Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 014 (Testimonies of the Baptist to Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
প্রথম অংশ - বেহেশতি নূর ঝলমল করছে (যোহন ১:১ - ৪:৫৪)
বি - ঈসা মসিহ তার সাহাবিদেরকে অনুতাপের গোলক থেকে মিলনের আনন্দের দিকে পরিচালনা করেন (যোহন ১:১৯ - ২:১২)

২. ঈসা মসিহ সম্পর্কে বাপ্তিস্মদাতার আরও বেশি আলোড়িত সাক্ষ্যসমূহ৷ (যোহন ১:২৯-৩৪)


যোহন ১:২৯-৩০
২৯ পরের ইয়াহিয়া ঈসা মসিহকে তাঁর নিজের দিকে আসিতে দেখিয়া বলিলেন, 'ওই দেখ, খোদার শেষ শিশু, যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন৷ ইনিই সেই লোক যাহার বিষয় আমি বলিয়াছিলাম, আমার পরে একজন আসিতেছেন, যিনি আমার চেয়ে মহান, কারণ, তিনি আমার অনেক আগে হইতেই আছেন'৷

যখন প্রতিনিধিরা জেরুজালেমে ফিরে গেলেন তারা বাপ্তিস্মদাতার ওপর নিদারুণ অবজ্ঞা প্রকাশ করেছিল৷ বাপ্তিস্মদাতা বিশ্বাস করতো এটা যে ঈসা মসিহ একজন সংস্কারক হয়ে আসবেন তার লোকদেরকে শোধন করতে, তার শস্য হইতে সুষ আলাদা করতে, ঈসা মসিহ একজন রাগী প্রভু যিনি কুড়াল হাতে লইয়া সকল জীর্ণ গাছকে কাটিয়া ফেলবেন৷ এমনিভাবে ঈসা মসিহের আগমন খোদার ক্রোধের দিবস হিসেবে ঘোষিত হইবে৷ যখন তিনি বলিলেন, 'ত্রাণকর্তা আমাদের মধ্যেই আছেন,' সাহাবিরা তাদের পুরানো গুনাহ্রে বিষয়ে চেতনা পেল৷ তারা আশা করেছিল, কোনো রকম সর্তকবার্তা ছাড়াই বজ্রপাতের মতোই তাদের উপর বিচার নেমে আসবে৷

ত্রিশ বছর বয়সী যুবক ঈসা মসিহ বাপ্তিস্মদাতার কাছে আসলেন এবং শান্তভাবে বাপ্তিস্ম নিতে চাইলেন৷ বাপ্তিস্মদাতাকে তার এই নীচ অবস্থা প্রচণ্ডভাবে আঘাত করলো, যে আগে থেকেই চেয়েছিল ঈসা মসিহের উচিত তাকে বাপ্তিস্ম দেওয়া এবং তার পাপ সকল ক্ষমা করা৷ ততসত্বেও ন্যায়পরায়ণতা পরিপূর্ণ করতে তাকে বাপ্তিস্ম দিতে চাপ দিলেন৷

অবিলম্বে যোহন উপলব্ধি করলো যে, সেই পবিত্রজন মানব জাতিকে ধ্বংস করতে আসেন নাই, কিন্তু তাদের গুনাহ্সমূহকে বহন করতে এসেছেন৷ তিনি মানবতার কারণে বাপ্তিস্ম নিতে সম্মত হলেন৷ প্রভুর আগমন খোদার গজব পূর্ণ করার জন্য ছিল না, এটা ছিল ক্ষমা এবং পুনর্মিলনের জন্য৷ যখন তিনি পুরাতন চুক্তিনামার প্রান্তে এসে দাঁড়ালেন, বাপ্তিস্মদাতা খোদার ভালোবাসার নতুন গভীরতা উপলব্ধি করতে পারলেন৷ এই আমুল পরিবর্তন তার ধারণাকে বৈপ্লবিক করে তুলেছিল৷ পরের দিন যখন ঈসা মসিহ হাজির হলেন, যোহন ঈসা মসিহের দিকে ইশারা করে বললেন 'দেখ এবং উপলব্ধি কর, তোমাদের চোখ খোল, ইনিই সেই!'৷ সেখানে কোনো বজ্রপাত হয়নি অথবা কোন ফেরেস্তাদের দলও আসেনি বরং সেই বাক্য সবার অভিজ্ঞতার জন্য পূর্ণ হলো৷ এই যুবক মানুষটি অনেক আগে থেকেই প্রত্যাশিত ছিল, সেইজন যিনি প্রভু নিজেই এবং যিনি দুনিয়ার আশা৷

যোহন চায়নি তাঁর চারপাশের মানুষেরা ত্রাণকর্তা সম্পর্কে তাদের পুরনো ধারণা ধরে রাখে, যা ছিল রাজনৈতিক বিজয় এবং সামরিক কৌশল৷ এই ছিল খোদার মেষশাবক যিহুদার কোনো প্রত্যাশিত সিংহ নয় যা ক্ষমতাশালী এবং জয়ী, কিন্তু তিনি ছিলেন নম্র ও কোমল৷

রুহে পরিপূর্ণ হয়ে যোহন ঘোষণা করলেন, 'এই ঈসা মসিহ দুনিয়ার পাপসমূহকে বহন করেন৷ তাকে খোদার মেষশাবক হিসেবে মনোনীত করা হয়েছে, পুরনো ধমর্ীয় উত্‍সবের প্রতীক হিসেবে৷ সব মানুষের জন্য তিনি বিকল্প হবার যোগ্য৷ তাঁর ভালোবাসা শক্তিশালী ও সক্রিয়৷ তিনি সেই পবিত্রজন এবং একইভাবে সবার পাপসমূহকে বহন করেন৷ 'তিনি ছিলেন নিষ্পাপ এবং আমাদের জন্য পাপ বহনে মসিহের মধ্যে খোদার ন্যায়পরায়ণতা দেখবার জন্য৷'

বাপ্তিস্মদাতার সাক্ষ্য সুসমাচরে শীর্ষ বিষয় ছিল, যা ছিল কিতাবুল মোকাদাসের মূল অংশ বা প্রাণকেন্দ্র৷ সে সচেতন ছিল যে ঈসা মসিহের গৌরব ছিল আমাদের জন্য তার দুঃখভোগ৷ ঈসা মসিহের উদ্ধার কর্ম হলো বিশ্বব্যাপী এবং সর্বব্যাপী, সমস্ত জাতীগোষ্ঠীর জন্য তা সে লাল, হলুদ, কালো, সাদা অথবা উজ্জ্বল, তা সে যেই হোক না কেন৷ এটা উজ্জ্বল-অনুজ্জ্বল ধনী-গরিব বয়স্ক এবং যুবক সবার জন্য, এটা অতীত বর্তমান এবং ভবিষ্যতের জন্য৷ তার মৃতু্য সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে৷ তার এই বিকল্প প্রায়শ্চিত্ত ছিল যথাযথ৷

মেষ শাবক হিসেবে আসার প্রথম দিন থেকেই তিনি দুষ্টদের কাজের ফলাফল ভোগ করেন, তিনি দুষ্টদের পরিত্যাগ করেননি অথবা গর্বকে ঘৃণার চেখে দেখেননি, কিন্তু তাদেরকে ভালোবেসে ছিলেন৷ তিনি তাদের দাসত্বের বন্ধন সম্পর্কে জানতেন এবং আমাদের জন্য মৃতু্যবরণ করতে প্রস্তুত ছিলেন৷

বাপ্তিস্মদাতা তার শ্রোতাদের কাছে এই কথা প্রচার করলেন যে, খোদার মেষশাবক তাদের ওপর থেকে খোদার গজব তুলে নিয়ে গেছেন৷ তিনি জীবন্ত কোরবানির মেষশাবক হিসেবে তাদের পরিবর্তে মৃতু্যবরণ করবেন৷ হয়তো যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বিস্মিত হয়েছিলেন যে, কী করে একজন মানুষ সবার দোষসমূহ বহন করতে পারেন৷ যোহনের কথাগুলো তাদের চোখ উম্মোচন করলো কিন্তু ক্রশের বিষয়টি তখনো তাদের কাছে পরিষ্কার ছিল না৷ ঈসা মসিহের মধ্যে খোদার পরিকল্পনা একটি আশ্চর্যজনক ঘটনার মধ্য দিয়ে পূর্ণ হতে যাচ্ছিল৷

আবারো বাপ্তিস্মদাতা পুনরাবৃত্তি করলো যে ঈসা মসিহ এই উদ্ধারকার্য সম্পন্ন করবেন, কারণ তিনি ছিলেন চিরন্তন প্রভূ, 'তিনি আমার থেকে ও মহত্‍ যিনি আমার আগে থেকেই ছিলেন৷ ঈসা মসিহের মহিমা ছিল বিশাল, কিন্তু সলিবের উপর তার ভালোবাসা তাঁর মহিমার মর্মস্থলকে প্রকাশিত করলো৷ প্রচারক স্বীকার করলো, 'আমরা তার মহিমা দেখেছি, তিনি তাঁর যন্ত্রণাময় সলিবের উপর ঝুলছিলেন এবং এইভাবে তাঁর ভালোবাসার মাত্রা প্রকাশিত হয় যা আমাদেরকে মুক্ত করে'৷

প্রার্থনা: ও খোদার পবিত্র মেষশাবক, যিনি পৃথিবীর পাপসমূহকে বহন করেন, আপনি আমাদের উপরে দয়া করেন৷ ওহ্ মনুষ্যদেহধারী খোদার শাশ্বত পুত্র, আমাদের পাপসমূহের জন্য লজ্জাবোধ করেননি, আমরা তোমার এবাদত করি, কারণ তুমি আমাদের ভালোবেসেছ এবং ক্রুশের উপর আমাদেরকে তোমার ভিতর সম্পন্ন করেছ৷ আমরা তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ দিই কারণ তুমি বিচারক হিসেবে আসনি কিন্তু মেষশাবক হয়ে এসেছ৷ আমরা তোমাকে বিশ্বাস করি কারণ তুমি আমাদের দুনিয়ার সমস্ত মানুষের পাপের প্রায়শ্চিত্ত বহন করেছে৷ আমাদেরকে জ্ঞান দাও অন্যদেরকে বলবার জন্য যে, তুমি তাদেরকেও মুক্ত করেছ৷

প্রশ্ন:

১৮. খোদার মেষশাবক বলতে কী বোঝায়?

www.Waters-of-Life.net

Page last modified on June 12, 2012, at 09:22 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)