Previous Lesson -- Next Lesson
গ) ঈসা মসিহ মগদলীনী মরিয়মের কাছে দেখা দেন (যোহন ২০:১১-১৮)
ইউহোন্না ২০:১৭-১৮
ঈসা মসিহ মরিয়মকে বললেন, 'আমাকে ধরে রেখো না, কারণ আমি এখনও ওপরে পিতার কাছে যাই নি৷ তুমি বরং ভাইরেদ কাছে গিয়ে বল, যিনি আমার ও তোমাদের পিতা, যিনি আমার ও তোমাদের আলস্নাহ, আমি ওপরে তাঁর কাছে যাচ্ছি৷' তখন মগদলীনী মরিয়ম সাহাবিদের কাছে সংবাদ দিলেন, তিনি ঈসা মসিহকে দেখেছেন আর ঈসা মসিহই তাঁকে এই সব কথা বলেছেন৷
মরিয়ম ঈসা মসিহের পায়ের কাছে শ্রদ্ধাবনত হলেন৷ তার পায়ে চুমু খেতে এবং তাঁকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন৷ এবং তাকে এমনভাবে ধরবেন যাতে আর কখনো ছাড়তে না হয়৷ তাকে স্পর্শ করতে মসিহ আপত্তি জানালেন, কেননা তার মহব্বত হলো রম্নহানি মহব্বত৷ মসিহ তাঁর বাণী এবং উপস্থিতি দেখালেন, যাতে করে তার ঈমানের প্রবৃদ্ধি লাভ হয়, দৃঢ় হয়, বুঝতে পারে ত্রিত্ত্বপাকের রহস্য৷
মরিয়মের সাথে এ আলোচনা ঘটেছিলো সাহাবিদের সাথে তাঁর বিদায়ী ভাষণের কিছু দিন পূর্বে৷ তাকে স্পর্শ করা বা ধরে রাখায় তার সাথে পার্থিব সংযোগ হতো, কিন্তু রম্নহানীভাবে আমরা যুক্ত হতে পারি এ বিষয়ে স্পষ্ট ধারণা তিনি উত্পন্ন করতে চাচ্ছেন৷ মসিহ তাকে বললেন, মৃতু্যর পরে তিনি আর পৃথিবীতে থাকবেন না, তাঁর উপস্থিতি ৰণস্থায়ী, কেননা তাঁর গনত্মব্য হলো বেহেশত৷ উধর্্বমুখী বেহেশতি পিতার কাছে ফিরে যাওয়া তার একমাত্র লৰ্য৷ ঈসা মসিহের আত্ম কোরবানি দানের মধ্য দিয়ে খোদার কাছে ফিরে যাবার পথ খুলে গেল৷ এই মহা ইমাম জীবনত্ম রক্তের মুল্যে পূতপবিত্র সর্বশক্তিমানের কাছে কোরবানী দিলেন৷ মরিয়মের কাছে তিনি বলছিলেন, 'আমাকে জড়িয়ে ধরো না, কেননা আমাকে ধার্মিকতার পূর্ণতা দিতে হবে; আমাকে তোমাদের পৰে মধ্যস্থতা করতে হবে, পূর্ণতা হবে রম্নহানি শক্তির ফলে৷' তার বক্তব্যে প্রকাশ পেয়েছে, তিনি কেবল মরিয়মের জন্যই মুক্তিদাতার ভূমিকা পালন করছেন না, বরং গোটা মানবজাতির জন্য, 'তুমি ফিরে গিয়ে সাহাবিদের জ্ঞাত কর, আমার পুনরম্নত্থান, উদ্দেশ্য এবং অসত্মিত্বের বিষয়ে৷
মরিয়মের কাছে প্রদত্ত এ বার্তার দ্বারা সকল সাহাবিদের তিনি স্বানত্মনা দান করলেন৷ তিনি তাদের ভাই বলে সম্বোধন করলেন৷ কারণ তার সলিব, পুনরম্নত্থান এবং অননত্ম জীবনে বিশ্বাস স্থাপনের ফলে আমরা তাঁর ভাই-বোনে পরিণত হতে পেরেছি৷ নাজাত সুসম্পন্ন হয়ে গেছে আর আমরা দত্তক পুত্রে অধিকারে প্রতিষ্ঠিত হয়ে গেছি৷ ঐশি সনত্মান হবার চুক্তি, আমাদের হয়ে তিনি রক্তের মুল্যে সই করেছেন৷ মৌখিকভাবে যে বার্তা সাহাবিদের কাছে মরিয়ম বলেছিলেন তার সারবস্তু ও মর্মকথা কি ছিল; প্রথমত ঃ তিনি জীবিত৷ মরিয়মের সাথে তার সাৰাত হলো ঐতিহাসিক সত্য ঘটনা৷ দ্বিতীয়তঃ তার পিতা আমাদের পিতা; মসিহ প্রতিজ্ঞা করেছেন, তিনি আমাদের পিতার সাথে স্থায়ী সম্পর্কের মধ্যে প্রতিজ্ঞা করেছেন৷ দূরের কোনো অজানা খোদার পরিচয় তুলে ধরেন নি, যিনি মহাশক্তিধর এবং একজন বিচারক, বরং স্নেহময়ী পিতা যিনি নিকটে থাকেন এবং স্নেহ করেন৷ তিনি কেবল মসিহেরই পিতা নন, তিনি সকলের পিতা৷ 'তিনি পিতাকে সম্বোধন করেছেন, 'আমার খোদা' বলে যিনি তার সর্বেসর্বা৷ পিতার আজ্ঞায় তিনি বিশ্বসত্ম ছিলেন, পাপের ভার বহন করতে গিয়ে পবিত্র পিতার থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও তিনি ছিলেন আস্থাবান৷ ইতোপূর্বে ঘটে যাওয়া আমাদের পাপের জন্য তিনি আমাদের আর শত্রম্ন ভাবেন না৷ অধিকন্তু তিনি আমাদের মহব্বত করেন, তিনি সলিবে পাপের প্রায়শ্চিত্ত পরিশোধের মাধ্যমে আমাদের ৰমা করেছেন৷ তিনি যেমন পিতার সাথে যুক্ত জীবন যাপন করেন, আমাদের ৰেত্রেও তিনি চাচ্ছেন, ত্রিত্ত্বপাকের সাথে যুক্ত থাকি, ফলে তিনি আমাদের মাধ্যমে ঐশি মহব্বত ও পাকরূহকে প্রবাহিত করতে পারেন৷
মৃতু্যর ওপর বিজয়ের পরে মরিয়মের সাথে প্রথম সাৰাত করেন এবং তার মাধ্যমে পরিপূর্ণ সহভাগিতার কথা ঘোষণা করেন৷ তিনি ছিলেন বাধ্যগত, তিনি তাঁর পাদপ্রানত্মে ভক্তি প্রদান করেন এবং দ্রম্নত ছুটে গিয়েছিলেন সাহাবিদের কাছে সাখ্য দান করার জন্য, কেবল রহমতের দ্বারা তার ভ্রাতৃত্ত্বের বাধনে সকলে যুক্ত এবং খোদার সাথে স্থাপিত হয়েছে পিতৃত্বের বাঁধন৷ এ বার্তা যেন ঢোলসহরতের মতো ঘোষনা, শোকার্ত হৃদয় আজকে ভরে দেয় সে আনন্দে৷ খোদার সাথে যুক্ত ও গৃহীত হবার আনন্দ আপনার হৃদয়কে কি জাগ্রত করে? মরিয়মের কাছে ঘোষিত মসিরেহ পুনরম্নত্থানের বিজয়ী বার্তা আপনি কি বিশ্বাস করেন?
প্রার্থনা: প্রভু মসিহ, আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি৷ আপনি মৃতু্য থেকে হয়েছেন পুনরম্নত্থিত৷ রয়েছেন আমাদের সাথে উপস্থিত৷ আমাদের ভ্রাতা বলে সম্বোধন করেছেন৷ আপনার সাথে আনত্মরিক সম্পর্কে বসবাস করব সে অধিকার আমাদের নেই৷ আমাদের পাপ অপরাধ ৰমা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই৷ আপনার আনন্দের বার্তাবাহক যেন হতে পারি এবং সকলের কাছে সে বার্তা পৌছে দিতে পারি সে তৌফিক আমাদের দান করম্নন৷
প্রাশ্ন: