Previous Lesson -- Next Lesson
২. পবিত্র ত্রিত্ত্বের অভিষেক পাকরূহের মাধ্যমে ইমানদারগণের ওপরে দত্ত হইলো (যোহন ১৪:১২-২৫)
যোহন ১৪:২১
২১. যে আমার সমস্ত হুকুম জানে ও পালন করে সে-ই আমাকে মহব্বত করে৷ যে আমাকে মহব্বত করে, আমার পিতা তাহাকে মহব্বত করিবেন৷ আমিও তাহাকে মহব্বত করিব আর তাহার নিকট নিজেকে প্রকাশ করিব৷'
সর্বদাই ঈসা মসিহের কাছ থেকে তার জামাতের মধ্যে আশীর্বাদও রহমতের ঝরনা পর্যাপ্ত প্রবাহিত হয়৷ এমন কি যদি সকল বিশ্বাসীরা এই অতি প্রবাহে পূর্ণ হয় তাহলে রহমতের একটি মহাসাগর থেকে যাবে৷ ঈসা মসিহকে তার শত্রুদের সামনে দাঁড়িয়ে নিজেকে নাজাতদাতা এবং খোদার সন্তান হিসেবে দাবি করতে হয়েছিল৷ যাইহোক তার সাহাবিদের কাছে তিনি এই শেষ সময় পিতার সাথে তার একাত্বতার মূল্যবান বিষয়টি প্রকাশ করেছিলেন৷ আমাদের হৃদয় যেন এমন প্রশস্তভাবে উম্মুক্ত হয় যাতে করে ঈসা মসিহের ঐশি ও রুহানী সত্ত্বার পূর্ণতাকে আমরা অনুভব করতে পারি৷
ঈসা মসিহ আমাদের বলেছিলেন যে তার প্রতি তার সাহাবিদের ভালোবাসা কেবল মঙ্গল কামনাই ছিল না যা আবেগ থেকে উছলিয়ে উঠেছিল, কিন্তু এই ভালোবাসা তৈরি হয়েছিল তার নির্দেশ মেনে চলার মধ্য দিয়ে এবং তাকে কাজের মধ্যে বাস্তবায়িত করার ফলে৷ সাধারণ লোক ঈসা মসিহের ভালোবাসার অন্তরনিহিত অর্থ বুঝতে পারে না৷ তিনি আমাদের কাছে বেহেশতের ধনভাণ্ডারকে উম্মুক্ত করেছিলেন এবং আমাদেরকে পথ ভ্রষ্টদের সেবা করতে পাঠিয়েছেন এবং তিনি তার পরিকল্পনাকে উপলব্ধি করার সমর্থ আমাদেরকে দিয়েছেন৷ তার নির্দেশগুলো দূর্বহ বা অসম্ভব কিছু নয় যেহেতু রূহ্রে মধ্যে যে আনন্দ তা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং সত্যের রূহ আমাদেরকে সকল অপরাধ এবং দৃষ্টান্ততামূলক কাজগুলিকে যা আমারা করেছি তা স্বীকার করতে চালিত করে৷ এই রূহ আমাদেরকে তার নির্দেশগুলো মানতে শক্তিমান করে কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন এবং সবদিক থেকে রক্ষা করেন তাই আমরা তাকে ভালোবাসি এবং তার রূহের মধ্য দিয়ে চলি৷
আপনি কি ঈসা মসিহকে ভালোবাসেন? চট করে আনন্দের সাথে 'হঁ্যা উত্তর দিবেন না অথবা বিষন্নতার সাথে না উত্তর দেবেন না'৷ আপনি যদি পুনরর্জন্মপ্রাপ্ত হন তাহলে আপনার মধ্যে পাক-রূহ বলে উঠবেন, 'হঁ্যা আমি প্রভু ঈসা মসিহ তোমাকে ভালোবাসি, তোমার মহত্ব, নম্রতা, আত্মবলিদান এবং তোমার ধৈর্যের জন্য; তুমি আমার মধ্যে ভালোবাসার যোগতা সৃষ্টি করেছ৷' আমাদের মধ্যে পাক-রূহের সাথে কথপোকথন কোনো ব্যর্থ আশা বা অসাড় কল্পনা নয়৷ প্রভু তার প্রিয়জনদের মধ্যে এই ভালোবাসা সৃষ্টি করেন এবং রহমতের মধ্য দিয়ে তাকে ধরে রাখেন৷
খোদা তাদের ভালোবাসেন যারা ঈসা মসিহকে ভালোবাসেন৷ মানবজাতিকে রক্ষা করতে পিতা তার সকল ক্ষমতা এবং দয়া পুত্রের মধ্যে দিয়েছেন৷ যে কেউ ঈসা মসিহকে গ্রহণ করে সে খোদাকেই গ্রহণ করে এবং যে কেউ পুত্রকে প্রত্যাখ্যান করেছে সে খোদাকেই প্রত্যাখ্যান করেছে৷ আপনি কি এটা উপলব্ধি করেছেন যে খোদা আপনাকে 'প্রেমাস্পদ' বলে ডেকেছেন কারণ ঈসা মসিহের রূহ আপনাকে পরিবর্তিত করেছে এবং আপনাকে একজন মহব্বতে পূর্ণ ব্যক্তি হিসেবে তৈরি করেছে৷ আপনি নিজে ভালো ছিলেন না কিন্তু খোদার ভালোবাসা আপনাকে নতুনভাবে সৃষ্টি করেছে৷ ঈসা মসিহ আপনার হয়ে পিতার কাছে মধ্যস্থতার কাজ করে চলছেন এবং অনন্তকাল ধরে আপনাকে সেভাবে ধরে রাখবেন৷ আধ্যাত্মিক প্রতিশ্রুতির মধ্য দিয়ে তিনি নিজেকে আপনার কাছে প্রকাশ করবেন আপনার নাজাতদাতার বিষয়ে যত বেশি জ্ঞান আপনার বৃদ্ধি পায় সেই জ্ঞান ক্ষীন কারণ জ্ঞানো অর্থ আজ্ঞানুবার্তিতা, ভালোবাসা, আত্ম-উত্সর্গ এবং আত্ম অস্বীকৃতির বৃদ্ধি৷
যোহন ১৪:২২-২৫
২২. তখন এহুদা (ইস্কারিয়োত্ নয়) তাঁহাকে বলিলেন, 'প্রভু, কেন আপনি কেবল আমাদেরই নিকট নিজেকে প্রকাশ করিবে, দুনিয়ার নিকট করিবেন না?' ২৩. ঈসা মসিহ তাঁহাকে উত্তর দিলেন, 'যদি কেহ আমাকে মহব্বত করে, তবে সে আমার কথার বাধ্য হইয়া চলিবে৷ আমার পিতা আমাকে মহব্বত করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব আর তাহার সঙ্গে বাস করিব৷ ২৪. যে আমাকে মহব্বত করে না; সে আমার কথার বাধ্য হইয়া চলে না৷ যে কথা তোমরা শুনিতেছ তাহা আমার কথা নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন সেই পিতারই কথা৷ ২৫. তোমাদের সঙ্গে থাকিতে থাকিতেই এই সমস্ত কথা আমি তোমাদের বলিয়াছি৷
এহুদা নামে ইস্কারিয়োত্ নয় ঈসা মসিহের আরও একজন সাহাবি ছিল৷ সে অনুধাবন করেছিল যে ঈসা মসিহ তার বিষয় পরিবর্তন করেছেন যখন বিশ্বাস ঘাতকটি তাকে ত্যাগ করলো৷ সে সন্দেহ করেছিল যে কোনো অবশ্যম্ভাবী ঘটনা ঘটতে যাচ্ছে৷
ঈসা মসিহ সরাসরি জবাব দেননি কিন্তু জামাতের প্রধান উদ্দেশ্য এবং দুনিয়ার জন্য মৃতু্যবরণের প্রয়োজনীয়তা ঘোষণা করেছিলেন৷ খোদার বিষয়ে খাঁটি জ্ঞানের ব্যাপারে ঈসা মসিহ তাদেরকে পর্যায়ক্রমে পরিচালিত করেছিল৷ এটি মূল ঘটনা যা ঈসা মসিহকে জানা এবং তাকে গ্রহণ করা, তার কাছে এবং নতুন জীবনে প্রবেশ লাভে সাধ্য করে এবং পাক-রূহের মাধ্যমে তার নির্দেশগুলি মেনে চলতে ক্ষমতা দেয় এবং খোদার ভালোবাসার অভিজ্ঞতা দান করে৷ তারপর ঈসা মসিহ একটি বাক্য উচ্চারণ করলেন, 'আমরা বিশ্বাসীর কাছে আসি এবং তাদের মধ্যে বাস করি৷' এখানে তিনি সার্বিকভাবে জামাতের কথা বলেননি কিন্তু কেবলমাত্র বিশ্বাসীদেরকে বলেছেন৷ পবিত্র ত্রিত্ব বিশ্বাসীর কাছে আসে এবং তার সাথে থাকে এই কথা মানুষের হৃদয়ে বাজে যেমন পাক-রূহ, পুত্র এবং পিতা কাউকে আলিঙ্গন করে৷ যে কেউ ঈসা মসিহের ওপর ঈমান আনে সে এই খাঁটি রহস্যটির অভিজ্ঞতা লাভ করে৷
প্রার্থনা: হে পবিত্র ত্রিত্ব, পিতা, পুত্র এবং পাক-রূহ, আমি তোমার এবাদত করি, তোমাকে ধন্যবাদ দেই এবং বিবরধিত করি৷ তুমি আমার মতো একজন পাপীর কাছে এসেছ, আমার পাপ সকল ক্ষমা করো, আমাকে ভালোবাসার ক্ষমতা এবং আমার হৃদয়ে ভালোবাসার রূহ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দেই৷ তোমার নামের মধ্যে আমাকে রেখো৷
প্রশ্ন: