Previous Lesson -- Next Lesson
৭. আমরা খোদার সন্তান হতে পেরেছি আমাদের মধ্যে পাকরূহের উপস্থিতির কারণে (রোমীয় ৮:১২-১৭)
রোমীয় ৮:১২-১৪
১২. সেজন্য ভাইয়েরা, আমরা ঋণী, কিন্তু সেই ঋণ গুনাহ-স্বভাবের কাছে নয়৷ গুনাহ-স্বভাবের অধীন হয়ে আর আমাদের চলবার দরকার নেই৷ ১৩. যদি তোমরা গুনাহ-স্বভাবের অধীনে চল তবে তোমরা চিরকালের জন্য মরবে৷ কিন্তু যদি পাকরূহের দ্বারা শরীরের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেল তবে চিরকাল জীবিত থাকবে, ১৪. কারণ যারা আল্লাহর রূহের পরিচালনায় চলে তারাই আল্লাহর সন্তান৷
আপনার মধ্যে স্তুপিকৃত অসংখ্য স্বার্থপরতা পরিষ্কার না করে পাকরূহ দায়সারা গোছের যুদ্ধ বন্ধ করেন না, বরং তিনি যুদ্ধ চালাতে থাকেন স্বার্থপরতার চূড়ান্ত পর্যায়ে অপসারণ করা পর্যন্ত খোদার রূহ আপনাকে ত্যাগ করে যাবে যতক্ষণ পর্যন্ত মসিহের সলিবে আপনার মৃতু্য হয়েছে এটা স্বীকার না করেন, আপনার অহমিকার অবসান ঘটাতে হবে, শেষ করে দিতে হবে ক্রোধ, অতু্যক্তি এবং আপনার সকল পাপ ও অপরাধ৷ বিশ্বাসীগণ অর্থ-সম্পদ ও আনন্দ-ফুর্তির দ্বারা নিয়ন্ত্রিত থাকতে পারে না, যেন তারা তাদের প্রভুর রূহের কাছে মুক্ত হতে পারেন৷ পুতপবিত্র সত্ত্বা আপনার মধ্যে কাজ করে চলছেন, যেমন সল্য চিকিত্সক শরীরের মধ্যে জমে থাকে ফোড়ার পুজ অপসারণ করে দেয়৷ তিনি কেটে দোষক্রটি মুলোত্পাটন করে দেন৷ একই পদ্ধতিতে খোদার রূহ পাপীদের অন্ধকার থেকে আলোর রাজ্যে চালনা করে চলছেন, আপনার মিথ্যাবাদী জিহ্বাকে সত্যবাদি জিহ্বায় করেন পরিণত, কৌতুক মনোভাব থেকে খোদার উপস্থিতি এনে দেয়৷ আপনি কি খোদার পরিচালনা উপলব্ধি করেন? করুনাময়ের আহ্বান আপনি কি শুনতে পান? তিনি চাচ্ছেন পরিপূর্ণভাবে আপনাকে পবিত্র ও পরিবর্তন করতে, রূপান্তরিত করতে প্রেমের পরাকাষ্টা মসিহের চরিত্রে৷ খোদার রূহের হাতে পবিত্র করার কুদরত আপনার মধ্যে ফুটে ওঠবে প্রেম, আনন্দ এবং শান্তিতে যা হবে বিনম্রতার, সংযম এবং শান্তিস্বভাব, আর তার সাথে মসিহের চারিত্রিক বৈশিষ্ট যথ আপনি আপনার পূতপবিত্র নাজাতদাতার পক্ষে বক্তব্য রাখছেন৷ যখন এধরণের রূহ আপনার আত্মার মধ্য দিয়ে হচ্ছে প্রবাহিত, তখন আপনি পরিণত হয়ে উঠলেন খোদার সন্তানে৷ আপনি কি মহা সুযোগ উপলব্ধি করতে পেরেছেন, আপনার পাপাচার সত্ত্বেও আপনি বিশ্বের নির্মাতার সত্যিকার সন্তানে হতে পেরেছেন পরিণত আর তা হয়েছে মসিহের রূহের রক্তের বিনিময়ে? আপনি কি সাহস পাচ্ছেন নিজেকে খোদার পুত্র বলে ঘোষণা দিতে যতজন পাকরূহের দ্বারা হচ্ছে পরিচালিত তারা সকলেই খোদার সন্তানে হচ্ছে পরিণত৷
রোমীয় ৮:১৫-১৬
১৫. তোমরা তো গোলামের মনোভাব পাও নি যার জন্য ভয় করবে; তোমরা আল্লাহর রূহকে পেয়েছ যিনি তোমাদের সন্তানের অধিকার দিয়েছেন৷ সেজন্যই আমরা আল্লাহকে আব্বা, অর্থাত্ পিতা বলে ডাকি৷ ১৬. পাকরূহও নিজে আমাদের দিলে এই সাক্ষ্য দিচ্ছেন যে, আমরা আল্লাহর সন্তান৷
পাকরূহ আপনার মধ্য থেকে দূর করে দেয় ভয়, হতাশা, দুঃখবাদ, ক্লান্তি বিরক্তিবোধ, দান, করেন সাহস, আনন্দ আর খোদার ওপর আস্থা৷ পিতার নামে কথা বলার জন্য তিনি আপনার মুখ খুলে দেন৷ এ স্বীকৃতির মধ্য দিয়ে আপনি খোদার নামের মহিমা ঘোষণা দিচ্ছেন, কেননা নতুন নিয়মের এটাই হলো বড় ধরনের কুদরত, বেহেশতি পিতা মসিহের দ্বারা আমাদের কাছে প্রকাশ করেছেন তিনি আমাদের বেহেশতি পিতা৷ দূরের নির্মাতা পাপের কারণে যিনি হন ক্রুদ্ধ, তিনি আমাদরে না করেছেন ক্লান্ত না চাপিয়েছেন বহনের অতিরিক্ত বোঝা, কিন্তু তিনি তাদের কাছে তাঁর প্রেম প্রকাশ করেছেন ও পিতৃসুলভ যত্ন কল্যাণের নিশ্চয়তা দান করেছেন৷ ঐশি এ নতুন সম্পর্ক সম্পূর্নরূপে আমাদের আচরণ বদলে দেয়৷ 'আব্বা' শব্দটি এ্যারামিক শব্দ গ্রীক ভাষায় গ্রীক হরফে দেয়া হয়েছে, তার পরে তা অনুদিত হয়ে ইংরেজি ভাষায় ঢুকেছে৷ এ শব্দের অর্থ হলো 'পিতা'৷ মসিহের মধ্যে ইহুদি ও গ্রীক সমপ্রদায় লোকদের প্রার্থানয় একিভূত করা হয়েছে এ শব্দের দ্বারা৷
'পিতা' শব্দটি বিশ্লেষণ ও নিশ্চয়তা দিয়েছে পিতার৷
এ মহান প্রেমে মসিহ তার নিজের দেহ আমাদের দান করেছেন, আমাদের তার অধিকারের অংশিদার করেছেন যেন গৌরবের খোদা আমাদের পালন করতে পারেন৷ কল্পনা করুন, খোদার পুত্র মসিহের রক্তে আপনার নাম লেখা হয়েছে প্রথম সারিতে যাদের প্রথমে বেহেশতে প্রবেশে করানো হবে আর উক্ত কার্ডের শেষে পাকরূহের আগুনে লেখা রয়েছে 'খোদার পাল্য পুত্র' আর উক্ত কার্ডটি অনুস্বাক্ষর করেছেন খোদা পুত্র ও পাকরূহ৷ আপনি কি এমন অনুপম কার্ডের কথা ভুলে যাবেন, করবেন তা তুচ্ছ, অথবা বাহিরে ছুড়ে মরবেন? অথবা তুলে নিয়ে গ্রহণ করবেন, আনন্দাশ্রুর সাথে চুমু খাবেন ও চিরদিরেন জন্য তা রেখে দিবেন?
আইনানুগ এ শুনিশ্চিতভাবে আপনি সর্বশক্তিমানের পালিত পুত্রে হয়েছেন পরিণত, আর তা হয়েছে রুহানি জন্মের ফলে৷ পৌল তার পত্রে পুনঃপুন সুসমাচারের মধ্যে বলেছেন, সে সুসমাচার হলো ঐশ্বর্যমন্ডিত রহমতে উপচেপড়া, যেন আপনি উত্তরাধিকার সূত্রে স্বয়ং খোদাকে পেয়ে যান, কেননা পূতপবিত্র সত্ত্বা মসিহের মাধ্যমে আপনার নিকটে নেমে এসেছেন৷ তিনি আপনার মধ্যে এবং সকল ধার্মিক ব্যক্তির মধ্যে বসবাস করেন, আর তার মহিমা আমাদের মধ্য দিয়ে হয় প্রকাশিত, যেমন মসিহ নিজেও আপনার মধ্যে বাস করে থাকেন যেমন তাঁর সকল সাহাবিদের মধ্যে করেন বাস, আর তিনি তার সর্বোত্তম মহিমা সুন্দরভাবে তাঁর অনুসারীদের মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন যেহেতু খোদা মাত্র একক৷
এ সকল কুদরত আমাদের মধ্যে শুরু হয়েছে তার কারণ পাকরূহ আমাদের মধ্যে বসবাস করেন বিধায়, সমস্ত জামাতে যারা কেবল মসিহের উপর হয়েছে প্রতিষ্ঠিত৷ এ নূর কি আমাদের মধ্যে জ্বলে? আপনি খোদার সাথে যুক্ত হয়ে গেছেন৷ আপনি কি তার জন্য দুঃখ ভোগ করতে রয়েছেন প্রস্তুত? যেমন সাহাবিগণ চরমভাবে দুঃখভোগ করেছেন মসিহের নামের খাতিরে?
প্রার্থনা:
এজন্য তোমরা এভাবে মুনাজাত করো:
হে আমাদের বেহেশতি পিতা,
তোমার নাম পবিত্র বলে মান্য হোক৷ তোমার রাজ্য আসুক৷
তোমার ইচ্ছা যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক৷
যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও
যারা আমাদের ওপর অন্যায় করে, আমরা যেন তাদের মাফ করেছি
তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় মাফ কর৷
আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না৷
প্রশ্ন: