Previous Lesson -- Next Lesson
২. উপরের ঘরে সাহাবিদের সাথে মসিহের দর্শন দান৷ (যোহন ২০:১৯-২৩)
যোহন ২০:২২
এই কথা বলে তিনি সাহাবিদের উপর ফুঁ দিয়ে বললেন, পাকরূহকে গ্রহণ কর৷
এই কথা বলে তিনি সাহাবিদের উপর ফুঁ দিয়ে বললেন, পাকরূহকে গ্রহণ কর৷ তোমরা যদি কারও গুনাহ মাফ কর, তবে তার গুনাহ মাফ করা হবে, আর যদি কারও গুনাহ মাফ না করো তবে তার গুনাহ মাফ করা হবে না৷
সম্ভবত মসিহের বাক্য শুনে সাহাবিগণ উদ্বিগ হয়ে পড়েছিলেন, কেননা মসিহ বলেছিলেন, 'পিতা যেমন আমাকে প্রেরণ করেছেন, তেমনি আমিও তোমাদের পাঠাচ্ছি৷' তাদের অবস্থান তখনও বন্ধ খাঁচার মধ্যে অর্থাত্ ভীতসন্ত্রস্থ অবস্থায়, গোপন কুঠুরিতে, ইহুদিদের ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে৷ তাদের মধ্যে কোনো সাহস অবশিষ্ট ছিল না, এবং পরিশেষে নিজেদের সম্পূর্ণ ব্যর্থতা তাদের কাছে ধরা পড়েছিল৷ তাই মসিহ তাদের মাথায় পাকরূহকে ফুকে দিলেন যেমন মাটির আদমকে খোদা প্রাণ বায়ু ফুকে দিয়েছিলেন, ফলে প্রজ্ঞা ও শক্তি লাভ করে জীবনত্ম মানুষে পরিণত হয়ে ওঠলেন৷ মসিহ সাহাবিদের মসত্মকে পাকরূহ ফুকে দেয়ার মাধ্যমে প্রমাণ করলেন তিনি খোদাই শক্তিতে ছিলেন পরিপূর্ণ৷ সাহাবিদের মধ্যে তিনি নতুন একটি জীবন প্রবাহ চালু করেছিলেন, প্রমাণ দিলেন যে, তাঁর রূহ এবং ৰমতা প্রাধিকার সাহাবিদের ওপর অর্পন করলেন৷ যার ফলে পিতার সুরত সাহাবিদের মাধ্যমে প্রকাশ লাভ করে৷
ঈসা মসিহের পরিকল্পনা অনুযায়ী সাহাবিগণ যখন পাকরূহের অভিষেক পেলেন, তখন লোকদের পাপের ৰমা পেলেন৷ তারা খোদার ৰমার কথা প্রকাশ করলেন আর যারা মসিহকে নাজাতদাতা হিসেবে বরণ করলেন, তাদের সকল প্রকার গুনাহ মাফ করা হলো, আর যারা মসিহকে নাজাতদাতা হিসেবে বিশ্বাস করলো না, তাদের পাপ থেকেই গেল৷ তাদের স্বীকারোক্তি অনুযায়ী মসিহের জামাতে সমাদৃত হলেন৷
মসিহ তাঁর সাহাবিদের ৰমা পাবার বার্তা ঘোষণা করতে প্রেরণ করেছেন, ৰমা করার ৰমতা নয়, কেননা একমাত্র খোদা ৰমা করে থাকেন৷
দুষ্ট লোকদের ঈসা মসিহ মধ্যে আপনাকে পাঠাতে চাচ্ছেন রাজদূত হিসেবে৷ আপনার মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চাচ্ছেন নাজাতকারী ৰমতা৷ আবেগ তাড়িত হয়ে প্রচার কাজে ছুটে যাবেন না, আপনার জ্ঞান ও ৰমতা অতীব সীমিত, কিন্তু প্রভুর সাথে যুক্ত থাকুন, যেমন প্রত্যেক রাজদূত রাজার সাথে অথবা প্রেসিডেন্টের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকে, তার কাছ থেকে নির্দেশনা গ্রহণ করেন এবং উক্ত নির্দেশনা প্রতিনিয়ত কার্যকর করেন৷ আপনি সাধারণ কোনো খোদাভক্ত ব্যক্তি নন বরং আপনি প্রভুর দাস৷ আপনার মধ্য দিয়ে তিনি গুনাহগার জগত মুক্তপাপ করতে চান৷ আজ যদি খোদার ডাক শুনতে পান তবে হৃদয় কঠিন না করে মন প্রাণ বিবেক খুলে দিন, যেন পাকরূহ মসিহের পৰে কথা বলার জন্য যোগ্য ও সত্সাহসী বিনয়ী ও জ্ঞানি করে তুলতে পারেন৷
প্রার্থনা: প্রভু মসিহ, আমার জীবনে, আমার গৃহে আপনার প্রবেশ লাভের জন্য যোগ্য নই৷ তবুও তুমি আমার সাথে কথা বলেছো, পাকরূহ দিয়ে অভিষেক দিয়েছো, পুনজর্ীবিত করে তুলেছো৷ তোমার পৰে সাখ্য বহন করার জন্য আমাকে প্রেরণ করেছো, যেন অজানা লোকদের কাছে তোমার ৰমার বিষয়ে সাখ্য প্রদান করতে পারি৷ তোমাকে ধন্যবাদের আরও কারণ হলো আমার দুর্বলতায় তোমার শক্তি কার্যকর হয়ে থাকে৷ ভ-ামিমুক্ত বিণয়ী জীবন যাপন করার তৌফিক আমাকে দান করো৷ আমার মধ্যে সকল স্বার্থপরতার চিনত্মা থেকে মুক্ত করো যেন সদাসর্বদা আমার জীবন তোমার সাথে যুক্ত থাকে৷ ফলে তোমার শানত্মি অশানত্ম লোকদের কাছে পৌছে যাবে৷
প্রশ্ন: