Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 094 (The world hates Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্খন্ড ৩ - সাহাবিদের প্রত্যেকের মধ্যে নূর জ্বলিতেছে (যোহন ১১:৫৫ - ১৭:২৬)
ডি. গেত্‍সিমানী যাওয়ার পথে বিদায় সম্ভাবন (যোহন ১৫:১ - ১৬:৩৩)

৩. ঈসা মসিহ এবং তার সাহাবিদেরকে দুনিয়া ঘৃণা করে (যোহন ১৫:১৮ - ১৬:৩)


যোহন ১৫:২৬-২৭
২৬. "যে সাহায্যকারীকে আমি পিতার নিকট হইতে তোমাদের নিকটে পাঠাইয়া দিব, তিনি যখন আসিবেন তখন তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দিবেন৷ ২৭. ইনি সত্যের রূহ, যিনি পিতা হইতে বাহির হন৷ আর তোমরাও আমার বিষয়ে সাক্ষ্য দিবে, কারণ প্রথম হইতেই তোমরা আমার সঙ্গে সঙ্গে আছ৷

দুনিয়ার ঘৃণা এবং খোদার পুত্রকে সলিবে দেওয়ার বিষয় পবিত্র ত্রিত্বের জবাব কি ছিল? তা ছিল পাক-রূহকে পাঠানো পাক-রূহের আগমন এখনকার দিনেও একটি বিস্ময়৷ তার আগমন দুনিয়াতে খোদার প্রবেশ পথকে নির্দেশ করে, কারণ তিনি পিতা থেকে আসেন এবং তিনি খোদার সাথে একই ঐক্যতান ও দৃঢ় প্রত্যয়ের মধ্যে থাকেন৷ তিনি সৃষ্টির সাথে অংশ গ্রহনের মধ্য দিয়ে দুনিয়াকে পুনুরুদ্ধার করতে চান৷ পাক-রূহ দুনিয়ার মন্দতাকে বিচার করেন এবং আমাদেরকে খোদার পবিত্রতার দিকে চালিত করেন, কারণ তিনি সকল পঙ্কিলতাকে প্রকাশ করেন অথচ দুনিয়া প্রতারণা, অহমিকা ও ধোকার মধ্যে শ্বাসরুদ্ধকারী অবস্থায় পড়ে আছে৷ প্রাথমিকভাবে তিনি হলেন সত্যের রূহ যিনি তাদের পার্থিব অপরাধ সমুহকে তিরস্কার করেন৷

একই সময় তিনি সাহাবিদের সাত্বনা দেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দেন যে ঈসা মসিহ খোদার পুত্র যারা তাদের মুক্তিকে সম্পন্ন করেছে৷ এই সাত্বনাদানকারী রূহ ঈসা মসিহের সাক্ষ্য দিতে আমাদের প্রেরণা দেন এবং পিতা নিজে পুত্রের ভালোবাসাকে আমাদের দেখান৷ পাক-রূহ ব্যতিত আমরা সত্য বিশ্বাসকে উপলব্দি করতে পারি না৷ সকল বিশ্বাসীদের সাথে আমরা স্বীকার করি যে আমরা আমাদের নিজেদের চেষ্টায় আমাদের প্রভূ ঈসা মসিহের উপর ঈমান আনতে পারি না, অথবা তার রূহ ব্যতিত আমরা তার কাছে আসতে পারি না, যিনি সুসমাচারের মধ্য দিয়ে আমাদেরকে ডেকেছেন এবং আলোকিত করেছেন তার দান সমুহ দিয়ে এবং খাঁটি বিশ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে পাপ মুক্ত করেছেন৷ তিনি সকল মসিহি অনুসারীদের জড় করেন, আলোকিত করেন এবং তাদেরকে ঈসা মসিহের মধ্যে পবিত্র করণ করেন৷ তিনি তাদেরকে ঈমানের মধ্যে রাখেন৷ অর্থাত্‍ খাঁটি ধর্ম বিশ্বাসের মধ্যে৷ পাক-রূহ আমাদের স্বাক্ষ্যের মধ্যে সক্ষমতা সৃষ্টি করেন৷ আপনার নিজের বুদ্ধির উপর অথবা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবেন না যদি আপনি ঈসা মসিহকে অন্যদের কাছে উপস্থাপন করতে চান৷ নিজেকে পুরোপুরি প্রাজ্ঞ রূহের কাছে অর্পন করেন৷ তার কথা শোনেন এবং কি করে ঈসা মসিহকে তুলে ধরতে হয় তা শেখেন৷ রূহের কন্ঠস্বর যা আপনি স্বাক্ষ্য দেন এবং যার সাথে কথা বলেন সেগুলো আন্তরিকভাবে শ্রবন করা আপনাকে প্রভূর একজন সক্রিয় প্রেরিত হিসেবে তৈরী করবেন৷

ঈসা মসিহ তার এগার জন প্রেরিতকে তার সাক্ষ্য দিতে ডেকেছিলেন যা এমন একটি অধিকার যেটা তাদের কাছে অদ্ভূত ছিল৷ এই সাহাবিরা দুনিয়াতে ঈসা মসিহের ঐতিহাসিক সেবার চাক্ষুস স্বাক্ষী ছিল৷ তারা যা দেখেছিল, শুনেছিল এবং স্পর্শ করেছিল তার সাক্ষ্য দিয়েছিল৷ তাদের কথাগুলো দুনিয়াতে খোদার উপস্থিতির যথার্থতাকে প্রমান করে৷ আমাদের ঈমান ঐ সাক্ষ্যের উপর নির্ভর করে৷ ঈসা মসিহ কোন বই অথবা পত্র লেখেননি, বরং তিনি তার মুক্তিরবাণীকে ভারার্পণ করেছিলেন পাক আচরনের উপর নিহিত ছিল৷ সত্যের রূহ মিথ্যা বলে না, কিন্তু খ্রিষ্ট্রের ভালোবাসার ক্ষমতাকে তার সাহাবিদের কথার মধ্য দিয়ে এই রুগ্ন পৃথিবীর কাছে প্রমান করে৷ ঈসা মসিহ নিজেই তার প্রেরিতদের বলেছেন, "তোমরা শক্তিপ্রাপ্ত হবে যখন পাক-রূহ তোমাদের উপর নেমে আসবে এবং আমার সাক্ষ্য বহন করবে৷"

প্রার্থনা: হে খোদার পুত্র, পবিত্রজন আমরা তোমার এবাদত করি৷ তুমি পিতা এবং পবিত্র আত্মার সাথে আছ এবং আমাদেরকে অনাথের মত ফেলে যাওনি কিন্তু সত্যের রূহকে সাক্ষ্য দিতে পাঠিয়েছ৷ আমরা যেন তোমার আগমনের মধ্য দিয়ে পাপ মুক্ত হই৷

প্রশ্ন:

৯৮. খোদা কিভাবে দুনিয়ার মুখোমুখি হয়েছিল যে দুনিয়া ঈসা মসিহকে সলিববিদ্ধ করেছিল?

www.Waters-of-Life.net

Page last modified on July 25, 2012, at 07:52 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)