Previous Lesson -- Next Lesson
৬. মসিহের মাধ্যেমেই মানুষ অপরাধ, পাপ, মৃতু্যর কবল থেকে পায় মুক্তি (রোমীয় ৮:১-১১)
রোমীয় ৮:১
যারা ঈসা মসিহের সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ তাদের আর শাস্তির যোগ্য বলে মনে করবেন না৷
অধ্যায় সমূহ ৫-৭ পৌল সুনিশ্চয়তা দিয়েছেন, আমাদের জ্ঞাত করেছেন যে, মন্দ আচরণ ও আমরা নিজেদের ক্ষুদে শক্তি দিয়ে রক্ষা করতে সম্পূর্ণ অক্ষম৷ বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন, শরীয়ত আমাদের নাজাত দিতে পারে না, তবে তা আমাদের মধ্যে পাপ বোধ জাগ্রত করে, আর পরিশেষে আমাদের দোষারোপ করে৷ আমাদের হাড়ের মধ্যে মৃতু্য ভয় কাজ করে, আর পাপ আমাদের ইচ্ছাশক্তির ওপর নিয়ন্ত্রণ রাখে৷ এ সকল প্রমাণের মাধ্যমে পৌল মানুষের ফালতু নির্ভরতা যেমন ব্যক্তির নিজস্ব ক্ষমতা, আর তার মিথ্যা অন্তঃসার শুণ্য প্রত্যাশা পবিত্র জীবন ও সরল মানবীয় শক্তি অথবা নৈতিক আদর্শ সম্পূর্ণ ভন্ডুল করে ফেলেছে৷
এ সকল অকাট্য প্রমাণ সাপেক্ষে পৌল একমাত্র জীবন যা সম্ভব খোদার মধ্যে বেঁচে থাকা, তার মাধ্যমে যে বিষয়ে তিনি ৮ অধ্যায়ে বিশ্লেষণ করেছেন, যা হলে কেবল 'মসিহের মধ্যেই' নতুন জীবন যাপন করা সম্ভব৷
যে ব্যক্তি মসিহের সাথে যুক্ত আছেন তিনি নাজাতদাতার সম্রাজ্যে প্রবেশ লাভ করেছেন৷ তিনি আর একা চলছেন না, নয় সে অবহেলিত, দুর্বল অথবা দোষী, কেননা তার প্রভু তার সাথে সঙ্গ দিয়ে ফিরছেন, রক্ষা করছেন, এবং তার যত্ন নিচ্ছেন৷ প্রভু তেমন কাজ করেন, তার কারণ এ নয় যে বিশ্বাসী খুব ভালো লোক, কিন্তু তিনি নিজেকে তার করুণাময় নাজাতদাতা হিসেবে সমর্পণ করেছেন, যিনি তাকে ন্যায়বান হিসেবে এবং পবিত্র ব্যক্তি হিসেবে গড়ে তুলেন, সার্বিক উত্কর্ষতা দান করছেন প্রেমের ডালি ঢেলে দিচ্ছেন চিরদিনের মতো তাঁকে সুরক্ষার জন্য৷ মসিহ নিজেই তার মধ্যে অর্থাত্ বিশ্বাসীদের মধ্যে বসবাস করে থাকেন তাকে পরিবর্তন ও উন্নত করে চলছেন নিয়ত পূর্ণতার দিকে অর্থাত্ রুহানি পরাকাষ্ঠার দিকে, পৌল তেমন বিকাশকে বলেছেন, 'মসিহের মধ্যে লীন হওয়া'৷ তিনি চার্চে ধারাবাহিকতার কথা বলেন নি বরং মসিহের সাথে সদা যুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন, আর তাঁর মহব্বতের মধ্যে জীবন কাটাতে বলেছেন৷
আমাদের বিশ্বাস কতকগুলো মতবাদের ওপর ভিত্তি করে দাঁড়ানো নয়, কিন্তু তা বাস্তবায়িত হয় ভালো আচরণের মাধ্যমে, কেননা মসিহ তাঁর সলিবে আমাদের গর্ব সম্পূর্ণ ধ্বংস করে দেয়, মৃতু্য থেকে তিনি আমাদরে জাগ্রত করেন তাঁর পুনরুত্থানের মাধ্যমে, এক নতুন জীবনে, তাঁরই জীবনে৷ যিনি তাকে বিশ্বাস করেন তিনি তো তাঁর মধ্যে একাঙ্গ হয়ে থাকেন, আর প্রতিনিয়ত বেহেশতি শক্তিতে থাকেন শক্তিমান৷ এ বাক্যগুলো কোনো ফাঁকা দার্শনিক বুলি নয়, কিন্তু লক্ষকোটি ইমানদারের অভিজ্ঞতা, যাদের মধ্যে বাস করেন পাকরূহ৷ খোদা নিজেই তাদের মধ্যে এসে বাসা বাঁধে, তার মধ্যে করেন বাস যিনি মসিহকে এবং তাঁর দ্বারা অর্জিত নাজাতকে বিশ্বাসে মেনে নিয়েছেন৷
পাকরূহ হলেন একক ঐশি উকিল আপনার সন্দিগ্ধ মনকে সান্তনা দান করে শয়তানের সর্বাত্মক অভিযোগের মুখে৷ তিনি আপনাকে সান্তনা দিয়ে থাকেন, পবিত্র খোদার নামে, যেন আপনি মসিহের মাধ্যমে ধার্মিক হয়ে উঠতে পারেন, আর লাভ করতে পারেন ঐশি পরাক্রম যা দিয়ে আপনি কলুষিত বিশ্বে পবিত্রভাবে জীবন যাপন করতে পারেন৷ পাকরূহের উপস্থিতির ফলে ব্যক্তির জীবনে বয়ে আনে আমুল পরিবর্তন, যেমন পৌল ৭ম অধ্যায়ে বলেছেন৷ তিনি প্রাণীক মানুষ, মাংসিক অথবা দুর্বল মানুষ ছিলেন না কিন্তু হয়ে ওঠেছেন পারঙ্গম পাকরূহের পরাক্রমে খোদার ইচ্ছা বাস্তবায়নের জন্য৷ তিনি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন এক বিশাল নাজাতের অভিজ্ঞতা যা কেবল খোদার শক্তিতেই হওয়া সম্ভব, তিনি একদা বলেছেন, তিনি যা কিছু করতে চান তা তিনি করতে পারছেন না বরং যা কিছু তাঁর আপত্তির কারণ তাই তিনি করেন, কিন্তু পাকরূহের আগমণ ও নিয়ন্ত্রণের পরে তিনি পরিবর্তিত হয়েছেন এবং বর্তমানে তিনি খোদার শক্তিতে পরিপূর্ণ এবং যা কিছু করতে চান খোদার ইচ্ছায় তা পালন করতে পারেন৷
পাকরূহ আপনাকে নিশ্চয়তা দান করেন, পুনরুত্থিত, বিজয়ী মসিহ আপনার সংগদান করবেন বিচারের সময়৷ তিনি তার বাহুবন্ধনে আপনাকে বহন করবেন, খোদার ক্রোধাগি্নর মধ্য দিয়ে, রক্ষা করবেন তার শিখার হাত থেকে, কেননা যারা মসিহের সাথে আছেন তাদের বিরুদ্ধে দোষারোপ করার কোনোই সুযোগ নেই৷
বর্তমানেও তিনি আপনাকে সাহায্য করে চলছেন মসিহি জীবন যাপন করার জন্য প্রেমের ধৈর্যের সাথে, বিনম্রতার আনন্দে, আর সত্যের পবিত্রতার মধ্যে আপনি এ সকল গুনাবলি নিজে নিজে উত্পাদন করতে পারেন না, যেহেতু আপনি মসিহের মধ্যে বসবাস করছেন বৃক্ষশাখা যেমন বৃক্ষের সাথে যুক্ত থাকে৷ এ কারণেই আপনার পিতা প্রভু বলেছেন, 'আমার মধ্যে থাকো, আর আমিও থাকবো তোমাদের মধ্যে, যার ফলে তুমি প্রচুর ফলে ফলবান হতে পারো'৷ কতো মহান বিশাল আমাদের প্রত্যাশা৷
প্রার্থনা: হে পবিত্র খোদা, আমরা তোমার আরাধনা করি এবং আনন্দ করি, কেননা তুমি আমাদের অহমিকা থেকে রক্ষা করেছো, অপবিত্র আচরণ থেকে বাঁচিয়েছো, ন্যায়বান বলে ঘোষণা দিয়েছো, মুক্ত করেছো সকল পাপের দাবি-দাওয়া থেকে, আর পবিত্র করেছো সকল প্রকার ঘৃণার কাজ থেকে৷ আমরা তোমার প্রশংসা করি কেননা তুমি আমাদের উনি্নত করেছো তোমার জীবনে, আর অবমুক্ত করেছো তোমার প্রেমে যেন আমরা পবিত্রভাবে জীবন যাপন করতে পারি, আর তোমার সাথে অনন্তকাল ধরে জীবন যাপন করতে পারি সকল বিশ্বাসীকুলসহ৷
প্রশ্ন: