Previous Lesson -- Next Lesson
৩. ঈসা মসিহ এবং তার সাহাবিদেরকে দুনিয়া ঘৃণা করে (যোহন ১৫:১৮ - ১৬:৩)
যোহন ১৬:১-৩
১. "আমি তোমাদের এই সমস্ত কথা বলিলাম, যেন তোমরা মনে বাধা না পাও৷ ২. লোকেরা মজলিসখানা হইতে তোমাদের বাহির করিয়া দিবে৷ আর এমন সময় আসিতেছে যখন তোমাদের যাহারা মারিয়া ফেলিবে তাহারা মনে করিবে যে, তাহারা খোদার সেবাই করিতেছে৷ ৩. তাহারা এই সমস্ত করিবে, কারণ তাহারা পিতাকেও জানে নাই আমাকেও জানে নাই৷
সাহাবিগণ তিনটি কারণে জগতের কাছে ঘৃণিত হবে, ঈসা মসিহ তা আগেই বলেছেন কারণ তারা জগতের সন্তান থেকে খোদার সন্তানে হয়েছেন পরিণত৷
মানুষ খোদর খোদার রূপ চেনে না, চেনে না খোদার পুত্র ঈসা মসিহকে বিজ্ঞ ধর্মবেত্তাগণ খোদার প্রকৃত পরিচয় জানে না, তাদের এবাদত বন্দেগি অজানা অজ্ঞেয় দেবতার উদ্দেশ্যে অর্পণ করা হয়৷
নিঃসন্দেহে দোজখের ঘৃণা অব্যহত থাকে৷ যে কেউ আমাদের প্রভূ ঈসা মসিহের পিতার দিকে ফেরে, তাকে যেখানেই পাওয়া যায়, সধর্ম ত্যাগ করার জন্য ধর্মান্ধদের দ্বারা সে নিহত হয় এবং তারা চিন্তা করে যে তারা খোদার সেবা করছে৷ বস্তুত তারা শয়তানের সেবা করে৷ তারা পবিত্র পিতা, যিনি সত্য খোদা, তাকে চেনে না, তারা ঈসা মসিহের রক্তের ক্ষমতার অভিজ্ঞতা পায়নি৷ তারা পাক-রূহের ক্ষমতা থেকে পরিত্যক্ত৷ তাই তাদেরকে ধ্বংস করতে ভিন্ন একটি আত্মা পরিচালিত করে৷ নির্যাতন করতে এবং বিভিন্ন রকম পরীক্ষায় ফেলতে যারা পাক-রূহের প্রতিনিধিত্ব করে৷ তাই ইহুদিরা এ কাজই করছিল এবং এটা করতে থাকবে ঈসা মসিহের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত৷
এটা চিন্তা করবেন না যে ভবিষ্যতে কিছু একটা ভাল হবে, কারণ মানবজাতি জ্ঞান ও আলো সঞ্চয় করবে৷ না পরস্পর বিরোধী এই দুটি আত্মা শেষ পর্যন্ত দুনিয়াতে রয়ে যাবে! একটি আত্মা উপর থেকে আসে এবং একটি নীচের থেকে৷ বেহেস্ত ও দোজখের মধ্যে কোন সেতু নেই৷ হয় আপনি সম্পূর্ণভাবে পিতা, পুত্র ও পাক-রূহের সহভাগীতার মধ্যে থাকবেন অন্যথায়, আপনি দোজখ এবং পাপের বন্দীত্বের মধ্যে পড়বেন৷ যদি আপনি ঈসা মসিহকে অনুসরন করেন তাহলে আপনি একজন প্রেমময় ব্যক্তি হবেন এবং আপনার সাক্ষ্যের মধ্য দিয়ে পিতাকে সম্মানিত করবেন৷ কিন্তু যদি আপনি তার সন্তান না হন তাহলে আপনি অন্য আত্মা ও চিন্তাধারার বন্দীত্বের মধ্যে পড়ে থাকবেন এবং খোদার শত্রু হয়ে উঠবেন৷
ঈসা মসিহ আপনাকে স্মরন করিয়ে দেন খোদাকে গ্রহন করার মূল্য ; যদি আপনি সত্য সত্যই তার মধ্যে থাকেন৷ আপনার ভবিষ্যত হবে কঠিন এবং যন্ত্রনাদায়ক, যখন মনে হবে ঈসা মসিহ এবং তার অনুসারীদের বিরুদ্ধে দোজখ বিস্ফোরিত হচ্ছে৷ দুনিয়া ঈসা মসিহের প্রতিটি বিশ্বস্ত অনুসারীকে ঘৃণা করে; তাই হয় আপনি খোদাকে পিতা হিসেবে লাভ করবেন এবং দুনিয়াতে বহিরাগত হবেন অথবা আপনি খোদার শত্রু হয়ে থাকবেন এবং পৃথিবীতে আপনাকে তার নিজের মত করে সাদর সম্ভাষণ জানাবে৷ তাই জীবন এবং অনন্ত মৃতু্য এ দুটির ভিতর যে কোন একটিকে বেছে নিন৷
প্রার্থনা: প্রভূ ঈসা মসিহ, মৃতু্যকে বেছে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দেই; তুমি পিতার কাছে বিশ্বস্তজন হিসেবে ছিলে৷ দুনিয়ার রূহের কাছ থেকে আমাদেরকে দূরে রাখ এবং তোমার ভালোবাসার মধ্যে আমাদেরকে গেঁথে রাখ, যাতে করে খোদার সন্তান হিসেবে আমরা বাস করতে পারি৷ তোমার ভালোবাসা হলো আমাদের শক্তি, পথ ও নির্দেশনা৷
প্রশ্ন: