Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Bengali":
Home -- Bengali -- Romans - 043 (In Christ, Man is Delivered)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian-- Azeri-- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- Tamil -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

রোমীয়দের - প্রভুই আমাদের ধার্মিকতা
রোমীয়দের কাছে হযরত পৌলের লেখা পত্রের ওপর পর্যালোচনা
প্রথম খন্ড - খোদার ধার্মিকতা সকল পাপীকে দোষী সাব্যস্থ করে, আর মসিহের ওপর বিশ্বাসিদের ন্যায়বান ও আলাদা করে (রোমীয় ১:১৮ - ৮:৩৯)
ডি - পাপের ক্ষমতা থেকে খোদার শক্তি আমাদের উদ্ধার করেন (রোমীয় ৬:১ - ৮:২৭)

৬. মসিহের মাধ্যেমেই মানুষ অপরাধ, পাপ, মৃতু্যর কবল থেকে পায় মুক্তি (রোমীয় ৮:১-১১)


রোমীয় ৮:৯-১১
৯. কিন্তু আল্লাহর রূহ যদি তোমাদের দিলে বাস করেন তবে তোমরা তো গুনাহ-স্বভাবের অধীন নও বরং পাক-রূহের অধীন৷ যার দিলে মসিহের রূহ নেই সে মসিহের নয়৷ ১০. কিন্তু মসিহ যদি তোমাদের দিলে থাকেন তবে গুনাহের দরুন তোমাদের শরীরের ওপর মৃতু্য কাজ করতে থাকলেও তোমাদের রূহ জীবিত, কারণ আল্লাহ তোমাদের ধার্মিক বলে গ্রহণ করেছেন৷ ১১. যিনি ঈসা মসিহকে মৃতু্য তেকে জীবিত করেছেন সেই আল্লাহর রূহ যদি তোমাদের দিলে বাস করেন, তবে আল্লাহ তাঁর সেই রূহের দ্বারা তোমাদের মৃতু্যর অধীন শরীরকেও জীবন দান করবেন৷

পৌল রোম এবং অন্যান্য স্থানে বসবাসকারী বিশ্বাসীদের কাছে সাক্ষ্য দিলেন খোদার রূহ অলস দেহ ও বিদ্ধেষ পরায়ন আত্মা জয় করেন, কারণ তাদের জীবন প্রতিষ্ঠিত হয়েছে পাকরূহের অভিপ্রায় ও পরাক্রমে৷ তিনি তাদের সৃষ্টি করেছেন, নতুন জন্মদান করেছেন এবং তেমনভাবে বৃদ্ধি করে চলছেন, সুরক্ষা করে চলছেন সান্তনা দিচ্ছেন, নিশ্চয়তা দান করে চলছেন, খোদার মহব্বতে পূর্ণতা দিচ্ছেন, চুপিসারে বলে যাচ্ছেন নানাবিধ সেবার কাজে সচেষ্ট হবার জন্য৷ প্রত্যেক বিশ্বাসী মহাখুশি তাদের মধ্যে পাকরূহের বাস দেখে৷

তথাপি, যার মধ্যে অর্থাত্‍ যার হৃদয়ে পাকরূহের নিবাস নেই সে মসিহি নয়, যদিও সে মসিহি পরিবারে জন্ম নিয়েছে, কেননা এ নামের অর্থ হলো 'যিনি খোদার রূহের দ্বারা অভিষিক্ত' মসিহ নিজেও পরিপূর্ণভাবে অভিষিক্ত তাঁর পিতার রূহের দ্বারা, তাই স্বাভাবিক বিশ্বাসীগণও তদ্রুপ পিতার রূহের দ্বারা অভিষিক্ত থাকবেন কারণে৷ নাম উপাধি, অবগাহনের ক্রিয়াকলাপ, অথবা জামাতের নিয়মিত অংশগ্রহণের চাঁদা পরিশোধ করণ অথবা জাগতিক কোনো কিছু আপনাকে মসিহি হিসেবে প্রস্তুত করতে পারে না৷ মসিহি হওয়া কেবল প্রভুর পরাক্রমে সম্ভব, যিনি আপনার মধ্যে বাস করেন, যেন আপনি মসিহের প্রাণবন্ত কর্মরত সদস্য হতে পারেন, তার মধ্যেই সর্বদা যুক্ত থেকে আর তাঁর এবাদত গৃহের একখন্ড জীবন্ত পাথর হতে পারেন৷ যে জীবনে উপহার লাভ করেন নাই, তথা খোদার মহব্বত থেকে থাকে শূন্য ও বঞ্চিত, মসিহের সাথে তার কোনোই সম্পর্ক থাকতে পারে না৷ সে তাঁর থেকে থাকে দূরিকৃত৷ কেবলমাত্র যার ঘটেছে পাকরূহের হাতে নবজন্ম, সেই মসিহের সান্ধিন্ধে থাকেন এবং তিনিই হলেন মসিহের সম্পদ, বাস করেন মসিহের রাজ্যে৷ তাই কদুষ্ণ হবেন না, কিন্তু সজাগ হউন, যিনি মসিহকে একমাত্র অবলম্বন হিসেবে বাস না করেন, সম্পর্ণ ও সদাসর্বদা তার কোনো অংশই নেই মসিহের মধ্যে৷ মসিহ আপনাকে সম্পূর্ণভাবে পেতে চান, আর তিনিও সম্পর্ণরূপে আপনার মধ্যে বাস করতে চান৷ অন্যথায়, আপনি তাঁর থেকে হলেন বিচ্ছিন্ন, কেননা সন্দিগ্ধ বিশ্বাস কোনো বিশ্বাসই নয়৷

প্রিয় ভ্রাতাঃ প্রভুর আরাধনা করুন, মসিহ আপনার মধ্যে বাস করবেন যদি আপনি তাঁর প্রেমের অভিষেক পেয়ে থাকে৷ যারাই রুহানিভাবে জীবন যাপন করেন তারাই আশ্চর্য কাজের সাক্ষ্য দিয়ে থাকেন, তিনি তাদের মনে সদা বাস করে থাকেন৷

আপনি কি মনে করেন মসিহ এবং পাপ আপনার জীবনে বা দেহে একত্রে বাস করে? আপনি কাওকে ঘৃণা করবেন আর মসিহকে ভালোবাসবেন তা একসঙ্গে করা সম্ভব নয়৷ আপনি মন্দ আত্মার কাছে সমর্পিত হতে পারেন না, এবং দাবি করতে পারেন না পাকরূহের পরিপূর্ণতাপ্রাপ্তি ঘটেছে, কেননা এ রূহ উদযোগী আর তিনি আপনার পাপসমূহ নির্মমভাবে ধ্বংস করে দেন৷ আপনার বিবেক প্রশান্তি লাভ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি চোখের জলে অনুতপ্ত না হন, পাপস্বীকার না করছেন, ওগুলো চরমভাবে ঘৃণা না করছেন, আর আপনার ঔদ্ধত্যতা ধ্বংস করে না ফেলেন, নিজের দোষী সত্ত্বা আপনার নির্মাতা মসিহের কাছে যিনি সমর্পণ না করেন৷ খোদার রূহ আপনার পাপের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আর আপনাকে পরিপূর্নভাবে পবিত্র করে ছাড়বেন, কেননা মসিহ আপনাকে ডেকেছেন পবিত্র হবার জন্য, উল্টোটি নয় অর্থাত্‍ অপবিত্র অবস্থায় ফেলে দেবার জন্য আসেন নি৷

মসিহের পূতপবিত্র রক্ত আপনাকে সমস্ত পাপ থেকে সম্পূর্নভাবে পরিষ্কার করবে, যদি আপনি তাকে বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন তাঁর দেয়া সকল প্রতিজ্ঞায়৷ আপনার দুর্বলতায় তাঁর পরাক্রম অতীব বিশাল৷ আপনার ইচ্ছাকে শক্তিধর করা হবে, আপনি নিজেকে অস্বীকার করে খোদার জন্য জীবন কাটান৷ স্মরণে রাখবেন, পাপের কারণে আপনার দেহ মৃত, কিন্তু পাকরূহকে চিরদিন আপনার মধ্যে বসবাসের জন্য প্রেরণ করা হয়েছে৷ তাই আমাদের রয়েছে অতুলনীয় প্রত্যাশা, কেননা আমরা আমাদের মধ্যে খোদার জীবন বয়ে চলেছি যা হলো গৌরবের নিশ্চয়তা, প্রভুর আগমনের প্রতিক্ষায় তা অপেক্ষারত৷

এই একই পরাক্রম যা মসিহের কবর থেকে পুনরুত্থিত হবার সময় ছিল কার্যকর তা বর্তমানে প্রত্যেক বিশ্বাসের মধ্যেও হচ্ছে প্রবাহিত৷ মসিহের দ্বিতীয় আগমনে খোদা তাঁর নিজের জীবন আমাদের মধ্যে প্রবাহিত করবেন৷ এ বিষয়টি লোক সমাজে প্রকাশিত হবে, অগণিত অবিশ্বাসীর আত্মা মৃত অবস্থায় পড়ে থাকবে, অথচ আমরা খোদার রহমতে জীবত ও মহিমান্বিত রয়েছি, খোদর রূহ আমাদের মধ্যে কাজ করে বিধায় তথা তার গোরাবান্বিত উপস্থিতি, আনন্দ, পরাক্রম কেননা তিনি নিজেই স্বয়ং খোদা৷

প্রার্থনা: হে জীবন্ত প্রভু, আমরা তোমার আধারণা করি৷ তুমি পাকরূহকে আমাদের দিয়েছেন, যেন চিরদিন তোমার সন্তান হিসেবে চলতে পারি, মসিহের মৃতু্যর দ্বারা আমরা তোমরা কাছে ন্যায়বান বলে হয়েছি বিবেচিত, আর রয়েছি তোমার মধ্যে কর্মরত৷ তুমি আমাদের অবিশ্বাস ও দূনর্ীতির দোষক্রটি থেকে রক্ষা করেছো৷ ধন্যবাদ দেই মৃতু্য আমাদের বন্দি করে রাখতে পারে নি, তোমার হাতে রয়েছি আমরা সুরক্ষিত, তোমার গৌরবের নিশ্চয়তা আমাদের মধ্যে রয়েছে জাগরুক৷ ফলে আমরা ঘৃণ্য বখে যাওয়া মানুষদের মধ্যে জীবন যাপন করতে পারি৷

প্রশ্ন:

৪৭. যারা মসিহের মধ্যে বসবাস করে পাকরূহ তাদের কী দিচ্ছে?

www.Waters-of-Life.net

Page last modified on February 25, 2014, at 01:21 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)