Previous Lesson -- Next Lesson
খ) ঈসা মসিহ তার সাহাবিদের উত্পন্ন ফসল দেখতে নিয়ে গেলেন (যোহন ৪:২৭-৩৮)
যোহন ৪:২৭-৩০
২৭. এমন সময় ঈসা মসিহের সাহাবিরা আসিয়া একজন স্ত্রীলোকের সঙ্গে ঈসা মসিহকে কথা বলিতে দেখিয়া আশ্চর্য হইলেন৷ কিন্তু তবুও তাঁহারা কেহই বলিলেন না, 'আপনি কি চাহিতেছেন?' বা 'কেন আপনি উহার সঙ্গে কথা বলিতেছেন?' ২৮. সেই স্ত্রীলোকটি তখন তাহার কলসি ফেলিয়া রাখিয়া গ্রামে গেল আর লোকদের বলিল, 'তোমরা একজন লোককে আসিয়া দেখ৷ ২৯. আমি জীবনে যাহা করিয়াছি সমস্তই তিনি আমাকে বলিয়া দিয়াছেন৷ ৩০. তাহা হইলে উনিই কি সেই ঈসা মসিহ৷' ইহাতে লোকেরা গ্রাম হইতে বাহির হইয়া ঈসা মসিহের নিকটে আসিতে লাগিল৷
যখন আলোচনা চলছিল, সাহাবিরা খাদ্য নিয়ে গ্রাম থেকে ফিরেছিল যা তারা কিনে এনেছিল৷ তারা বিস্ময়াভূত হয়েছিল একা ঈসা মসিহকে একজন পাপী স্ত্রীলোকের সাথে দেখতে পেয়ে, যে ছিল শমরীয় এবং কুলটা৷ কিন্তু তাদের কেউ সাহস করে কিছু বলতে পারেনি কারণ তারা রুহের উপস্থিতি অনুভব করেছিল৷ তারা ঈসা মসিহের বেহেশতি বিস্ময়কর কাজ, যা সে সম্পাদিত করেছিল, তা পর্যবেক্ষণ করেছিল, কারণ স্ত্রীলোকটির মুখমণ্ডল রূপান্তরিত হয়েছিল যখন সে ঈসা মসিহের দিকে তাকিয়েছিল এবং তার কথা শুনছিল৷ নাজাতদাতাকে চিনবার আনন্দ তাকে বিমূঢ় করে দিয়েছিল৷
তখন স্ত্রীলোকটি তার খালি পাত্রটি ফেলে দিল৷ সে ঈসা মসিহকে কোন পানি দেয়নি যার জন্য সে অনুরোধ করেছিল, অথচ তিনি ক্ষমার মধ্য দিয়ে স্ত্রীলোকটির তৃষ্ণা মিটিয়েছিলেন৷ স্ত্রীলোকটি অনেকের কাছেই জীবন্ত পানির ঝরনায় পরিণত হয়েছিল৷ সে দৌড়ে গ্রামে গেল এবং লোকেদের সাথে কথা বললো ও ঈসা মসিহের দিকে ঈশারা করলো৷ এক সময় স্ত্রীলোকটির মুখ ছিল বাজে কথা বলার উত্স আর এখন হলো পরিষ্কার পানির উত্স যা ঈসা মসিহের সাক্ষাত্ বহন করে৷ সে লোকদেরকে ঈসা মসিহের কাছে নিয়ে আসল এবং সাক্ষ্য দিল কেমন করে ঈসা মসিহ তার পাপগুলোকে প্রকাশ করে দিলেন৷ এই স্বীকারোক্তির মধ্য দিয়ে গ্রামবাসীরা ধারণা করলো একটি অসাধারণ ঘটনা ঘটেছিল, যা ছিল এই স্ত্রীলোকের মধ্যে খোদার কাজ৷ তারা স্ত্রীলোকটির গোপন বিষয় আবিস্কার করতে চেয়েছিল৷ তারা কুয়াটির দিকে দৌড়ে গেল, যেখানে ঈসা মসিহ এবং তার সাহাবিরা বিশ্রাম নিচ্ছিল৷
এটা একটি আদর্শ চিত্র যা তখনই ঘটে থাকে যখন ঈসা মসিহ তাঁর অনুসারীদের ভিতর কাজ করেন৷ আমরাও আমাদের প্রতিবেশীদের জানাবো যে ঈসা মসিহ নাজাত দিতে আমাদের কাছে এসেছেন৷ তখন তাদের ভিতরেও জীবন্ত পানির আকাঙ্ক্ষা জেগে উঠবে যা পাক-রুহের মধ্য দিয়ে আসে৷ সুতরাং আপনি কি অনেকের জন্য জীবনের ঝরনা হয়েছেন? যদি না হন ঈসা মসিহের কাছে আপনার পাপ স্বীকার করুন, আপনার জীবনকে তার কাছে সমর্পণ করুন, যাতে করে তিনি আপনাকে পরিষ্কৃত করতে পারেন এবং পবিত্র করতে পারেন৷ তাহলে আপনি অনেকের কাছেই আর্শীবাদের পাত্র হবেন যেমনটি ঘটেছিল সেই প্রাক্তন ব্যভিচারিনীর মধ্যে যখন মহিলাটি চারপাশে সাক্ষ্য বহন করছিলেন ৷
প্রার্থনা: প্রভু ঈসা, আমাকে সন্ধান করা এবং জানার জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই৷ শমরীয়ায় সেই পাপী মহিলাটি থেকে আমি খুব একটা ভালো কেউ নই৷ আমার পাপসমূহকে ক্ষমা কর৷ খোদার সেই দান যা সত্যের জন্য আমার তৃষ্ণাকে মিটায় তা আমাকে প্রদান করো এবং আমার জীবনকে বিশুদ্ধ কর৷ বেহেশতি পিতাকে দেখার জন্য আমার চোখ খুলে দাও৷ আমার হৃদয়কে পাক-রুহ দিয়ে পূর্ণ করো, যাতে করে আমি একজন উপকারী ব্যক্তি হতে পানি, এবং তোমার রহমতে সাড়া দিতে আমার জীবন যেন এবাদতের অভিব্যক্তি হতে পারে৷ অনেককে তুমি রক্ষা কর এবং তাদেরকে তোমার কাছে টেনে নাও, যারা তোমার কাছে আসে, তাদেরকে তুমি প্রত্যাখ্যান করো না৷
প্রশ্ন: