী ছিল রুটির প্রভু হিসেবে, কিন্তু ব্যক্তি হিসেবে তার ওপর বিশ্বাস করতে দ্বিধাগ্রস্ত ছিল৷ তারা তাকে ধন্যবাদের সাথে গ্রহণ করেনি৷
ঈসা মসিহ তাদের কাছে তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার কারণ ঘোষণা করেছিল যেটা তিনি জেরুজালেমে থাকতে করেছিলেন৷ কেন অনেকে ঈসা মসিহের ওপর বিশ্বাস আনে না? যথেষ্ট আশ্চর্যের বিষয় হলো, ঈসা মসিহ স্পষ্ট করে বলেন না, 'এটা তোমাদের দোষ,' কিন্তু তাদেরকে পিতার বিষয়ে ইঙ্গিত করেন এবং তাদেরকে দেখান কীভাবে বেহেশতি ক্রিয়াকলাপের মতো বিশ্বাস গড়ে উঠে৷
ঈসা মসিহের ইচ্ছা নাই কৌশলে বা যুক্তিতর্ক দিয়ে কারোর ওপর জয়ী হতে; এটা খোদা যিনি তাকে পাপীদেরকে তার কাছে প্রদান করেন যেহেতু তিনি তাদের সত্য বিষয়গুলো জানেন এবং অনুতপ্ত ও পরিবর্তিত হতে তাদের প্রস্তুতির মাত্রাও কতটুকু তাও জানেন৷ কেবলমাত্র তারাই ঈসা মসিহের দিকে আকৃষ্ট হবে যারা রুহ দ্বারা চালিত হন৷ ঈসা মসিহ তাদের দ্বারা বিরক্ত হন না যারা মিথু্যক, ব্যভিচার এবং চোর যে পর্যন্ত না তারা তার কাছে প্রায়শ্চিতকারী হিসেবে আসে৷ তিনি কাউকে প্রত্যাখ্যান করেন না যারা তার নিকটে আসে, এমন কি তার শত্রুদেরকেও না৷ তিনি তাদের ওপর করুনা করেন এবং তাদেরকে মুক্তি প্রদান করেন৷
ঈসা মসিহ তাঁর নিজের জন্য বাঁচেননি, অথবা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা নিয়ে তাঁর পরিকল্পনা করেন না৷ তিনি তার পিতার ইচ্ছাকে পূর্ণ করতে নেমে এসেছিলেন এবং তার ভালোবাসার উদ্দেশ্যকে নিখুঁতভাবে সম্পাদন করেন এবং যারা রক্ষা পেতে ইচ্ছুক তাদেরকে রক্ষা করেন এবং সেই সমস্তবিশ্বাসীদের তার সঙ্গে রাখেন যারা তার সাথে থাকতে আগ্রহী৷ তার উদারতা এবং রক্ষা করার ক্ষমতোা মহত্৷ মৃতু্য অথবা শয়তান অথবা পাপ তাদেরকে কেড়ে নিতে পারে না যারা তার হাতের মধ্যে আছে৷ তার করুণার মধ্য দিয়ে বিচারের দিন তার অনুসারীদের পুরুরুত্থিত এবং অনন্ত জীবন দেবেন৷
ঈআপনি কি খোদার ইচ্ছা জানেন? তিনি চান আপনি তার পুত্রের দিকে দৃষ্টি দেন, তাকে জানেন এবং তার ওপর বিশ্বাস রাখেন৷ তিনি রুহ দ্বারা জন্মপ্রাপ্ত, রহমতো ও সত্যে পূর্ণ৷ এখন তিনি আপনাকে নাজাতদাতার সাথে যুক্ত করতে চান৷ সকল বিশ্বাসীদের সাথে যারা শাশ্বত চুক্তিতে আবদ্ধ যা পৃথক করা অসাধ্য; তার ফলে খোদার লক্ষ্য বা উদ্দেশ্য আপনার জন্য সিদ্ধ হবে৷ একজন বিশ্বাসী তাত্ক্ষণিকভাবে পাক-রুহ দ্বারা অনন্ত জীবন লাভ করে যা তার নশ্বর দেহের মধ্যে আসে৷ ঈসা মসিহের ওপর আপনার বিশ্বাস আপনার মধ্যে অনন্ত জীবনকে নিশ্চিত করে, এই জীবন ভালোবাসা, আনন্দ, শান্তি এবং নম্রতা প্রদর্শিত করে৷ খোদার জীবন আপনার মধ্যে চিরস্থায়ী৷ খোদার ইচ্ছার চূড়ান্ত পর্বটি হলো এই যে ঈসা মসিহ আপনাকে মৃতু্য থেকে পুনুরুত্থিত করবেন৷ এটা হলো বিশ্বাসীদের প্রধান আশা, তারপর আপনার জীবনের সর্বোচ্চ পরিণতি প্রকাশিত হবে যা পুত্রের মধ্য দিয়ে প্রদান করা হবে যা হলো তার পুত্রের মহিমা এবং তার প্রেমের দীপ্তি৷
প্রার্থনা: পিতা পুত্র এবং পাক-রুহ, আমরা আপনার এবাদত করি৷ আপনি আমাদের থেকে দূরে নন৷ কিন্তু আপনি আমাদের কাছে এসেছিলেন যখন মানুষেরা আপনাকে প্রত্যাখ্যান করেছিল৷ আপনি নিজেকে দেখাতে আমাদেরকে আলোকিত করেছেন এবং সত্যিকার রুটি হিসেবে আপনাকে গ্রহণ করেছি৷ আমাদেরকে প্রত্যাখ্যান না করার জন্য আমরা আপনাকে ধন্যবাদ দেই৷ আপনি আমাদের ক্ষুধার্ত আত্মাকে পরিতৃপ্ত করেছেন, এবং আপনি আমাদেরকে বেহেশতি সুখের জন্য পুনরুত্থিত করবেন, এবং অনন্ত সুখের প্রশংসা এনে দেবেন৷
প্রশ্ন: