Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- Romans - 011 (The Righteousness of God)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian-- Azeri-- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

রোমীয়দের - প্রভুই আমাদের ধার্মিকতা
রোমীয়দের কাছে হযরত পৌলের লেখা পত্রের ওপর পর্যালোচনা
প্রথম খন্ড - খোদার ধার্মিকতা সকল পাপীকে দোষী সাব্যস্থ করে, আর মসিহের ওপর বিশ্বাসিদের ন্যায়বান ও আলাদা করে (রোমীয় ১:১৮ - ৮:৩৯)
ক - গোটা বিশ্ব দুষ্টচক্রের প্রভাবে পড়ে আছে, হচ্ছে পরিচালিত, খোদা তাঁর ধার্মিকতার আলোকে তাদের বিচার করবেন (রোমীয় ১:১৮ - ৩:২০)

১. জাতির বিরুদ্ধে খোদার গজব প্রকাশিত হয়েছে (রোমীয় ১:১৮-২১)


রোমীয় ১:২২-২৩
২২ যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে তবুও আসলে তারা মুর্খই হয়েছে৷ ২৩ চিরস্থায়ী, মহিমাপূর্ণ আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখী, পশু ও বুকে-হাঁটা প্রাণীর মূর্তির পূজা করেছে৷

মরণশীল মানুষ খোদা ব্যতিত বাঁচতে পারে না৷ যদি তার হৃদয়ে খোদার ওপর বিশ্বাস না থাকে তবে সে অন্যান্য দেবতাদের প্রতি অনুরক্ত হয়ে পড়বে, কেননা মানুষ সৃষ্টি হয়েছে বিশ্বাসপ্রবণ হিসেবে৷ শিক্ষিত অশিক্ষিত সকল নাস্তিকের নিজস্ব পূজ্য দেবা বা বস্তু রয়েছে৷ যা নিয়ে তারা মূল্যায়ন করে যেমন প্রেম, গৌরব, নিবেদন তথা নিজেদের জীবন করে সমর্পণ উক্ত বস্তুর জন্য৷ জনতা নেতাকে দেবত্বজ্ঞানে ভক্তি করে, ভাবে তেমন করা হলে তাদের সাফল্যপ্রাপ্তি ঘটবে৷ প্রত্যেকে ধনদৌলত জমা করে, অর্থের পাহাড় গড়ে তোলে নিজেদর আরাম আয়েসের নিশ্চয়তা বিধানকল্পে৷ শিক্ষিত লোকজন তাদের শুন্য দর্শন ও বই পুস্তকের মধ্যে নিজেদের ডুবিয়ে রাখে, ভাবে তারা অনেক কিছুই জানে, আসলে তারা গুনাহগার ছাড়া আর কিছুই নয়৷ রাজনৈতিক নেতা সঠিক দিক দিয়ে সাফল্য প্রত্যাশা করে, তা অর্জনে যতই মুল্য দিতে হোক না কেন৷ ছাত্র-ছাত্রীরা কৃষ্টিকালচার প্রসার করার দিকে ঝুকে থাকে আর সকল মেধা খরচ করে বিপ্লব ঘটাতে৷ প্রত্যেকের ওপর ভয় কাজ করে, কেননা খোদার শান্তি তাদের হৃদয়ে দৃঢ়মূল হয়ে ওঠে নি৷

কিছু কিছু ট্যাক্সি চালক তাদের গাড়ির আয়নার সাথে নীল রংয়ের তাসবিহ রাখে, ভাবে উক্ত তাসবিহ মন্দ আত্মার কবল থেকে তাদের রক্ষা করবে৷ ফলে খোদার মহাপরাক্রান্ত শক্তি যা তাদের রক্ষা করবে ক্ষমতা রাখে তা তারা অস্বীকার করে বসে৷ কোনো কোনো পরিব্রাজক তাবিজ বাধে, এর পিছনেও প্রধান কারণ হলো এগুলো তাদের সুরক্ষা করবে৷ বহুলোক হস্তবিসারদ ও ভাগ্য গণনাকারীদের পিছনে ছুটতে থাকে৷ তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কখন যে তাদের ডাক পড়বে মন্দ আত্মার বাহক গণনাকারীর কাছে৷ মানুষ লক্ষকোটি বার প্রথম শরীয়তের বিরুদ্ধে গুনাহ করে নিত্যদিন৷ খোদা যেক্ষেত্রে বলেছেন, 'আমিই প্রভু, তোমার খোদা, আমরা ভিন্ন তোমার অন্য কোনো দেবতা থাকতে পারবে না৷'

খোদার গৌরব ও সত্যের কাচে বিশ্ব আজ অন্ধ হয়ে পড়েছে৷ মানুষগুলো মরীচিকার পিছনে নিয়ত ছুটে চলছে, হচ্ছে ধ্বংস, হচ্ছে হতাশ, কামনা করছে তাদের শুন্য হৃদয় ভরে তুলবে প্রশান্তি, প্রত্যাশার পরিপূর্ণতায় অনেকেই হতাশা ও নেতিবাচক ধারণার ন্বিশেষিত হচ্ছে৷

নভোচারী, চিত্র তারকা ও রাজনীতিবিদদের কেচ্ছা কাহিনী শোনার জন্য মানুষ বড়ই উদগ্রীব থাকে, অথচ খোদার কালামের প্রতি ও তাঁর আজ্ঞায় জীবন যাপন করার কোনো আগ্রহ পায় না৷ তারা যুদ্ধে একে অন্যকে ধ্বংস করে ফেলে, আর নিজেরাও ধ্বংস হয় মহান স্রষ্ঠা মাবুদকে অস্বীকার করার কারণে৷

নিজেকে পরীক্ষা করুন! আপনি কি নিজেকে মহব্বত করেন? অথবা অন্য কাউকে? যতোটা খোদাকে মহব্বত করা উচিত্‍ তার চেয়ে নিজেকে, অন্য কাউকে অথবা অন্য কোনো কিছু অধিক মহব্বত করেন কি? আপনার গাড়ির ইঞ্জিনের ওপর কি আপনি নির্ভর করেন? আপনার চেহারার প্রতি কি আপনি মুন্ধ? লোকদের মধ্য থেকে আপনি কি মধ্যস্থতাকারী খুঁজে ফিরছেন? আপনার সকল প্রকার পার্থিব আকর্ষণ কেবল খোদাকেই খাঁটো করে তোলে৷ তাই আপনার প্রভু খোদাকে সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে ভালোবাসুন, দেখবেন, আপনার অন্যান্য প্রভু ভক্তি, স্বার্থপরতা আপনার হৃদয় থেকে উবে গেছে, আর খোদার মহিমা গৌরব ও তাঁর সঠিক সাহায্য আপনার মধ্য দিয়ে দেদীপ্যমান হয়ে উঠছে৷

প্রার্থনা: হে পিতা, তুমি তোমার সুরতে আমাদের সৃষ্টি করেছো৷ সেজন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই, আর তুমি তোমার মুল সত্ত্বা তোমার পুত্রের মাধ্যমে প্রকাশ করেছো বিধায় আমরা তোমাকে জানতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি৷ অনুগ্রহ পূর্বক সকলের কাছে তোমার প্রেমের প্রকাশ ঘটাও, ফলে জগত থেকে অবিশ্বাস উবে যাবে, ফলে তোমার পিতৃত্ত্বের পরিচয় ও বৈশিষ্ট মানুষের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে৷ আমাদের হৃদয়ে যদি অন্য কোনো প্রতিমার স্থান বাসা বেধে থাকে তবে আমাদের ক্ষমা করো এবং আমাদের চিন্তা-চেতনার মধ্য থেকে ওগুলো পরিষ্কার করে দাও, ফলে তোমার পুত্র আমাদের মধ্যে চিরকাল রাজত্ব করবে৷

প্রশ্ন:

১৫. একজন নাস্তিক কোন প্রয়োজনে জাগতিক প্রভুর সাহায্য নিয়ে থাকে?

www.Waters-of-Life.net

Page last modified on February 25, 2014, at 12:31 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)