Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 082 (The traitor exposed and disconcerted)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্খন্ড ৩ - সাহাবিদের প্রত্যেকের মধ্যে নূর জ্বলিতেছে (যোহন ১১:৫৫ - ১৭:২৬)
বি - প্রভুর ভোজের আগের ঘটনা (যোহন ১৩:১-৩৮)

২. বিশ্বাসঘাতকটি প্রকাশিত হয়ে পড়লো এবং অপ্রতিভ হলো (যোহন ১৩:১৮-৩২)


যোহন ১৩:১৮-১৯
১৮. 'আমি তোমাদের সকলের কথা বলিতেছি না৷ আমি যাহাদের বাছিয়া লইয়াছি, তাহাদের ত আমি জানি৷ কিন্তু পাক-কিতাবের এই কথা পূর্ণ হইতেই হইবে 'আমার সঙ্গে যে রুটি খাইতেছে, সে আমার বিরুদ্ধে পা উঠাইয়াছে৷' ১৯. ইহা ঘটিবার আগেই আমি তোমাদের বলিতেছি, যেন ঘটিলে পর তোমরা বিশ্বাস করিতে পার যে, আমি তিনি৷

এহুদা দূঃখদায়কভাবে জীবন যাপন করতো, নম্রতা এবং সেবা করতে ভালোবাসত না৷ সে বিশৃঙ্খলা, কর্তৃত্ব এবং বিশ্বাস ঘাতকতা পছন্দ করতো৷ সে প্রতারণার মধ্য দিয়ে ঈসা মসিহের ওপর কর্তৃত্ব করতে চেয়েছিল, সে হৃদয় থেকে ঈসা মসিহের বিরুদ্ধে ছিল এবং তাকে পদ-দলিত করতে চেয়েছিল৷ ভালোবাসা কি তা সে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল এবং দাম্ভিক ছিল অথচ ঈসা মসিহ নিজেকে বিনম্র করেছে৷ এহুদা চেয়েছিল একগুয়েমি, কর্তৃত্ব এবং বিশৃঙ্খলা, অথচ ঈসা মসিহ চেয়েছিলেন নম্র এবং একনিষ্ঠ সেবক হতে৷

ঈসা মসিহ তার সাহাবিদেরকে বিশ্বাসঘাতকতার সময়ের বিষয় প্রস্তুত করছিলেন যাতে করে তারা তার প্রভুুূত্বের ওপর সন্দেহ পোষণ না করে এমন কি যদিও তিনি অইহুদিদের কাছে অর্পিত হতে যাচ্ছিলেন৷ তিনি স্বয়ং প্রভু ছিলেন এবং তার দূর্বল মুহুর্ত আগেই দেখতে পেয়েছিলেন এবং নিজের সম্পর্কে বলেছিলেন, আমিই তিনি৷ 'খোদা জ্বলন্ত বনের মধ্যে মুসার সামনে এই কথার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছিলেন৷ ঈসা মসিহ চেয়েছিলেন এসব প্রতিশ্রুতির মধ্য দিয়ে তার বেহেশতি সত্ত্বার বিষয়ে তার সাহাবিদেরকে নিশ্চিত করতে, যাতে তারা সন্দেহ এবং প্রলোভনের মধ্যে না পড়ে৷

যোহন ১৩:২০
২০. আমি তোমাদের সত্যই বলিতেছি, আমি যাহাকে পাঠাই, যে তাহাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে৷ যে আমাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠাইয়াছেন সে তাহাকেই গ্রহণ করে'৷

ঈসা মসিহ তার গ্রেফতার এবং মৃতু্যর ব্যাপারে তার সাহাবিদের থেকে মুক্ত করলেন৷ তাদের ওপর দেওয়া তার কর্মভার এবং তার নিরাপত্তা তাদেরকে সংরক্ষণ করবে৷ ঈসা মসিহ তার অনুসারীদেরকে পাঠালেন এবং নিজেও তাদের সাথে গেলেন৷ তার সেবকেরা তাদের নিজ নিজ নামে যাত্রা করতো না কিন্তু তাদের মহিমান্বিত প্রভুর নামে পদক্ষেপদিত৷ যে কেউ তাদেরকে গ্রহণ করে তারা পবিত্র ত্রিত্বকে গ্রহণ করে৷ যে কেউ তাদের কথায় বিশ্বাস করে, সে খোদার সন্তান হয়৷ এটা একটি দুরুহ কাজ৷ এটা আত্ম অস্বীকার এবং শত্রুকে ভালোবাসার আহ্বান জানায় এবং দারিদ্র ও ঘৃণার মধ্যে দৃঢ় থাকতে আহ্বান করে৷ এ সত্ত্বেও তারা জানে যে খোদা তাদের মধ্যে বাস করে৷ তারা যেখানেই যায় তিনিও তাদের সাথে যান এবং তিনি যেখানেই তাদেরকে দিয়ে সেবা করাতে চান তা পাক-রুহ তাদেরকে তার লক্ষ্যে পেঁৗছাতে নির্দেশ করে যাতে করে তার দায়িত্ব সমর্পণ হতে পারে৷

প্রার্থনা: প্রভু ঈসা মসিহ, আমাকে এটা বুঝতে সাহায্য কর যে আমি তোমার সঙ্গে থাকতে পারি না যদি না আমি তোমার সেবক হই৷ শয়তান যেন আমার হৃদয়ে স্থান না পায়৷ আমাকে সাহায্য কর না কেবল মাত্র সেবার কথা বলার জন্য কিন্তু তোমার ক্ষমতা এবং জ্ঞান দিয়ে আমাকে তা অনুশীলন করতেই সাহায্য কর৷

প্রশ্ন:

৮৬. ঈসা মসিহের উদাহরণ থেকে আমরা কি শিক্ষা পাই?

www.Waters-of-Life.net

Page last modified on June 15, 2012, at 09:35 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)