Previous Lesson -- Next Lesson
২. উপরের ঘরে সাহাবিদের সাথে মসিহের দর্শন দান৷ (যোহন ২০:১৯-২৩)
যোহন ২০:২১
পরে ঈসা মসিহ আবার তাঁদের বললেন, 'আসসালামু আলাইকুম৷ পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি৷
মসিহ যখন পুনরায় বলেছেন, 'তোমাদের ওপর শানত্মি বর্শিত হোক' তখন তার মনে ছিল, তাদের পাপের প্রায়শ্চিত্ত শোধ দেয় এবং খোদার সাথে আমাদের পূণর্মিলন হয়েছে, তবে তারা শানত্মি প্রতিষ্ঠাকারী হিসেবে গুনাহগারদের কাছে উপস্থিত হবেন এ দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন৷ সলিবের মাধ্যমে সকলের পাপের প্রায়শ্চিত্ত পরিশোধ হয়েছে এ নতুন বাসত্মবতার উপলব্ধি অপরাধীদের মনে ৰমার নিশ্চয়তা জাগ্রত করে, আর বিচারের ভয়াবহতা থেকে বিশ্বাসীদের করেন উদ্বেগমুক্ত, তাছাড়া অভিশাপ মুক্তির নিশ্চয়তাও দান করে৷ মসিহ তাঁর সাহাবিদের প্রেরণ করেছেন গোটা বিশ্বে, গুনাহগারদের কাছে শানত্মির পয়গম ঘোষণার জন্য৷
খোদার রহমতে যারা নাজাত পেয়েছে তাদের হৃদয় হয়েছে পরিবর্তিত, তারা তাদের শত্রম্নদের ৰমা করে থাকেন, যেমন তাদেরও খোদা ৰমা করেছেন৷ তাদের সাথে দুর্ব্যবহার করা হলে তারা সহ্য করে থাকে, কিন্তু তারা কারো সাথে দুর্ব্যবহার করে না৷ তাই নিজের পরিম-লীতে তিনি বেহেশতি সুবাতাস ছড়িয়ে ফেলেন যেমন মসিহ বলেছেন, 'মোবারক তারা, যারা লোকদের জীবনে শানত্মি আনবার জন্য পরিশ্রম করে, কারণ আলস্নাহ তাদের নিজের সনত্মান বলে ডাকবেন' সুসমাচার প্রচারের উদ্দেশ্য এই নয় যে, সামাজিক পরিস্থিতির পরিবর্তন ঘটানো অথবা জাতিগণের মধ্যে বাহ্যিক সম্প্রতি প্রতিষ্ঠা করা, বরং বিশ্বাসীদের হৃদয়ের পরিবর্তন সাধন করা, কঠিন হৃদয় তথা পাষাণ হৃদয়ের পরিবর্তে কোমল হৃদয়ের পুনঃস্থাপন সাধন, হৃদয়ের পরিবর্তনের ফলে রাজনৈতিক পরিবর্তন হয়ে থাকে সাধিত৷
ঈসা মসিহ তার সাহাবিদের পরিচর্যার ভুমিকা তাঁর মনমতো করে শিখিয়েছেন৷ পিতা যেমন আমাকে প্রেরণ করেছেন, 'আমিও তোমাদের তেমনিই পাঠাচ্ছি' তাই জানতে হবে, পিতা কোন দায়িত্ব বা কিভাবে পুত্রকে প্রেরণ করেছেন? প্রথমতঃ পুত্র হিসেবে, দ্বিতীয়তঃ খোদার পিতৃত্বে মর্যাদা এবং কথায়, কাজে ও বাক্যে প্রার্থনার পবিত্রতার প্রকাশ৷ তৃতীয়তঃ মসিহ হলেন খোদার বাক্যের অধিকারি, এবং অননত্ম জীবনের উপচে পড়া মহব্বত৷ এ নীতিতে সুসমাচার প্রচারের নীতিমালা দেখতে পাই৷ মসিহের মৃতু্যর মাধ্যমে আমাদের খোদার পুত্রের অধিকার দান করেছেন, যাতে করে আমরা পুতপবিত্র জীবন যাপন করে চলতে পারি৷
মসিহিগণ মসিহের প্রতিনিধি, যাদের পবিত্র করা হয়েছে, করা হয়েছে ন্যায়বান, যেন তারা বেহেশতি পিতার প্রেম, মহিমা ও মূল সত্ত্বা প্রকাশ করতে পারে৷ তাদের প্রচারের সার্ববস্তু হলো এটাই, অর্থাত্ মসিহের মৃতু্যর মধ্য দিয়ে পিতা গোটা বিশ্ববাসিকে পুত্র কন্যারূপে বরণ করেছেন৷ কেবল সলিবের মধ্য দিয়ে এবং দত্তক পুত্র কন্যারূপে গ্রহণ করা হলো প্রধান শর্ত৷
মসিহের জন্ম হয়েছে সলিবে প্রাণ দেবার জন্য, একইভাবে তার অনুসারীগণ ত্যাগের জীবন যাপন করে চলতে পারেন৷ তারা বড়াই করে না, তবে সর্বশক্তিমানের সেবক হিসেবে বিবেচনা করেন এবং সমসত্ম লোকের সেবক হিসেবে নিজেদের ভাবেন৷ প্রভু তাদের মুক্ত করেছেন, মুক্ত করেছেন নীচুতা থেকে এবং সেবকের ভুমিকা পালন করেন যেমন তারা নিজেরা লাভ করেছেন অফুরনত্ম প্রেম ও সম্মান৷
প্রার্থনা: প্রভু মসিহ, তোমাকে ধন্যবাদ দেই, অযোগ্য হওয়া সত্ত্বেও তুমি আমাদের ডাক দিয়েছো৷ আমাদের চিনত্মা ধারার ও জীবনাচারণ তথা কাজ কর্মের মধ্য দিয়ে বেহেশতি পিতাও তোমার গৌরব প্রকাশ করার জন্য৷ আমাদের পাপ অপরাধ ৰমা করার জন্য জানাই তোমাকে ধন্যবাদ৷ আমাদের আলাদা করো যাতে তোমার শানত্মি অন্যের কাছে পৌছে দেবার জন্য, যাতে তারাও আলোকিত হতে পারে আর পবিত্রভাবে জীবন যাপন করতে পারে৷ জীবনত্ম প্রভু, তোমাকে ধন্যবাদ দেই৷ তোমার প্রেমের পুত্রের দ্বারা তুমি আমাদের উনি্নত করেছো৷ আমরা যেন ভালবাসতে পারি ও পারি ৰমা করতে, যেমন করম্নণাবসে তুমিও আমাদের ৰমা করেছো৷
প্রশ্ন: