Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- Romans - 029 (The Faith of Abraham is our Example)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian-- Azeri-- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

রোমীয়দের - প্রভুই আমাদের ধার্মিকতা
রোমীয়দের কাছে হযরত পৌলের লেখা পত্রের ওপর পর্যালোচনা
প্রথম খন্ড - খোদার ধার্মিকতা সকল পাপীকে দোষী সাব্যস্থ করে, আর মসিহের ওপর বিশ্বাসিদের ন্যায়বান ও আলাদা করে (রোমীয় ১:১৮ - ৮:৩৯)
বি - ইমানের দ্বারা নতুন ধার্মিকতা লাভের সুযোগ রয়েছে সবার জন্য খোলা (রোমীয় ৩:২১ - ৪:২২)
৩. ইমানে নির্দোষ বলে গৃহিত হবার উত্তম দৃষ্টান্ত হলো হযরত ইব্রাহীম ও দায়ুদ নবী (রোমীয় ৪:১-২৪)

ঘ) ইব্রাহীমের সাহসিকতাপূর্ণ বিশ্বাস আমাদের জন্য দৃষ্টান্ত (রোমীয় ৪:১৯-২২)


রোমীয় ৪:১৯-২২
১৯ যদিও প্রায় একশো বছরের বুড়ো ইব্রাহিম বুঝতে পেরেছিলেন যে, তাঁর শরীর অকেজো হয়ে গেছে আর বিবি সারারও সন্তান হবার বয়স আর নেই, তবুও ইব্রাহিমের ঈমান দুর্বল ছিল না৷ ২০ আল্লাহর ওয়াদা সম্বন্ধে তাঁর মনে কখনও কোনো সন্দেহ আসে নি, বরং তিনি ঈমানে আরও বলবান হয়ে উঠে আল্লাহর প্রশংসা করতেন৷ ২১ ইব্রাহিম সম্পূর্ণভাবে এই বশ্বিাস করতেন যে, আল্লাহ যা ওয়াদা করেছেন তা করবার ক্ষমতাও তাঁর আছে৷ ২২ এজন্যই ইব্রাহিমের ঈমানের দরুন তাঁকে ধার্মিক বলে ধরা হয়েছিল৷

ইব্রাহীম খোদার ভবিষ্যদ্বানী শুনছিলেন যা হলো তিনি অনেক লোকের পিতা হবেন বলে মনোনীত হয়েছেন৷ এ প্রত্যাদেশের বাক্য তাকে অভিভুত করেছিল, যার কোনো পুত্রই ছিল না, কিন্তু বিশ্বাসে সে প্রতিজ্ঞা সত্য বলে মেনে নিলেন৷ তিনি জানতেন, সকল মানুষের আশা ভরসা যখন শেষ হয়ে যায় ঠিক তখনই খোদার আশাপূর্ণ হয়৷ ইব্রাহীম তার বিশ্বাসের সংগ্রামে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে, মিশরীয় ক্রীতদাসির গর্ভে যখন তার পুত্র ইসমাইলের জন্ম হলো৷ বর্তমানে সন্তান ধারণ করা সম্পূর্ণ অসম্ভব তাঁর বৃদ্ধা স্ত্রীর পক্ষে, তিনি প্রকৃতির নিয়ন্ত্রা স্রষ্ঠার দিকে নজর দিয়েছিলেন৷ যার হাতে রয়েছে সমস্ত নিয়ম পরিবর্তন করার ক্ষমতা৷ ইব্রাহীম নিজেকে প্রবঞ্চিত করেন নাই এ চিন্তা করে যে তার বৃদ্ধা স্ত্রী সারার পক্ষে সন্তান ধারণ করা সম্পূর্ণ অসম্ভব৷ পরিবর্তে তিনি তার বিশ্বাসকে প্রত্যয়দৃপ্ত করলেন, খোদার কালামকে প্রথম প্রাধিকার দিলেন এর চিরন্তন সত্যের ওপর নির্ভর করলেন, এবং নিশ্চিন্তভাবে ধরে নিলেন যে গৌরবের খোদা মিথ্যা কথা বলেন নি, তিনি চিন্তা খুঁজে পায় না তাদের প্রতিজ্ঞা পুরণের উপায় তখনও খোদার পক্ষে প্রতিজ্ঞাপুরণ আদৌ কোনো অসম্ভব বিষয় নয়৷

এ দৃঢ় আকড়ে থাকা বিশ্বাস খোদার কাছে বিশ্বাসের সংগ্রামে ইব্রাহীমের জন্য ধার্মিকতা হিসেবে গণ্য করা হয়েছে৷ (পয়দায়েশ ১৫:১-৬, ১৭:১-৮)

মসিহ অদ্য আপনাকে আহ্বান করছেন, ইব্রাহীমের বিশ্বাস গ্রহণ করার জন্য৷ আমরা যখন আমাদের দিকে তাকাই এবং গভীরভাবে আমাদের জামাতের দিকে লক্ষ করি তবে দেখতে পাব আমাদের সমাজ রুহানি দিক দিয়ে ক্লান্ত, অসমর্থ এমনকি মতৃবত্‍ হয়ে পড়েছে৷ যাহোক, মসহি অগণিত জনগোষ্ঠিকে অনন্ত জীবন দান করতে চান আপনার এবং আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে৷ তিনি আমাদের সাখ্য আশির্বাদ পুষ্ট করতে চান, যেন তার প্রেম আকাশের তারকারাজির চেয়েও বহুগুনে পরিণত হয়ে সমাজে বিচরণ করে৷ আপনি কি মসিহের প্রতিজ্ঞা এবং আহ্বানে বিশ্বাস করেন যার ফলে আপনার বিশ্বাসের বাক্যের দ্বারা আপনার অগণিত রুহানি সন্তান উত্‍পন্ন হবে? আপনি কি বিশ্বাস করেন, খোদার পক্ষে সম্ভব আপনার দুর্বলতা অক্ষমতা দূর করে দেয়া, আপনার অর্ধমৃত জামাতকে পুনর্জাগ্রত করা, কঠিন হৃদয়গুলো দিয়েও তাঁর সন্তান উত্‍পন্ন করতে পারে, যেমন ইয়াহিয়া বলেছেন; আপনারা যদি আন্তরিকভাবে অনুতপ্ত না হন তবে খোদা কি পারে না প্রান্তরে পড়ে থাকা পাথরগুলো দিয়ে ইব্রাহীমের সন্তান উত্‍পন্ন করতে? আপনারা কি খোদাকে সম্মান করেন? আপনারা কি মহিমাধর প্রভুতে নির্ভরশীল রয়েছেন? তাঁর ওপর আস্থাবান আছেন কি? হতাশাবাদি না হয়ে অথবা অর্ধমৃত জামাতের মধ্যে আপনাদের মন্দ আচরণ না করে প্রভুতে কি বিশ্বাস স্থাপন করবেন না? তার পক্ষে সম্ভব বহুজনের কাছে তাঁর শক্তির সঞ্চালন আপনাদের মধ্য দিয়ে করতে পারেন৷ নিশ্চিত ইউন, ইব্রাহীমের খোদা, পৌলের প্রভু অতীতে যেমন ছিলেন বর্তমানেও তেমন আছেন এবং অনন্ত ভবিষ্যতেও একই থাকবেন৷ তিনি আপনার বিশ্বাস দেখতে চান, কেননা বিশ্বাসেই গোটা বিশ্ব জয় করা সম্ভব, আর তা হলো আমাদের বিশ্বাস৷ ঘুমিয়ে পড়বেন না! আশা হারাবেন না, যদিও বিশ্বাসের সংগ্রাম বছরের পর বছর চালাতে হয়, যদিওবা দশ বছর চলতে থাকে, যেমনটি ঘটেচিল ইব্রাহীম নবীর ক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত না একটি ফলও পরিপক্ক না হয়েছে, আর তা হলো দুর্বল ইসাহাক৷ ইব্রাহীমের সংগ্রাম সত্ত্বেও, প্রভু রুহানিভাবে তাকে শক্তি যুগিয়েছেন, আর তাকে নবীদের পিতায় পরিণত করেছেন৷ আপনার প্রভু জীবন্ত, আর তিনি চান আপনার বিশ্বাসের দ্বারা আপনাকে ধার্মিক বলে পরিণত করতে৷ তাই হৃদয় জাগ্রত করুন, হস্ত শক্তিশালী করুন, কারণ আপনার প্রভু জীবন্ত, তিনি আপনার অগ্রে অগ্রে যাচ্ছেন, আপনার রুহানি যুদ্ধ ক্ষেত্রে৷

রোমীয় ৪:২৩-২৫
২৩ 'ধার্মিক বলে ধরা হয়েছিল,' এই কথাটা কেবল ইব্রাহিমকেই লক্ষ্য করে লেখা হয় নি, ২৪ আমাদেরও লক্ষ করে লেখা হয়েছে৷ আমাদের ঈমানের জন্য আল্লাহ আমাদেরও ধার্মিক বলে ধরবেন, কারণ যিনি আমাদের হযরত ঈসাকে মৃতু্য থেকে জীবিত করেছিলেণ আমরা তাঁরই ওপর ঈমান এনেছি৷ ২৫ আমরাদের গুনাহের জন্য ঈসা মসিহকে মৃতু্যর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং আমাদের ধার্মিক বলে গ্রহণ করবার জন্য তাঁকে মৃতু্য থেকে জীবিত করা হয়েছিল৷

আমাদের ইমানের জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পূর্ণ নিশ্চয়তায় পৌছায় আর ইব্রাহীমের প্রতি যে প্রত্যাদেশ এসেছে তাতে শ্রদ্ধা জন্মায়৷ খোদা নিজের পরিচয় কেবল সর্বশক্তিমান প্রভু হিসেবেই প্রকাশ করছেন না, বরং তিনি যে মহান, বাতেনি সত্ত্বা হওয়া সত্ত্বেও তিনি তার পুত্র ঈসা মসিহকে আমাদের কাছে প্রেরণ করেছেন যেন তার মধ্য দিয়ে পিতৃস্নেহ পেয়ে ধন্য হই ও তার সাথে হতে পারি পরিচিত৷ যা কিছু ঘটানো অসম্ভব বলে মনে হয়েছিল তাই ঘটেছে, খোদার পুত্র বিশ্বের পাপভার ও প্রায়শ্চিত্ত শোধ দিতে নিজের প্রাণ পর্যন্ত সলিবে কোরবানি দিয়েছেন৷ পাপের কারণে গুনাহগারদের ধ্বংস করে দেন নি খোদা, কিন্তু তিনি নিজেকেই মৃতু্যর হাতে সঁপে দিলেন যেন আমরা দুষ্টের দল বেঁচে থাকতে পারি নাজাত পেয়ে যাই৷ এ ধরণের দয়ালু, মহব্বতেপূর্ণ, আত্মকোরবানি দিতে প্রস্তুত, নিজেকে বিলিয়ে দেয়ার মনোভাব এবং ধৈর্যশীল খোদা হলেন আমাদের পিতা৷

মৃতু্য থেকে পুনরুত্থানের পরে মসিহের আত্মকোরবানির বিজয় বিশ্বব্যাপি ছড়িয়ে পড়লো৷ তাঁর পিতা তাকে ছেড়ে দেন নি, পাপের বিরুদ্ধে পিতার সমস্ত ক্রোধ, তাঁর পুত্রের ওপরে ঢেলে দিলেন অর্থাত্‍ পাপের কাফফারা পরিশোধকল্পে ঐশি মেষের কোরবানি দিলেন৷ তিনি তার নির্দোষ পুত্রকে মৃতু্য থেকে পুনরায় জীবিত করে তুললেন, এবং প্রমাণ দিলেন যে তার পুত্রের একক কোরবানি ঐশি পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেয়া হয়েছে৷ মসিহের পুনরুত্থান আমাদের ন্যায়বান বলে ঘোষণা যথাযথ হয়েছে৷ মৃতু্য ও কবরপ্রাপ্ত হবার পূর্বেই তাকে বেহেশতে তুলে নেয়ার প্রশ্নটি সম্পূর্ণ অবাস্তব, এবং খোদার নৈকট্য লাভ হয়েছে পুনরুত্থানের পরেই৷ না, খোদা তাকে মৃতু্য থেকে জীবিত করে তুলেছেন যেন আমরা দেখতে পাই এবং সুনিশ্চিত হতে পারি যে জগতের সাথে খোদার পুনর্মিলন সম্পন্ন হয়েছে একমাত্র সলিবে মসিহের আত্মকোরবানির মাধ্যমে৷

বর্তমানে আমাদের একমাত্র সুপারিশকারী খোদার ডান দিকে রয়েছেন সমাসীন৷ তিনি মধ্যস্ততা করে চলছেন আমাদের পক্ষে খোদার সাথে৷ তাঁ কোরবানির সুফল যা হলো, আমাদের যেন অশান্ত হয়ে থাকতে না নয় বরং সদা ইমানে বলীয়ান হয়ে জীবন যাপন করে চলি, আর বিশ্বাস রাখি জঘন্য ব্যক্তিকেও তিনি রক্ষা করতে পারেন যদি তাঁর মধ্য দিয়ে পিতার কাছে কেউ বিশ্বাসে উপস্থিত হয়, তিনি সর্বদা সুপারিশ করার জন্যই তথায় আছেন সমাসীন৷

তাই আপনার সমস্যা, ভীতি এবং বিপদে বিশ্বাস কোথা রয়েছে? খোদার রাজ্য অদ্যই ফিরে আসবে সে বিশ্বাস আপনার কোথা রয়েছে? লক্ষকোটি জনতা পুনর্জাত হয়ে উঠবে মসিহের আগমনে তা কি আপনি বিশ্বাস করেন? মসিহই আমাদের যুক্ত করে দিয়েছেন খোদার সাথে, আর অদ্য তিনি সুপারিশ করে চলছেন আমাদের পুনর্জাত ও পুনর্মিলনের প্রমাণ দেবার জন্য৷ বিশ্বাস রাখুন, জীবন্ত জলের ফোয়ারা আপনার বিশ্বাসের মধ্য দিয়ে অনুর্বর মৃত হৃদয়ে প্রবাহিত হয়ে তাদের জীবিত করে তুলবে, কেবল বিশ্বাস করুন! সন্দেহ করবেন না, কেননা মসিহ অবশ্যই জীবিত রয়েছেন!

প্রার্থনা: প্রিয় প্রভু, তুমি জীবিত এবং তুমিই আমাদের প্রেরণ করেছো জগতে নাজাতের বারতা প্রচার করতে৷ তোমার ভক্ত ইব্রাহীম এবং সারা বৃদ্ধ বয়সেও বিশ্বাস করেছেন, যে বৃদ্ধ বয়সেও তোমার করুনার সন্তান জন্মদান করতে পারবে, যার মধ্য দিয়ে গোটা বিশ্ব করবে আশির্বাদ লাভ৷ আমাদের ক্ষুদ্র বিশ্বাস পরিপূর্ণ করো, প্রলোভন সত্ত্বেও আস্থা বাড়িয়ে দাও যেন আমাদের প্রলোভন সত্ত্বেও তোমার ওপর বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি, ফলে আমাদের দুর্বলতার মধ্যেও তোমার শক্তি হবে ফলপ্রসু৷ ধন্যবাদ দেই তোমাকে, তুমি আমাদের জ্ঞাত করেছো৷ লক্ষকোটি জনতা লাভ করবে নতুন জন্ম যেহেতু তুমিই রয়েছো জীবিত এবং করে চলছো অনন্তকালীন রাজত্ব৷

প্রশ্ন:

৩৩. ইব্রাহীমের জীবনে বিশ্বাসের সংগ্রামের মধ্য দিয়ে আমরা কী শিক্ষা লাভ করতে পারি?

ঈমানের মধ্য দিয়েই আমাদের ধার্মিক বলে গ্রহণ
করা হয়েছে আর তার ফলেই হযরত ঈসা মসিহের
মধ্য দিয়ে আল্লাহ ও আমাদের মধ্যে শাস্তি হয়েছে৷

(রোমীয় ৫:১)

www.Waters-of-Life.net

Page last modified on February 25, 2014, at 01:06 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)