Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 102 (Jesus intercedes for his apostles)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্খন্ড ৩ - সাহাবিদের প্রত্যেকের মধ্যে নূর জ্বলিতেছে (যোহন ১১:৫৫ - ১৭:২৬)
ই. ঈসার মধ্যস্থতা মূলক প্রার্থনা (যোহন ১৭:১-২৬)

৩. ঈসা মসিহ তার প্রেরিতদের জন্য মধ্যস্থতা করলেন (যোহন ১৭:৬-১৯)


যোহন ১৭:৯-১০
৯. আমি দুনিয়ার জন্য অনুরোধ করিতেছি না, কিন্তু যাহাদের তুমি আমার হাতে দিয়াছ তাহাদের জন্য অনুরোধ করিতেছি, কারণ তাহারা তো তোমারই৷ ১০. যাহা কিছু আমার তাহা সমস্তই তোমার, আর যাহা কিছু তোমার তাহা সমস্তই আমার৷ তাহাদের মধ্য দিয়া আমার মহিমা প্রকাশিত হইয়াছে৷

যারা পিতা খোদার উপর ঈমান এনেছিল ঈসা মসিহের প্রার্থনা তাদের সবার জন্যই ছিল যা চিরকালের জন্য পুত্রের সাথে একাত্বতার মধ্যেই ছিল৷ ঈসা মসিহ এখানে গোটা দুনিয়ার জন্য আসেননি কারণ মানবজাতি প্রভূর রূহকে প্রত্যাখ্যান করেছিল এবং বিচারকে বেছে নিয়েছিল৷ যে ভালোবাসা ঈসা মসিহ দেখিয়েছিলেন তা সাহাবি এবং খোদার মনোনীতদের জন্য ছিল৷ মসিহিয়াত বিশ্বব্যাপী সকল মানুসের জন্য ছিল না কারণ সাহাবি বৈশিষ্টপূর্ণ এবং মনোনীত লোকদের নিয়ে গঠিত ছিল যা ঈসা মসিহের মৃতু্যর প্রথম ফলস্বরূপ ছিল৷

ঈসা মসিহ নিজের সম্পর্কে বিশেষ কোন দাবী করেননি কিন্তু তিনি বারংবার পিতার বিশেষ অধিকারের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন যা পিতা তার কাছে প্রদান করেছিলেন৷ পুত্র নম্র ছিল এবং নিজেকে প্রার্থনার মধ্যে পিতার কাছে সমর্পণ করেছিল৷

ঈসা মসিহ স্বীকার করেছিলেন যে তিনি তাদের মাধ্যে গৌরবান্বিত হয়েছিলেন যারা তার উপর ঈমান এনেছিল৷ অথচ আমরা সমালোচনা করি যে আমাদের সাহাবিগুলি দূর্বল৷ পিতা আমাদেরকে সলিবের আলোকে দেখেন৷ তিনি বিশ্বাসীদের ভিতর পুত্রের মধ্য দিয়ে তার রূহ ঢেলে দিয়েছিলেন৷ ঈসা মসিহ বিফলে মৃতু্যবরণ করেননি কিন্তু পাকরূহ অনেক ফল বয়ে আনে৷ তাই প্রত্যেক পুনরজন্ম প্রাপ্ত ব্যক্তি ঈসা মসিহের জন্য গৌরব বয়ে আনে৷

যোহন ১৭:১১
১১. আমি আর এই দুনিয়াতে নাই, কিন্তু তাহারা ত এই দুনিয়াতে আছে, আর আমি তোমার নিকটে আসিতেছি৷ পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়াছ সেই নামের গুনে ইহাদের রক্ষা কর, যেন আমরা যেমন এক, ইহারাও তেমনি এক হইতে পারে৷

ঈসা মসিহ তার পিতার কাছে ফিরে যাচ্ছিলেন এবং যা হতে যাচ্ছিল সে ব্যাপারে নিশ্চিত করলেন৷ এমনকি যদিও বিশ্বাস ঘাতকটি একদল সৈন্য নিয়ে তাকে ফাঁদে ফেলতে এগোচ্ছিল৷ ঈসা মসিহ মৃতু্যর পরে তার পিতার মহিমা দেখতে পেয়েছিলেন এবং ভবিষ্যত বাণী করেছিলেন, "আমি আর বেশিদিন দুনিয়াতে নেই", যদিও তিনি তখনও দুনিয়াতে ছিলেন৷

ঈসা মসিহ দুনিয়াকে একটি প্রশস্থ নদী হিসাবে বিবেচনা করতেন যার পানি তীব্র বেগে বইতো, মাঝে মাঝে যেটা অনেক উপর থেকে জলপ্রপাতের মত দেখাতো৷ ঈসা মসিহ স্রোতের বিপরীতে চলছিলেন৷ তিনি জানতে তার সাহাবিরা মন্দকে বাঁধা দিতে শক্তি খুঁজে পাবে না৷ তাই তিনি তার পিতার কাছে তার প্রিয়জনদের তার নামের নিমিত্তে ধরে রাখতে মিনতি করেছিলেন৷

তার প্রার্থনায় ঈসা মসিহ একটি অদ্বিতীয় উক্তি ব্যবহার করেছিলেন তাহলো "ও পবিত্র পিতা"৷ এই দুনিয়ার প্রচণ্ড মন্দতার সামনে পুত্র পিতার পবিত্রতা নিন্দাহীনতা এবং দোষহীনতার সাক্ষ্য দিয়েছিলেন৷ পিতা খোদা হলেন বিশুদ্ধ এবং পবিত্র৷ তার পবিত্রতা হলো তার ভালোবাসার পোষাক, যেখানে তার মহিমা ভালোবাসার দিপ্তীর মধ্যে প্রর্দশিত হয়৷

তাই খোদার পবিত্র নাম একটি আশ্রয়স্থল যেখানে সাহাবিরা প্রলোভনকারীর কর্তৃত্বের হাত থেকে আশ্রয় নিতে পারে৷ যে কেউ ঈসা মসিহের মধ্যে বাস করে সে পিতার মধ্যে বাস করে৷ যে কেউ পুত্রের সঙ্গে থাকে সে পিতার সঙ্গে থাকে৷ খোদার পিতৃত্ব তার সন্তানদের এই প্রতিশ্রুতি দেয় যে তিনি তাদেরকে তার সুরক্ষার মধ্যে রাখবেন৷ শয়তান তাদেরকে পিতার হাত থেকে ছিনিয়ে নিতে পারে না৷

যে শর্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করে সেটা হলো তারা যেন ঘৃণা এবং কলুষতার মধ্যে বাস না করে কিন্তু প্রতিদিন একে অপরকে ক্ষমা করে৷ ভালোবাসা মানুষের মধ্যে জন্মগতভাবে আসে না কিন্তু যে কেউ পবিত্র ত্রিত্বের ভালোবাসার মধ্যে থাকে সে অপরের জন্য শক্তি, ভালোবাসা এবং ধৈয্য পেয়ে থাকে৷ ঈসা মসিহ তার পিতার কাছে আমাদেরকে তার সহভাগীতার মধ্যে রাখতে মিনতি করেছিলেন৷ যাতে করে তারা সব সময় তার সাথে থাকতে পারে যেমন পুত্রও পিতার সাথে এক৷ এই কথা কোন ধমৃমতের বিশেস্নষণ নয় অথবা তাত্তি্ব বর্ণনা নয় খোদার সাথে আমাদের সম্পর্ক নির্ভর করে বরং সেটাছিল ৷ ঈসা মসিহের বিদায়কালীন অনুরোধ যার উত্তর পিতা দিয়েছিলেন আমাদের বিশ্বাস উদ্ধত অথবা অস্পষ্ট নয়, এটা হলো ঈসা মসিহের প্রার্থনার ফল এবং আমাদের জন্য তার ভোগান্তি৷

যোহন ১৭:১২-১৩
১২. আমি যতদিন তাদের সঙ্গে ছিলাম, ততদিন তোমার যে নাম তুমি আমাদেক দিয়াছ, সেই নামের গুনে আমি তাহাদের রক্ষা করিয়া আসিয়াছি৷ আমি তাহাদের পাহারা দিয়াছি, তাহাদের মধ্যে কেহই বিনষ্ট হয় নাই৷ কেবল যে দোজখী ছিল সে-ই বিনষ্ট হইয়াছে, যেন পাক-কিতাবের কথা পূর্ণ হয়৷ ১৩. এখন আমি তোমাদের নিকটে আসিতেছি, আর আমার আনন্দে যেন তাহাদের অন্তর পূর্ণ হয়, সেই জন্য দুনিয়াতে থাকিতেই এই সমস্ত কথা বলিতেছি৷

ধৈয্য এবং বিচক্ষনতার সাথে ঈসা মসিহ তার সাহাবিদেরকে শয়তানের প্রলোভন থেকে দুরে রেখেছিলেন, তাদের ভিন্ন চরিত্র থাকা সত্বেও৷ তিনি পিতরকে বলেছিলেন, 'শয়তান তোমাদেরকে আকড়িয়ে ধরতে চায়, কিন্তু আমি তোমাদের জন্য প্রার্থনা করেছি যেন তোমাদের বিশ্বাস ব্যর্থতায় পর্যবসিত না হয়'৷ তাই আমাদের বিশ্বাস টিকে থাকে তার মধ্যস্থতার জন্য এবং একমাত্র রহমতের মধ্য দিয়ে আমরা রক্ষা পাই৷

এই সমর্থতা তার অনুসারী এহুদার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয় কারন সে ধ্বংসের রূহের কাছে নিজেকে সর্মপন করে এবং সত্যের রূহকে বাঁধা দেয়৷ সে সর্বনাশের সন্তান হিসেবে পরিনত হয়৷ আমাদের বেহেস্তি পিতা কাউকেই তাকে গ্রহন করতে বাধ্য করেন না৷ তিনি জানেন মানুষের হৃদয়ে কি আছে এবং আগে থেকেই কি ঘটবে তা জানেন৷ তাই হাজার বছর আগে তৌরাতে এহুদার বিশ্বাসঘাতকতা লিপিবদ্ধ আছে৷ তত্‍সত্ত্বেও ঈসা মসিহকে প্রত্যাখ্যান করার জন্য এহুদা দায়ী৷ আমাদের শক্তিমান খোদা কোন একনায়ক নন কিন্তু তিনি বিচক্ষণ পিতা, তার ভালোবাসার বৈশিষ্ট হলো মানুষের কাছে তার স্বাধীনতার দান৷ ঠিক যেমন পিতারা তাদের প্রাপ্ত বয়স্ক সন্তানদের স্বাধীনতা দেয়৷

ঈসা মসিহ অন্ধকারের মধ্যে পিতার কাছে যাবার পথকে আলোকিত দেখেছিলেন৷ শয়তান, পাপ অথবা মৃতু্য কিছুই তাকে খোদার কাছে ফিরে যেতে নিবৃত্ত করতে পারেনি৷ পুত্র চিরকাল পবিত্র ছিলেন এবং এই কারণে তিনি আনন্দে পূর্ণ ছিলেন৷ পাপ তার চেতনাকে নষ্ট করতে পারেনি৷ ভীতি তার প্রার্থনাকে মস্নান করতে পারেনি৷ পুত্র স্বাধীন ছিল এবং তার পিতা দ্বারা সুরক্ষিত ছিল যে সব সময় অনুগত ছিল৷ আমাদের খোদা হলেন আনন্দ ও হাসি খুশির প্রভূ্ ঈসা মসিহ তার পিতার বেহেস্তি আনন্দকে আগেই দেখতে পেয়েছিলেন তার সাহাবিদের হৃদয়ে তা পরিব্যাপ্ত করতে৷ ঈসা মসিহ তার অনুসারীদের দুঃখিত দেখতে চাননি বরং চেয়েছিলেন তারা আনন্দে পরিপূর্ণ থাকুক যাতে করে বেহেস্তের আনন্দ তারা পেতে, পারে এই অন্ধকার এবং হতাশার দুনিয়ার মধ্যে থাকা সত্ত্বেও৷

প্রার্থনা: প্রভূ ঈসা মসিহ আমাদের জন্য পিতার সাথে মধ্যস্থতা করার কারণে তোমাকে ধন্যবাদ দেই৷ আমরা তোমার প্রশংসা করি কারণ তুমি আমাদেরকে বিশ্বাসের মধ্যে রেখেছ এবং আমাদের জন্য মিনতি করেছ৷ আমরা তোমার এবাদত করি আমাদের মধ্যে তোমার সন্তুষ্টির জন্য৷ তোমার উপস্থিতি এবং পিতার রূহ আধ্যাত্মিকভাবে আমাদের জীবনকে সম্পদশালী করে এবং অনন্ত আর্শিবাদ দেয়৷ আমাদের জন্য তোমার প্রার্থনার কারনে আমরা তোমাকে ধন্যবাদ দেই৷ আমরা তোমার মধ্যস্থতার মধ্য দিয়ে বেঁচে থাকি৷

প্রশ্ন:

১০৬. পিতার নামের মধ্যে আমাদের নিরাপত্তা কি বৈশিষ্ট বহন করে?

www.Waters-of-Life.net

Page last modified on July 25, 2012, at 09:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)