Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- John - 091 (Abiding in Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- BENGALI -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

যোহন - নূর অন্ধকারের মধ্যে জ্বলছে
যোহন বর্ণীত মসিহের নাজাতের বারতার সুসমাচার ওপর অধ্যয়ন
দ্খন্ড ৩ - সাহাবিদের প্রত্যেকের মধ্যে নূর জ্বলিতেছে (যোহন ১১:৫৫ - ১৭:২৬)
ডি. গেত্‍সিমানী যাওয়ার পথে বিদায় সম্ভাবন (যোহন ১৫:১ - ১৬:৩৩)

১. ঈসা মসিহের মধ্যে থাকলে অনেক ফল বয়ে আনে (যোহন ১৫:১-৮)


যোহন ১৫:৫
৫. আমিই আঙ্গুর গাছ, আর তোমরা তাহার ডালপালা৷ যদি কেহ আমার মধ্যে থাকে এবং আমি তাহার মধ্যে থাকি, তবে তাহার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করিতে পার না৷

কি এক বিশাল সম্মান তুমি আমাদের দিয়েছ যে আমরা শাখা সাদৃশ্য যা তোমার হৃদয় থেকে বেরিয়ে আসে৷ তিনি আমাদের মধ্যে আধ্যাত্মিক জীবন সৃষ্টি করেছেন৷ ঠিক যেমন প্রথমে ভ্রাক্ষালতার মধ্যে পল্লব বেরিয়ে আসে এবং সেটা বিস্তৃত হয়ে সরস এবং লম্বা শাখা হয়ে বৃদ্ধি পায়৷ একইভাবে একজন বিশ্বাসী সফল খ্রীষ্টিয় বৈশিষ্ট এবং গুনাগুন নিয়ে বেরিয়ে আসে, তাই আমরা ঈসা মসিহকে ধন্যবাদ জানাই৷ এটা কেবল মাত্র আমাদের বিশ্বাসের গুনে হয়নি কিন্তু রহমতের উপর রহমতের কারণে এটা হয়েছে৷ ঈসা মসিহের সঙ্গে থাকা আমাদের কর্তব্য৷

এরপর আমরা একটি লক্ষনীয় অভিব্যক্তি খুঁজে পাই যেটা ১৭৫ বার সুসংবাদে উল্লেখিত হয়েছে, তাহলো "তার মধ্যে" এবং অনুরূপভাবে "আমাদের মধ্যে" এই কথাটি পাওয়া যায়৷ নুতন নিয়ম চুক্তি অনুসারে প্রতিটি বিশ্বাসীকে ঈসা মসিহের সাথে একাত্ব হতে হবে৷ এই একাত্বতা এত দৃঢ় যে আমরা নিজেদেরকে ঈসা মসিহের সাথে একীভূত দেখতে পাই৷

আমাদের প্রভূ আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে আমাদের সাতন্ত্রতা বিশ্বাসের কারণে মিলিয়ে যায় না, আমরা রহস্যের মধ্যে নিমজ্জিত নই৷ তিনি আপনার ইচ্ছাকে শক্তিশালী করেন এবং তার পাক-রূহের মধ্য দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করেন৷ ঈসা মসিহ আপনাকে পরিপক্ক করে তুলতে চান৷ তার গুণাগুণগুলি বিশ্বাসীদের হৃদয়ে প্রবেশ করে৷ তাহলে কোথায় আমাদের বিশ্বাস এবং ভালোবাসা?

মানব জাতির সাথে খোদার পুত্রের একাত্বতার উদ্দেশ্য কি? ঈসা মসিহ কেন সলিবের উপর মৃতু্যবরণ করেছিলেন এবং কেন পাক-রূহ বিশ্বাসীদের হৃদয়ে নেমে এসেছিল? প্রভূ আপনার কাছে কি চান? তাহলো আধ্যাত্মিক ফল যা খোদার কাছ থেকে আপনার উপর অর্পিত হয়েছে৷ এইগুলি হলো পাক-রূহের দান: প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য্য, দয়া, ধার্মিকতা, বিশ্বস্ততা, নম্রতা এবং আত্মসংযম৷

আমাদের এটা জানা প্রয়োজন যে আমরা নিজেরা এই রকম গুণাগুণ অর্জন করতে পারি না৷ আমরা বড় জোর আমাদের নিজেদের অবশ্য করণীয় কাজগুলি করতে পারি যেমন নিঃশ্বাস-প্রস্বাস নেওয়া, হাঁটা-চলা করা এবং কথা বলা, আসুন একাকী প্রার্থনা করি, বিশ্বাসের মধ্যে থাকি এবং ভালোবাসি৷ বিশ্বাসী হিসেবে আধ্যাত্মিক জীবন উপভোগ করতে আমাদের বিশেষ অধিকার রয়েছে যা কেবল ঈসার মধ্য থেকে আসে৷ আমরা অবশ্যই তাকে ধন্যবাদ দিব কারণ তিনি আমাদের আধ্যাত্মিক সত্ত্বা এবং বেহেশতি ক্ষমতা দিয়েছেন৷ এই সকল কর্মশক্তি এবং কার্যাবলী খোদার দান৷ তাঁকে ছাড়া আমরা কিছুই করতে পারি না৷

যোহন ১৫:৬
৬. যদি কেহ আমার মধ্যে না থাকে, তবে কাটা ডালের মতই তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া হয় আর তাহা শুকাইয়া যায়৷ তখন সেই ডালগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেওয়া হয় এবং সেই গুলি পুড়িয়া যায়৷

ঈসা মসিহের সঙ্গে থাকা আপনার কর্তব্য৷ একদিকে আমরা লক্ষ্য করি যে রূহানী জীবন এবং ঈসা মসিহের সঙ্গে থাকা হলো খোদার দান৷ অন্য দিকে আমরা দেখি যে, যে কেউ ঈসা মসিহের সঙ্গ ত্যাগ করে সে আত্মঘাতীর মত৷ এই পরিত্যাগকারী নির্মম হয় এবং খোদার ক্রোধের আগুনের মধ্য নিক্ষিপ্ত হয়৷ যারা ঈসা মসিহকে পরিত্যাগ করেছে ফেরেস্তারা তাদেরকে সময় মত জড় করে বাইরের অন্ধকারে নিক্ষেপ করবে৷ তাদের বিবেকের দংশন তাদেরকে কোন স্বস্থি দেবে না৷ চিরদিন উপলব্ধি করতে বিগত দিনে কিভাবে তারা খোদার ভালোবাসার মধ্যে ছিল৷ যদি তারা তাকে ত্যাগ করে তাহলে তারা তাদের ত্রাণকর্তাকে অবজ্ঞা করেছে, তারা চিরকাল নরকের আগুনে পুড়তে বাধ্য৷

যোহন ১৫:৭
৭. যদি তোমরা আমার মধ্যে থাক আর আমার কথাগুলি যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা তাহাই চাহিও; তোমাদের জন্য তাহা করা হইবে৷

যে কেউ ঈসা মসিহের সঙ্গে থাকে সে একটি ভাল সম্পর্কের মধ্যে তার সাথে বাস করে৷ ঠিক যেমন একটি পুরাতন বিবাহিত যুগল একে অপরের চিন্তাধারা ও উদ্দেশ্য সম্পর্কে জানে৷ তেমনি যে কেউ ঈসা মসিহকে ভালবাসে সে তার ইচ্ছাকে জানতে পারে এবং ঐক্যতানের মধ্যে তার প্রভূর সাথে থাকতে পারে৷ প্রতিদিন কিতাবুল মোকাদ্দস কে গভীরভাবে অধ্যয়ন করলে আমরা সুন্দর আবেগে পরিপূর্ণ হব৷

তাহলে আমরা আমাদের নিজেদের স্বার্থপর ইচ্ছানুযায়ী প্রার্থনা না করে আগ্রহভরে তার রাজ্য বিস্তারের কথা বলব৷ আমরা আধ্যাত্মিক দ্বন্ধের মধ্যে দায়িত্বশীল মধ্যস্থতাকারী হই৷ তখন আমাদের হৃদয় প্রশংসা ও কৃতজ্ঞতায় ভরে উঠবে এবং আমরা পবিত্রজনকে সকল উদ্বিগ্ন অভাবী ও দূর্দশাগ্রস্থ লোকদের বিষয়ে জানাব যা পাক-রূহ আমাদের দৃষ্টি গোচরে আনেন৷ আমাদের বিশ্বাসপূর্ণ প্রার্থনার ভিত্তি্বতে ঈসা মসিহ আমাদের এই দুনিয়াতে তার কাজ সম্পাদন করেন৷ তিনি আমাদেরকে তার কাজের অংশীদার হতে অনুমতি দেন৷ আপনি কি প্রার্থনা করেন? কেমন করে করেন? আপনি কি পাক-রূহের মাধ্যমে প্রার্থনা করেন? খোদার ইচ্ছার বিভিন্ন উদ্দেশ্য আছে৷ একটি হলো আপনার পবিত্রতা আর একটি হলো খোদা সবাইকে রক্ষা করতে চান এবং তাদেরকে সত্যের জ্ঞান দিতে চান৷ আমরা যদি নম্র আচরনের মধ্য দিয়ে চলি তাহলে খোদার নাম পবিত্রকৃত হয়৷ আপনার প্রভূকে বলূন আপনার হৃদয়ে প্রার্থনার রূহ ঢেলে দিতে, যাতে করে আপনি অনেক ফসল ফলাতে পারেন এবং আপনার বেহেস্তী পিতা এবং মসিহকে মহামান্বিত করতে পারেন যিনি হলেন আপনার পথ প্রদর্শক৷

যোহন ১৫:৮
৮. যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এইভাবে তোমরা নিজেদের আমার উম্মত বলিয়া প্রমাণ কর, তবে আমার পিতার গৌরব হইবে৷

ঈসা মসিহ চান আপনি অনেক ফল বয়ে আনেন৷ আপনার জীবনে অল্প কিছু পবিত্রতায় তিনি সন্তুষ্ট নন, অথবা অল্প কিছু বিশ্বস্ত লোককে বিশ্বাসে আনতে বা আপনার সামান্য কৃতজ্ঞতা চান না তিনি আপনার পবিত্রকরণ চান এবং আপনাকে খাঁটি হতে বলেন যেমন পিতা খাঁটি এবং সবাই যাতে রক্ষা পেতে পারে৷ আত্মতুষ্ট হবেন না৷

প্রার্থনা: প্রভূ ঈসা মসিহ, আমরা তোমাকে ভালোবাসি কারণ তুমি আমাদেরকে তোমার অনুসারী হিসেবে গ্রহণ করতে লজ্জা পাওনি৷ আমরা সকলের পরিবর্তন চাই যাদেরকে তুমি তোমার কাছে ডেকেছ৷ একজন একজন করে তাদের নাম আমরা উল্লেখ করি৷ আমরা বিশ্বাস করি সলিবের মধ্য দিয়ে তুমি তাদেরকে রক্ষা করেছ তাদের উপর পাকরূহ নেমে আসার মধ্য দিয়ে তাদের মুক্তি নিশ্চিত হয়েছে৷ পিতা এবং তোমার নাম যেন পাক-রূহের মধ্য দিয়ে মহামান্বিত হয়, তোমাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না৷

প্রশ্ন:

৯৫. কেন আমরা ঈসা মসিহের মধ্যে আছি এবং তিনি আমাদের মধ্যে আছেন?

www.Waters-of-Life.net

Page last modified on June 29, 2012, at 11:20 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)